|
|
|
|
ইতালির কাছে নৌকাডুবি,মৃত ৯৪
সংবাদ সংস্থা • রোম |
অন্তঃসত্ত্বা মহিলা আর দু’টি শিশু। ওঁরাও ছিলেন অভিশপ্ত নৌকাটিতে। ডুবে যাওয়ার আগে আগুন ধরে গিয়েছিল নৌকায়। পাঁচশো যাত্রী নিয়ে লিবিয়ার উপকূল থেকে ইতালীয় দ্বীপ লাম্পেদুসার কাছে আজ নৌকাডুবিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৯৪ জন।
উপকূল-রক্ষীরা এখনও পর্যন্ত ১৫১ জনকে উদ্ধার করেছেন। উদ্ধারকাজ চলছে। নিখোঁজ দু’শো জন। নৌকায় ছিলেন সোমালিয়া, ঘানা এবং ইরিট্রিয়ার বাসিন্দারা।
এঁদের বেশির ভাগই সাঁতার জানতেন বলে জানা গিয়েছে। হঠাৎ আগুন লেগে যাওয়ায় নৌকার মধ্যে সবাই ছুটোছুটি শুরু করেন। প্রাণ বাঁচাতে সবাই এক দিকে চলে যাওয়ায় নৌকা হেলে পড়ে। তার পরেই সম্ভবত সেটি ডুবে যায় বলে জানান রোমের আন্তর্জাতিক শরণার্থী সংগঠনের মুখপাত্র। নৌকায় থাকা একশো জন মহিলার মধ্যে মাত্র তিন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
আফ্রিকার খুব কাছে ইতালীয় দ্বীপ লাম্পেদুসা। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ঢোকার জন্য এই দ্বীপটিই ব্যবহার করেন হাজার হাজার শরণার্থী। প্রাণের ঝুঁকি নিয়েই অনেক মানুষ সাধারণ মাছ ধরার নৌকায় সাগর পেরিয়ে নতুন দেশে কাজের খোঁজে আসেন। রাষ্ট্রপুঞ্জের উদ্বাস্তু দফতরের প্রধান আন্তোনিও গুতেরেস এত মানুষকে বাঁচানোয় উপকূল-রক্ষীদের প্রশংসা করেছেন। কিন্তু তাঁর উদ্বেগ অন্য বিষয়ে। আন্তোনিও বলেছেন, “যে ভাবে বিভিন্ন দেশে যুদ্ধ বা অন্য সমস্যা এড়াতে আশ্রয়হীন মানুষ ঝুঁকি নিয়ে বিদেশে পাড়ি দিয়ে সমুদ্রে প্রাণ হারাচ্ছেন, তা যথেষ্ট চিন্তার।”
এই সপ্তাহের গোড়াতেই এই রকম নৌকাডুবিতেই লাম্পেদুসায় প্রাণ হারিয়েছিলেন ১৩ শরণার্থী। |
|
|
|
|
|