লগ্নি সংস্থা সারদায় টাকা রেখে ক্ষতিগ্রস্থ উত্তরবঙ্গের ছয় জেলার ৮৭৩৭ জনকে পুজোর আগে চেক তুলে দেওয়ার কাজ সম্পূর্ণ করবে রাজ্য সরকার। শুক্রবার কোচবিহারে ক্ষতিগ্রস্থদের চেক বিলি করতে এসে রাজ্য সরকারের ওই পরিকল্পনার কথা জানান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব। মন্ত্রী বলেন, “প্রথম দফায় উত্তরবঙ্গের ছয় জেলার ৮৭৩৭ জনকে পুজোর আগে চেক দেওয়া হবে। বৃহস্পতিবার কার্শিয়াঙ ও জলপাইগুড়িতে চেক বিলি করা হয়। এদিন কোচবিহারের ক্ষতিগ্রস্তদের চেক দেওয়া হয়। আজ, শনিবার মালদহে চেক বিলি হবে।”
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ৮ অক্টোবর কালিম্পং ও দার্জিলিঙে, ৯ অক্টোবর শিলিগুড়িতে ও ১১ অক্টোবর আলিপুরদুয়ারে চেক বিলির পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি অনুষ্ঠানেই মন্ত্রী গৌতম দেবের উপস্থিত থাকবার কথা। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দুই মন্ত্রী শঙ্কর চক্রবর্তী ও আবদুল করিম চৌধুরীর উপস্থিতিতে চেক বিলি করা হবে। মন্ত্রী বলেন, “১১ অক্টোবরের মধ্যে প্রথম দফার তালিকাভুক্তরা সকলেই চেক পেয়ে যাবেন। তবে ওই খাতে মোট কত টাকা খরচ হচ্ছে তা এখনই বলা সম্ভব নয়। বিভিন্ন জেলা থেকে হিসাব নিতে হবে।” কোচবিহার ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত চেক বিলির অনুষ্ঠানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ছাড়াও রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন পরিষদীয় সচিব রবীন্দ্রনাথ ঘোষ-সহ পুলিশ প্রশাসনের অফিসারেরা উপস্থিত ছিলেন। কোচবিহারের ভারপ্রাপ্ত জেলাশাসক সি মুরুপণ বলেন, “প্রথম দফায় জেলার ১৬৯৬ জন ক্ষতিগ্রস্থের তালিকা এসেছে। এদিন ১৩০২ জনের হাতে চেক দেওয়া হয়। বাকিদের মহকুমা শাসকের দফতর থেকে চেক দেওয়া হবে।” প্রশাসন সূত্রের খবর এদিন ক্ষতিগ্রস্তদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত চেক বিলি করা হয়।
|