আন্দোলনের পরেই পুনর্বহাল শ্রমিকেরা |
নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট |
ছাটাই হওয়া শ্রমিকদের আন্দোলনের জেরে ময়ূরাক্ষী উত্তর ক্যানালের ২৫ জন নৈশপ্রহরীকে পুনর্বহাল করল সেচ দফতর। পাশাপাশি কাগজপত্রে ত্রুটি থাকার অভিযোগে ওই নৈশপ্রহরীদের ছাটাই করা ভারপ্রাপ্ত এজেন্সির সঙ্গে তাদের চুক্তি বাতিল করেছে সেচ দফতর। তৃণমূল প্রভাবিত শ্রমিক সংগঠনের রামপুরহাট মহকুমার সভাপতি নবগৌরাঙ্গ দাস বলেন, “ময়ূরাক্ষী উত্তর ক্যানালের অধীন রামপুরহাট, নলহাটি, মল্লারপুর, মহম্মদবাজার এই চার মহকুমায় ওই ২৫ জন নৈশপ্রহরী দীর্ঘদিন ধরে এজেন্সির মাধ্যমে কাজ করে আসছেন। গত ৩১ অগস্ট দফতরের সঙ্গে চুক্তি হওয়া একটি নতুন এজেন্সি ওই ২৫ জনকে ছাটাই করে নতুন লোক নিয়োগ করে।” তারই প্রতিবাদে তৃণমূল প্রভাবিত বীরভূম জেলা সিকিউরিটি ফোর্স শ্রমিক সংগঠনের নেতৃত্বে ধর্না, বিক্ষোভ, মিছিল হয়। বিষয়টি নিয়ে ছাটাই হওয়া নৈশপ্রহরীরা সেচ দফতরের বিভাগীয় মন্ত্রীর দ্বারস্থও হন। বৃহস্পতিবারও সেচ বিভাগের ময়ূরাক্ষী উত্তর ক্যানাল দফতরে বিক্ষোভ মিছিল চলে। তার জেরেই সেচ দফতর পুরনো লোকেদের পুর্নবহাল করে নতুন এজেন্সিকে বাতিল করেছে বলে তাঁর দাবি। এ দিকে ময়ূরাক্ষী উত্তর ক্যানালের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার তরুণ রায়চৌধুরী অবশ্য বলেন, “ওই এজেন্সি প্রয়োজনীয় নৈশপ্রহরী দিতে পারেনি। তাই তাদের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। ফের কোটেশন দেওয়া হবে। নতুন এজেন্সি না আসা পর্যন্ত পুরনো নৈশপ্রহরীরাই কাজ করবে।” বাতিল এজেন্সির সঙ্গে যোগাযোগ করা যায়নি।
|