টুকরো খবর
চাকরির আশ্বাস প্রয়াত আমলার পরিবারকে
প্রয়াত আইএএস-অফিসার অরুণকুমার বলের পরিবারের এক জনকে দিল্লিতে রাজ্য সরকারের অফিসে চাকরির প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কালই হৃদ্রোগে মারা যান প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্মসচিব পশ্চিমবঙ্গ-ক্যাডারের আইএএস বল। মৃত্যুর খবর পেয়ে পরিবারকে শোকবার্তা পাঠান মুখ্যমন্ত্রী। আজ তাঁর স্মৃতিতে দিল্লিতে একটি শোকসভার আয়োজন করেছিলেন প্রসার ভারতীর সিইও জহর সরকার। সেখানেই পশ্চিমবঙ্গের রেসিডেন্ট কমিশনার ভাস্কর খুলবে জানান, দিল্লিতে রাজ্য সরকারের অফিসে অরুণবাবুর পরিবারের কারওকে চাকরি দেওয়া যায় কি না, দেখতে বলেছেন মুখ্যমন্ত্রী।

ফের মামলা
মামলা পিছু ছাড়ছে না লালুর। ফের এক জনস্বার্থের মামলা! এ বার লক্ষ্য বিরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে লালু প্রসাদের ‘রাজনৈতিক’ কার্যকলাপ। জেলের মধ্যেই আরজেডি নেতারা যাচ্ছেন। দলের রণকৌশল ঠিক করতে বৈঠকেই করছেন তাঁরা। আজও লোক জনশক্তি পার্টির রামবিলাস পাসোয়ান জেলে গিয়ে লালুর সঙ্গে দেখা করেন। জানিয়ে আসেন, তিনি লালুর সঙ্গেই আছেন। রাজু কুমার নামে এক আইনজীবী রাঁচি হাইকোর্টে জলস্বার্থের মামলা করেন।

ট্রাকের ধাক্কায় মৃত ১৩ শিশু-সহ ৩১
দ্রুতগতির ট্রাকের সঙ্গে দু’টি যাত্রীবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৩১ জনের। তাদের মধ্যে ১৩ জন শিশু, ৫ মহিলাও রয়েছেন। গুরুতর জখম আরও ৮ জন। আজ ভোরে বরপেটা জেলার সরভোগ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। এলাকার মানুষই উদ্ধার কাজ শুরু করেন। প্রশাসনের উদ্ধারকারী দল পৌঁছনোর পর ট্রাক সরিয়ে সেটির নীচে আটকে থাকা দু’টি দেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই ২৮ জনের মৃত্যু হয়।

ফব-র ডাক
বিজেপি-র নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার পরে সাম্প্রদায়িকতা-বিরোধী সব দলের একজোট হওয়া প্রয়োজন বলে সওয়াল করলেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। তবে ওই মঞ্চে কংগ্রেসকে নেওয়ার কথা এখনও ভাবা হচ্ছে না। ৩০ অক্টোবর দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে চার বাম দলের সঙ্গেই সাম্প্রদায়িকতা-বিরোধী সম্মেলনে থাকার কথা সমাজবাদী পার্টি এবং জেডি (ইউ)-এর। আমন্ত্রণ জানানো হয়েছে বিজেডি-কেও।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.