টুকরো খবর |
জমা জল বেরচ্ছে না, পঞ্চায়েতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
অতিবর্ষায় গ্রামে জমে থাকা জল বেরনোর জায়গা বন্ধ হয়ে থাকায় পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখাল গ্রামবাসীরা। বৃহস্পতিবার ডেবরা ব্লকের মলিঘাঁটি পঞ্চায়েত অফিসের সামনে এই বিক্ষোভ চলে। গ্রামবাসীদের অভিযোগ, মলিঘাঁটি পঞ্চায়েতের শ্রীবল্লভপুর পূর্ব ও পশ্চিম, চকপুরুষোত্তমপুর, চকমাধুরী এলাকার জমা জল বেরোতে পারছে না। গোলগ্রাম পঞ্চায়েত খাজুরি, করনদা, দামোদরপুর, চকপলমল এলাকার মানুষ ত্রিলোচনপুরে হিউম পাইপ বন্ধ রাখাতেই এই সমস্যা হচ্ছে বলে অভিযোগ। গ্রামবাসীদের তরফে মধসূদন বেরা বলেন, “নীচের গ্রামের লোকেরা ইচ্ছাকরে হিউম পাইপের মুখ বন্ধ করে রেখেছে। এর ফলে আমাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে।” এলাকা পরিদর্শনে এসে আটকে যান জেলা পরিষদের তৃণমূল সদস্য বিবেক মুখোপাধ্যায়। তিনি বলেন, “আগামী দিনে এই জল নিকাশির ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া যায় তার জন্য প্রয়োজনে সেচমন্ত্রীর সঙ্গে কথা বলব।” এলাকার ব্লক তৃণমূল সভাপতি রতন দে-র বক্তব্য, “সঙ্কটের কী ভাবে স্থায়ী সমাধান করা যায় তার জন্য ব্লক প্রশাসনে বলেছি।” বিডিও জয়ন্ত দাস বলেন, “স্থায়ী নিকাশি কী ভাবে সম্ভব তা নিয়ে আলোচনা করতে এলাকার সব গ্রামের লোকেদের সঙ্গে থানায় বৈঠকে বসব।”
|
রাস্তায় কটূক্তি, প্রশাসনের দ্বারস্থ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কলেজ থেকে বাড়ি ফেরার পথে কটূক্তির মুখে পড়ছে ছাত্রীরা। কয়েকজন যুবক তাদের পিছু ধাওয়া করছে। এই অভিযোগ নিয়ে জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন মেদিনীপুরের মহিলা শিক্ষক শিক্ষণ সংস্থার (বেসিক কলেজ) অধ্যক্ষা সবিতা দেব রায়। বৃহস্পতিবার জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের দফতরে লিখিত অভিযোগপত্র জমা দিয়েছেন তিনি। অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে মহকুমাশাসকের (সদর) দফতরেও। মেদিনীপুর শহরের বটতলাচকের কাছে এই শিক্ষক শিক্ষণ সংস্থাটি রয়েছে। এটি সরকার পরিচালিত। এখানে সবমিলিয়ে একশোজন ছাত্রী পড়াশোনা করেন। সংস্থার সীমানা প্রাচীরের গা ঘেঁষে রয়েছে গাড়ি স্ট্যাণ্ড। সংস্থার জমি বেদখল হচ্ছে বলে আগেই অভিযোগ উঠেছিল। এ বার ছাত্রীদের কটুক্তির অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, ছাত্রীরা আগেই অধ্যক্ষার কাছে এ নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। তাঁদের অভিভাবকেরাও নালিশ জানান। পরিস্থিতি দেখে এদিন জেলাশাসক এবং জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন অধ্যক্ষা। যদিও এ নিয়ে কিছু বলতে চাননি তিনি। তাঁর কথায়, “যা জানানোর পুলিশ- প্রশাসনকে জানিয়েছি।” অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে পুলিশ। জানা গিয়েছে, এদিন দুপুরে পুলিশের একটি দল শিক্ষক শিক্ষণ সংস্থার ক্যাম্পাসে আসে। আশপাশের পরিস্থিতি খতিয়ে দেখে। পুলিশ জানিয়েছে, এ ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপই করা হবে।
|
রশ্মি মেটালিক্সে উদ্ধার হল শ্রমিকের দেহ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
