টুকরো খবর |
কন্যাশ্রী প্রকল্পের নামে টাকার হরির লুঠ: সূর্যকান্ত
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
সুষ্ঠু ও অবাধ পঞ্চায়েত ভোট হলে বামফ্রন্ট শাসকদলের তুলনায় এগিয়ে থাকত বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা সূযর্কান্ত মিশ্র। বৃহস্পতিবার কাঁথি টাউন হলে সারা ভারত কৃষকসভার সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “কার্যত গায়ের জোরেই তৃণমূল পঞ্চায়েত ভোট করেছে। যার ফলে নিবার্চন কমিশন এখনও পঞ্চায়েত ভোটের হিসেবই মেলাতে পারছে না।” তাঁর আরও অভিযোগ, “১ অক্টোবর কলকাতায় ক্ষুদিরাম মঞ্চে কন্যাশ্রী প্রকল্পের টাকা বিতরণ অনুষ্ঠানে নজিরবিহীন ভাবে তারকা বা চিত্র তারকাদের হাজির করে এবং বিশাল ভূরিভোজের ব্যবস্থা করে যে পরিমান টাকার হরির লুঠ হয়েছে, তাতে রাজ্যের আরও ১৫ হাজার জনকে কন্যাশ্রী প্রকল্পের টাকা দেওয়া যেত।” |
সভায় সূর্যকান্ত। —নিজস্ব চিত্র। |
কৃষকসভার সদস্যদের উদ্দেশ্যে সূযর্কান্তবাবু বলেন, “নিজেদের সংগঠনকে মজবুত করতে মানুষের সঙ্গে যোগাযোগ রাখা শুরু করুন।” এ ছাড়াও বিভিন্ন কমিটিতে যাঁরা কাজ না করেই পদ আঁকড়ে রেখেছেন, তাঁদের সরিয়ে দিয়ে নতুন কমিটির পুনর্গঠন করার পরামর্শ দেন তিনি। সভায় কৃষকসভার জেলা সম্পাদক নিরঞ্জন সিহি, সভাপতি অশোক গুড়িয়া, তরুণ রায় ও প্রাক্তন সাংসদ প্রশান্ত প্রধান বক্তব্য রাখেন।
|
সব্জির দাম নিয়ন্ত্রণে নজরদারি |
উৎসবের মরসুমে অসাধু ব্যবসায়ীরা যাতে কাঁচা আনাজের দাম বাড়াতে না-পারে, সে-দিকে কড়া নজর রাখতে টাস্ক ফোর্সকে নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। কৃষি বিপণন দফতরের মন্ত্রী অরূপ রায় বৃহস্পতিবার জানান, সব্জির দাম নিয়ন্ত্রণে রাখতে টাস্ক ফোর্সকে আরও তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে সব্জির পাইকারি বাজারে নিয়মিত পরিদর্শন চলছে। কয়েক দিন ধরে খুচরো বাজারে সব্জির দাম নিম্নমুখী বলে কৃষি বিপণন দফতরের দাবি। ওই দফতরের কর্তারা জানান, কলকাতার ৩৬টি জায়গায় ভর্তুকি দিয়ে পেঁয়াজ সরবরাহ করা হচ্ছে। মাথাপিছু ৫০০ গ্রাম পেঁয়াজ দেওয়া হচ্ছে ১৮ টাকায়। |
|