টুকরো খবর
বেআইনি মদ উদ্ধার, ধৃত
প্রচুর অবৈধ দেশি মদ উদ্ধার করল পুলিশ। বারাবনি থানার খাসকুটি মোড় থেকে বুধবার রাতে ওই মদ উদ্ধার হয়। এই অবৈধ মদের কারবারে জড়িত থাকার অভিযোগে পুলিশ পরান বাউড়ি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ জানার চেষ্টা করছে ওই মদ সে কোথা থেকে এনেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাবনি থানার খাসকুটি, দোমহানি বাজার এলাকায় অবৈধ মদের কারবার চলে। সন্ধ্যা হতেই রাস্তার পাশে প্রকাশ্যে একদল লোক ব্যবসার পসরা সাজিয়ে বসে। এলাকাবাসীর মধ্যে বহু দিন ধরেই এ নিয়ে ক্ষোভ রয়েছে। অবৈধ মদের আসরকে কেন্দ্র করে একাধিকবার অশান্তিও ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, তাদের কাছেও বেশ কিছুদিন ধরে খাসকুটি মোড়ের কাছে ওই অবৈধ কারবার সংক্রান্ত বিষয়ে অশান্তির খবর আসছিল।

সাফাইয়ের দাবি, বিক্ষোভ
নানা সমস্যার প্রতিকারের দাবিতে রানিগঞ্জ পুর কার্যালয়ে তৃণমূলের নেতৃত্বে বিক্ষোভ দেখালেন ২২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। বিক্ষোভ শেষে তাঁরা পুরপিতার হাতে দাবিপত্র তুলে দেন। তাঁদের দাবি, কলোনিতে রাস্তার আলো নেই। দামোদা এলাকায় কুয়ো পরিষ্কার হয় না। তাঁদের আরও দাবি, কামারডাঙায় কালভার্ট সাফাই না হওয়ায় বর্ষায় আবর্জনা জমে বেহাল অবস্থা। এ ছাড়া পুরসভা নিয়ন্ত্রিত দামোদা প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানের মিড-ডে মিল খাওয়ানো হচ্ছে। পুরপ্রধান অনুপ মিত্র জানান, দাবি খতিয়ে দেখে সমাধানের চেষ্টা করা হবে।

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত
বেআইনি আগ্নেয়াস্ত্র-সহ এক ব্যক্তিকে ধরেছে হিরাপুর থানার পুলিশ। বুধবার রাতে নিমতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে পুলিশ একটি পাইপগান ও একটি তাজা কার্তুজ বাজেয়াপ্ত করেছে। ওই ব্যক্তি এলাকায় নানা অপরাধমূলক কাজের পাশাপাশি বেআইনি অস্ত্র কারবারেও জড়িত বলে পুলিশের অনুমান। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

খনির জলে নেমে নিখোঁজ যুবক
মোষ স্নান করাতে গিয়ে পরিত্যক্ত খনির জলে তলিয়ে গেলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রানিগঞ্জের মহাবীর কোলিয়ারি এলাকায়। পুলিশ জানিয়েছে, বছর পঁচিশের ওই ব্যক্তি মিথিলেশ রায় স্থানীয় বাসিন্দা। এ দিন দুপুরে তিনি মোষ স্নান করাতে গিয়েছিলেন পরিত্যক্ত খোলামুখ খনির জলে। হঠাত্‌ দুপুর ২টো নাগাদ একটি মোষকে জলে তলিয়ে যেতে দেখলে তিনি সেটিকে উদ্ধার করতে গেলে নিজেও তলিয়ে যান। তাঁকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

যুবকের দেহ উদ্ধার
একটি দেহ উদ্ধার করল নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই দেহটি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম রাজেশ সিংহ (৩৫)। তিনি পেশায় রিকশাচালক। এ দিন সকালে নিয়ামতপুর সংলগ্ন ইন্দো রোডের উপরে মৃতদেহটি পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। তাঁরাই পুলিশে খবর পাঠান। পুলিশ এসে দেহটি নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্মৃতি ফুটবল
কমলপুর ইয়ং স্পোর্টিং ক্লাব আয়োজিত বুড়ো সরকার স্মৃতি নক আউট ফুটবল প্রতিযোগিতার বৃহস্পতিবারের খেলায় পলাশডিহা আদিবাসী স্পোর্টিং ক্লাব ২-০ গোলে আইএন দিশারী সঙ্ঘকে হারিয়ে দেয়। গোল করেন ফুগল মান্ডি ও বিকাশ সোরেন।

জয়ী আড়াডাঙা
দোমহানি একাদশ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় বৃহস্পতিবারের খেলায় বিজয়ী হয় আসানসোল আড়াডাঙা এমবিজি। দোমহানি মাঠে তারা মনিডাঙা আদিবাসীকে ২-০ গোলে হারিয়ে দেয়।

চিত্র প্রদর্শনী
র‌্যাগিং এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষে বৃহস্পতিবার আসানসোল মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতর চুরুলিয়া বিদ্যাপীঠে চিত্র প্রদর্শনীর আয়োজন হল।

কোথায় কী
দুর্গাপুর
ফুটবল। প্রতাপপুর স্কুল ফুটবল মাঠ। দুপুর আড়াইটা। উদ্যোগ: প্রতাপপুর মডেল স্টীল ভিলেজ।

আসানসোল
মহালয়া উপলক্ষে নানা অনুষ্ঠান। দক্ষিণ ধাদকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.