কারখানার ‘স্টোরেজ বাঙ্কার’ ভেঙে চাপা পড়ে থাকা ডাম্পার চালকের দেহ উদ্ধার হল বৃহস্পতিবার বিকেলে। খড়্গপুরে রশ্মি মেটালিক্সের দ্বিতীয় কারখানায় দুর্ঘটনায় মৃত শেখ ইমতাজের (৩৫) বাড়ি শহরের পাঁচবেড়িয়ায়। বুধবার সকাল ৭টা নাগাদ সাহাচকের শিল্পতালুকে রশ্মি গোষ্ঠীর স্পঞ্জ আয়রন প্রকল্প এলাকায় বাঙ্কার ভেঙে পড়ে। তখন বাঙ্কারের নীচেই ওই ডাম্পারে লোডিংয়ের কাজ চলছিল। স্থানীয় মানুষ ও শ্রমিকেরা অভিযোগ তোলেন, ভগ্নস্তূপে অনেকে চাপা পড়ে রয়েছেন। তবে এ দিন শুধুমাত্র ইমতাজের দেহ উদ্ধার হয়। তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের সভাপতি দেবাশিস চৌধুরী বলেন, “আগে মনে হয়েছিল অনেকে চাপা পড়েছেন। তবে পরে খোঁজ নিয়ে দেখা গিয়েছে কেউ ছিল না।” কারখানার প্রশাসনিক ম্যানেজার ভাস্কর চৌধুরীও জানান, “আমরা নিশ্চিত আর কেউ চাপা পড়ে নেই।”
|
নির্বিঘ্ন কলেজ ভোটের দাবি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
ছাত্র সংসদ নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে উপযুক্ত প্রশাসনিক পদক্ষেপ নেওয়া, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ রোধ, শিক্ষাকে মুনাফা লাভের কেন্দ্রে পরিণত না করা-সহ নানা দাবিতে বৃহস্পতিবার মেদিনীপুর শহরে মিছিল করে এসএফআই। নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা সম্পাদক সৌগত পণ্ডা, জেলা সভাপতি সোমনাথ চন্দ। বিদ্যাসাগর হলের মাঠ থেকে শুরু হয়ে মিছিল বটতলাচক, গোলকুয়াচক ঘুরে জেলাশাসকের দফতরের সামনে কালেক্টরেট মোড়ে পৌঁছয়। এখানে বিক্ষোভ সভা হয়। পরে জেলাশাসকের দফতরে স্মারকলিপি জমা দেওয়া হয়। সৌগত বলেন, “সর্বত্র দখলদারির রাজনীতি চলছে। ওদের (টিএমসিপি) নীতি-আদর্শ বলে কিছু নেই। সাম্প্রতিক অভিজ্ঞতা বলছে, এখন ছাত্র সংসদে সুষ্ঠু নির্বাচন হয় না। এ ক্ষেত্রে প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ করতে হবে।”
|
দাবি পুলিশি সক্রিয়তার
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
নারী পাচার, বাল্য বিবাহ ও বধূ নির্যাতন রোধে সক্রিয় পুলিশি ব্যবস্থার দাবিতে সরব হল মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুচেতনা’। বৃহস্পতিবার দুপুরে কেশিয়াড়ি থানায় প্রতীকী অবস্থান করে স্মারকলিপি জমা দেন সংগঠনের সদস্যরা। নেতেৃত্ব ছিলেন সংগঠনের ব্লক সঞ্চালক মানসী ঘোষ পাত্র। এই সংগঠনের মূল কার্যালয় ঝাড়গ্রামে। সংগঠনের অভিযোগ, নারী পাচার, বাল্যবিবাহ ও বধূ নির্যাতন বিরোধী তাঁদের অভিযানে পুলিশ প্রথমে সহযোগিতা করলেও পরবর্তীকালে অনীহা দেখাচ্ছে। ফলে নাবালিকার বিয়ে বন্ধের পরেও পরে গোপনে বিয়ে হচ্ছে। সংগঠনের সম্পাদিকা স্বাতী দত্ত বলেন, “এ সব ক্ষেত্রে পুলিশি সক্রিয়তার দাবি করছি।”
|
তালবাগিচায় ফুটবল
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
প্রয়াত রমেশচন্দ্র পালের স্মরণে দিবারাত্রি ফুটবল টুর্নামেন্ট হল বুধবার। খড়্গপুরের তালবাগিচা হাসপাতাল ময়দানে এই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী, ছিলেন প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় ও মইদুল ইসলাম। ১৬ বছর ধরে এর আয়োজন করছে সঙ্ঘশ্রী ক্লাব। সকাল ১০টায় খেলার সূচনা করেন আইআইটির অধ্যাপক চপলকুমার দাস। ১৬টি দলের মধ্যে চ্যাম্পিয়ন ডিভিসি কলকাতা। শুভেন্দু খেলার মাঠ থেকে উৎসবের শুভেচ্ছা জানান।
|
স্কুলের অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাঙামাটি কিরণময়ী হাইস্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ হল বৃহস্পতিবার। দুপুরে স্কুল ক্যাম্পাসে এই অনুষ্ঠানে ছিলেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সঙ্ঘমিত্র মাকুড়, বিধায়ক মৃগেন মাইতি, বিদায়ী পুরপ্রধান প্রণব বসু। স্কুলের পরিচালন সমিতির সম্পাদক মধুসূদন গাঁতাইত বলেন, “সাংস্কৃতিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরাই যোগ দেয়। সকলের সহযোগিতায় সুষ্ঠু ভাবেই অনুষ্ঠান হয়েছে।”
|
