প্রতারণার অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • মহম্মদবাজার |
প্রতারণা করে পোস্ট অফিস থেকে প্রায় ৪০ হাজার টাকা তোলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মহম্মদবাজারের ওই ঘটনায় অভিযুক্ত যুবক রত্ন কিস্কুর খোঁজ করছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, মহম্মদবাজারের হরিণসিন্ডার ওই যুবক ২০০১ সালে পোস্ট অফিস থেকে ৯টি কিষান বিকাশপত্র কেনেন। অভিযোগ, ওই যুবক ২০০২ সালে এলাকার একটি গ্রামীণ ব্যাঙ্কে দু’টি পত্র বন্ধক রেখে টাকা তুলে নেন। কিন্তু ব্যাঙ্কে বন্ধক থাকা দু’টি কিষান বিকাশপত্র হারিয়ে গিয়েছে দাবি করে ২০০৯ সালে থানায় ডায়েরি করেন। পরে ডায়েরির নথি দেখিয়ে রত্ন কিস্কু পোস্ট অফিস থেকে ওই দু’টি কিষান বিকাশপত্র বাবদ প্রাপ্ত টাকাও তুলে নেন বলে অভিযোগ। ঘটনার কথা নজরে এলে বৃহস্পতিবার ডাক বিভাগের সাঁইথিয়া সাব ডিভিশনের আধিকারিক বৈজু কুমার এ ব্যাপারে ডাকযোগে থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযুক্ত যুবকের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
|
সদাইপুরে প্রকৃতি পুজো
নিজস্ব সংবাদদাতা • সদাইপুর |
কেউ সরকারি চাকুরে, কেউ ব্যবসায়ী, কেউবা কাজ থেকে অবসর নিয়েছেন। সকলে এক জায়গাতেও থাকেন না। তাই মাঝে মধ্যে দেখা হয় সকলের। আড্ডা হয় জমিয়ে। এমনই একটি আড্ডায় উঠে এসেছিল ভাবনাটা। তারপরে নিজেরাই চাঁদা তুলে গড়লেন তহবিল। আর এক ভিন্নস্বাদের উৎসব দেখল সদাইপুরের কচুজোড় গ্রাম। উৎসবের নাম ‘প্রকৃতি পুজো’। শুক্রবার মহালয়ার দিন বিকেলে গ্রামের হাট বসার জায়গায় তখন বহু মানুষের ভিড়। শোনা যাচ্ছে শাঁখ উলুধ্বনি। কুকুর, বিড়াল, ছাগল ও অন্যান্য প্রাণীদের জন্য রান্না করা হয়েছে খিচুড়ি। পাখিদের জন্য দানা শষ, গাছেদের দেওয়া হয়েছে সার, জল। এই ভাবে অনুষ্ঠানের সূচনার পরে কয়েক জন দুঃস্থের হাতে তুলে দেওয়া হল একটি করে ভেড়া। উদ্যোক্তাদের অন্যতম মনোজ মণ্ডল, অসীম শীল, সবিতা মজুমদার, বংশীধর দাসেরা বললেন, “যে সমাজে আমরা বাস করি, তার প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। কিন্তু প্রকৃতি, পশুপাখিদের দিকে আমরা খেয়াল রাখি না। দরিদ্রদেরও তুচ্ছ তাচ্ছিল্য করি। এমন মনোভাব দূর করতেই আমাদের এই উদ্যোগ।”
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল নরেশ রায় (২৮) নামে এক যুবকের। বাড়ি বর্ধমানের কালনার বুলবুলিতলায়। বৃহস্পতিবার দুপুরে রামপুরহাটের ধরমপাহাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথর বোঝাই লরি উল্টে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। |