বিনোদনের টুকরো খবর
কেন কলম ধরেন, কবুল পত্রিকায়
পত্রিকা প্রকাশ করছেন উপাচার্য রঞ্জন চক্রবর্তী। ছবি: কিংশুক আইচ।
এক বিদেশি কবি লিখেছিলেন, ‘কবুল করুন আপনি কেন লেখেন।’ আসলে লেখালেখি করি কেন, এ প্রশ্নের উত্তর যে সোজা নয়, মেদিনীপুরের সাময়িকি ‘জ্বলদর্চি’র সাম্প্রতিক সংখ্যা ‘কেন লিখি’র পাতায় চোখ বোলালেই তা বেশ বোঝা যায়। নবতিপর মণীন্দ্র গুপ্ত থেকে তসলিমা নাসরিন, প্রত্যেকেই উত্তর দিয়েছেন নিজের মতো করে। মণীন্দ্র গুপ্তের স্বীকারোক্তি, ‘কেন লিখি, অনেক খুঁজেও তার কারণের সন্ধান পাই না।’ আবার তসলিমার স্পষ্ট কথা, ‘না লিখে থাকতে পারি না বলে।’ শরতকুমার মুখোপাধ্যায় স্বীকার করেন, ‘আত্মপ্রকাশের অবদমিত বাসনা থেকে কলম ধরেছিলাম।’ স্বপ্নময় চক্রবর্তীর মতে, ‘না লিখে উপায় নেই, তাই লিখি।’ দুইবাংলার মোট ৭০ জন কবি-সাহিতিক্যকের এমনই স্বীকারোক্তি রয়েছে এই সংকলনটিতে। সঞ্জীব চট্ট্যোপাধ্যায়, শাঁওলী মিত্র, তিলোত্তমা মজুমদার থেকে যোগেন চৈধুরী বা পি সি সরকার প্রত্যেকেই জানিয়েছেন তাঁরা কেন লেখালেখি। রয়েছে নানা ঘটনাক্রম আর লেখক জীবনের স্মৃতিচারণাও। বৃহস্পতিবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপার্চায রঞ্জন চক্রবর্তী তার দফতরে এই সংকলন প্রকাশ করলেন। এটা ‘কেন লিখি’র দ্বিতীয় সংখ্যা। একই সঙ্গে প্রকাশিত হল ‘জ্বলদর্চি’র শারদ সংখ্যা। এ বছর লিটল ম্যাগজিনের একশো বছর পূর্তি হল। এই প্রেক্ষিতে লিটল ম্যাগ ‘জ্বলদর্চি’র এমন কাজের আলাদা তাৎপর্য রয়েছে।

চলচ্চিত্র উৎসব
হলদিবাড়িতে এই প্রথম ছাত্র চলচ্চিত্র উৎসব হতে চলেছে। ৫ অক্টোবর থেকে শুরু হয়ে উৎসব চলবে ৮ অক্টোবর পর্যন্ত। আঙুলদেখা গ্রামের কমলাকান্ত হাইস্কুল এবং বক্সিগঞ্জের আবদুল কাদের হাইস্কুলে এই চলচ্চিত্র উৎসব হবে। প্রথম দিন সত্যজি রায়ের গুপিগাইন বাঘাবাইন ছবিটি দিয়ে উৎসব শুরু হবে। এছাড়াও ইরানের পরিচালক মজিদ মাজিদির চিল্ড্রেন অব হেভেন ছবিটিও দেখানো হবে। প্রতিদিন দুটি করে ছবি দেখানো হবে। ছাত্র চলচ্চিত্র উৎসব কমিটির যুগ্ম সম্পাদক এরশাদ হোসেন এবং আজাদ হোসেন বলেন, “বেলা ১২টা থেকে ছবি দেখানো শুরু হবে। ৫ ও ৮ অক্টোবর কমলাকান্ত হাইস্কুলে এবং ৬ ও ৭ অক্টোবর আবদুল কাদের হাইস্কুলে ছবি দেখানো হবে।”

পুজোর আগে সাহিত্যবাসর
পুজোর আগে ‘আগমনী বার্তা’ নামে সাহিত্য বাসরের আয়োজন করল ‘খাকুড়দা অনুভব সাহিত্য চক্র’। বৃহস্পতিবার দাঁতন-২ ব্লকের সাবরা রামকৃষ্ণ বিদ্যাভবনে ওই আসরে ছিল স্বরচিত কবিতা পাঠের প্রতিযোগিতা এবং কবি সম্মেলন। বিভিন্ন স্কুলের পড়ুয়াদের নিয়েই অনুষ্ঠানটি করা হয়। ছিলেন স্থানীয় লোকসাহিত্যিক বুলু প্রধান, নাট্যকার বঙ্কিমবিহারী মাইতি, কবি-সাহিত্যিক গোপাল বসু, পঞ্চানন মাইতি। উদ্যোক্তা সংস্থার সভাপতি যোগেশ জানা বলেন, “বর্তমানে কুরুচিপূর্ণ ঘটনার প্রভাব যাতে পড়ুয়াদে মনে না পড়ে, সে জন্যই পুজোর আগে এই অনুষ্ঠান।”

আজ, মহালয়ায় মেদিনীপুর জেলা পরিষদ ভবনে অনুষ্ঠিত হবে
নৃত্যনাট্য শ্যামা। চলছে তারই মহড়া। ছবি: সৌমেশ্বর মণ্ডল।

দৃষ্টিহীন ছাত্রীদের সঙ্গে নিজের বাড়িতে এক অনুষ্ঠানে কোয়েল মল্লিক।
বৃহস্পতিবার। ছবি: প্রদীপ আদক



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.