দুর্ঘটনায় মৃত নেতা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
পথ দুর্ঘটনায় মৃত্যু হল সিপিএমের এক প্রাক্তন প্রধানের। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে বেলদার বাখরাবাদে। মৃত মেঘনাদ ওঝার (৫২) বাড়ি নারায়ণগড়ের কুনারপুরে। এ দিন নিজের মোটর সাইকেলে চেপে বেলদায় যাচ্ছিলেন তিনি। তখন পিছন থেকে আসা গাড়ি তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
|
জার্নাল প্রকাশ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের ইংরেজি বিভাগের পক্ষ থেকে ‘মিডস ফ্লাইট’ নামক জার্নাল প্রকাশিত হল বৃহস্পতিবার। আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলেজের টিচার-ইন-চার্জ বামদেব সেনাপতি। জার্নালের সম্পাদক তথা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক দেবদাস রায় জানান, এ বারের সংখ্যার মূল বিষয় ‘নিউ লিটারেচার্স ইন ইংলিশ’।
|
টিএমসিপির প্রতিবাদ মিছিল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গরহাজির শিক্ষাকর্মীদের বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের দাবিতে বৃহস্পতিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করল তৃণমূল ছাত্র পরিষদ। অন্য বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী শিক্ষাকর্মীরা এ দিন গণছুটি নিয়েছিলেন। প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করে টিএমসিপি। নেতৃত্বে ছিলেন সংগঠনের জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে কর্মসংস্কৃতি ফেরাতে চাইছেন। সেখানে বামপন্থী শিক্ষাকর্মীরা বন্ধে সামিল হচ্ছেন।”
|
রেল নিরাপত্তা নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
পুজোয় রেলের নিরাপত্তা ঢেলে সাজতে বৈঠক করল রেল সুরক্ষা বাহিনী ও রেল পুলিশ। বৃহস্পতিবার খড়্গপুর রেল ডিভিশনের সদর দফতরের সভাগৃহে বৈঠকে উপস্থিত ছিলেন রেল পুলিশের এডিজি অমরকান্তি সরকার। এ দিন তিনি রেল সুরক্ষা বাহিনীর খড়্গপুরের সিনিয়র ডিএসসি পিভিএস সান্থা রাম ও রেল পুলিশ সুপার মুক্তার হোসেনের সঙ্গে রেল নিরাপত্তার খুঁটিনাটি নিয়ে বৈঠক করেন। জঙ্গলমহলে রাতের ট্রেনে বাড়তি নিরাপত্তার বন্দোবস্ত করা হবে বলেও রেল সূত্রে এ দিন জানা গিয়েছে। এডিজি অরুণকান্তি সরকার জানান, “সামনে পুজো রয়েছে। তাই বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করতেই এই বৈঠক।”
|
গরু চালান, ধৃত ৫
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
ট্রাকে করে গরু চালানের সময় ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। ৭০টি গরুও আটক করা হয়েছে। বুধবার রাতে দাঁতনের আঙ্গুয়ায় ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে এদের ধরে পুলিশ। দু’টি ট্রাকে রুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতেরা হল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর গৌরাঙ্গ মণ্ডল, মনিরুল সর্দার, উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার আব্দুল বারিক, আরশাদ আলি ও ইসারার আহমেদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওড়িশা সংলগ্ন দাঁতনের সোনাকানিয়া হাট থেকে গরুগুলিকে পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
|
অসময়ে কুয়াশা |
|
মেদিনীপুর স্টেশনে কিংশুক আইচের তোলা ছবি। |
বৃহস্পতিবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল মেদিনীপুর। শরত নয়, যেন শীতের সকাল। জানা গিয়েছে, টানা বৃষ্টি হলে মাটির কাছে বেশি মাত্রায় জলীয় বাষ্প জমে। সেই সঙ্গে তাপমাত্রা কমে গেলে এই ধরনের কুয়াশা সৃষ্টি হয়। বিজ্ঞানের পরিভাষায় একে বলে ‘বিকিরণ কুয়াশা’। |
|