টুকরো খবর |
কংগ্রেস থেকে তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মঙ্গলবার বেলপাহাড়িতে প্রদেশ কংগ্রেস নেতা মানস ভুঁইয়ার উপস্থিতিতে এক কর্মিসভায় দু’শো জন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন বলে দাবি করা হয়েছিল। ২৪ ঘণ্টার মধ্যে পাল্টা জবাব দিল শাসকদল।
গাঁধী জয়ন্তী উপলক্ষে বুধবার দুপুরে তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক দুর্গেশ মল্লদেবের উদ্যোগে ঝাড়গ্রাম শহরের দেবেন্দ্রমোহন হলে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানে শহর কংগ্রেসের সভাপতি প্রশান্ত মণ্ডল ও ঝাড়গ্রাম পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস পুরপিতা বিজয়প্রকাশ মাহাতো -সহ ৪০ জন কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। জেলা তৃণমূলের দুই কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ ও নির্মল ঘোষ কটাক্ষ করে বলেন, “বেলপাহাড়িতে মানসবাবুরা সাজানো লোক দেখিয়ে আমাদের দল ভাঙার দাবি করেছিলেন। কিন্তু ঝাড়গ্রাম শহরে তো নিজেরাই অস্তিত্বহীন হয়ে গেলেন।” জেলা কংগ্রেসের সহ -সভাপতি সুব্রত ভট্টাচার্য অবশ্য বলেন, “সুবিধাবাদীরা বিদায় নেওয়ায় আমাদের দলের পক্ষে ভালই হল।” মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম শহরে দলীয় নেতাদের নিয়ে একটি বৈঠকের পর মানসবাবু দাবি করেছিলেন, আসন্ন পুরভোটে ১৮টি ওয়ার্ডেই কংগ্রেস লড়বে। ওই বৈঠকে কংগ্রেসের শহর সভাপতি প্রশান্তবাবু হাজির ছিলেন। এদিন তিনি বলেন, “মানসবাবুরা তো সিপিএমের বি -টিম হয়েই কংগ্রেসকে চালাতে চান। কংগ্রেসের সংগঠনকে জোরদার করার ইচ্ছা তাঁদের নেই।”
|
দু’দিনের জেলা সফরে সূর্যকান্ত মিশ্র
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রাম নিখোঁজ কাণ্ডের মামলায় জড়িয়ে প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ এখন পূর্ব মেদিনীপুর জেলার বাইরে। শারীরিক অসুস্থতার কারণে দলের জেলা সম্পাদক কানু সাহু আপাতত ‘ছুটি’তে। ভারপ্রাপ্ত জেলা সম্পাদকের দ্বায়িত্বে রয়েছেন প্রাক্তন সাংসদ প্রশান্ত প্রধান। এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনের আগে জেলায় দলের স্থানীয় নেতা -কর্মী -সমর্থকদের উদ্বুদ্ধ করতে আপাতত কৃষক সংগঠনকেই হাতিয়ার করছে জেলা সিপিএম। পঞ্চায়েত নির্বাচনের পর দলের স্থানীয় নেতাদের নিয়ে এই প্রথম কৃষক সংগঠনের উদ্যোগে সাধারণ সভার আয়োজন করা হয়েছে। জেলার কাঁথি ও তমলুকে দু’দিন দু’টো সভা হবে। সভার আলোচ্য বিষয় ‘বর্তমান পরিস্থিতি ও আগামী দিনের কাজ।’ আজ, বৃহস্পতিবার প্রথম সভা হচ্ছে কাঁথির টাউন হলে। শুক্রবার দ্বিতীয় সভাটি হবে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা সিপিএম কার্যালয়ে। সভার জন্য দু’দিনের জেলা সফরে আসছেন দলের পলিটব্যুরোর সদস্য তথা বিধানসভার বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। সিপিএমের কৃষক সংগঠন সারা ভারত কৃষকসভার সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সূর্যকান্তবাবু। কৃষকসভার জেলা সম্পাদক নিরঞ্জন সিহি বলেন, ‘‘বর্তমান পরিস্থিতিতে কৃষকদের বিভিন্ন সমস্যার মোকাবিলায় সাংগঠনিক ভাবে আলোচনার জন্য এই সাধারণ সভার আয়োজন করা হয়েছে। সভায় থাকবেন কৃষকসভার রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য বিনয় কোঙারও।” দলীয় সূত্রে খবর, সভায় সাম্প্রতিক বন্যা ও তার জেরে ক্ষতিগ্রস্ত জেলার বিপুল সংখ্যক কৃষকের ক্ষতিপূরণের দাবিকে সামনে রাখা হবে।
|
টানা বৃষ্টিতে জমছে জল
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
টানা বৃষ্টির ফলে ঘাটাল পুরসভার একাধিক ওয়ার্ড -সহ ঘাটাল ব্লকের নিচু গ্রামগুলি ফের জলমগ্ন হয়ে পড়েছে। বুধবার ঘাটাল -চন্দ্রকোনা সড়কের উপর মনসাতলা চাতাল থেকে জল নামতে শুরু করেছিল। কিন্তু ঘাটাল -মেদিনীপুর (ভায়া নাড়াজোল ) সড়কে ঝলকার চাতালে (কজওয়ে ) জল জমে যাওয়ায় বুধবার সকাল থেকে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। জল জমেছে ঘাটাল -চন্দ্রকোনা সড়কের উপর এক ও দু’নম্বর চাতালেও। যদিও গাড়ি চলাচল করতে পারছে। ঘাটালের মহকুমাশাসক অদীপ রায় বলেন, “এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। তবে ফের বৃষ্টি হলে কী হবে এখনই বলা যাবে না।”
|
পুরনো খবর: টানা বৃষ্টিতে জলমগ্ন ঘাটাল, সুর কাটল পুজো প্রস্তুতির
|
বিষক্রিয়ায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বিষক্রিয়ায় মৃত্য হল এক বধূর। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সুমিতা সরেন (২০ )। মাস ছ’য়েক আগে গড়বেতা থানার পুরসুড়া গ্রামে সনাতন সরেনের সঙ্গে চন্দ্রকোনা থানার বনকাটি গ্রামের সুমিতার বিয়ে হয়েছিল। সাংসারিক অশান্তির কারণে দিন কয়েক আগে সুমিতা বাপের বাড়িতে চলে আসেন। মঙ্গলবার রাতে বাপের বাড়ি থেকে গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। বিষ খেয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান পুলিশের।
|
বার্ষিক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • পটাশপুর |
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পটাশপুর দক্ষিণ চক্রের ৩৪তম বার্ষিক সম্মেলন হল পটাশপুর ২ ব্লকের প্রতাপদিঘির মাজনা রাধাকৃষ্ণ প্রাথমিক বিদ্যালয়ে। বক্তব্য রাখেন সংগঠনের সহ -সভাপতি লক্ষ্মীকান্ত পাহাড়ি ও জেলা সাধারণ সম্পাদক অরূপ ভৌমিক। মিড -ডে মিলের দায়িত্ব থেকে শিক্ষকদের রেহাই, সমস্ত প্রাথমিক পড়ুয়াদের স্কুলের পোশাক বিতরণ-সহ নানা দাবি ওঠে সম্মেলনে।
|
বকেয়া টাকার দাবি
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পঞ্চায়েত ভোটের চার মাস পরেও ব্যালট পেপার ছাপার জন্য বরাদ্দকৃত টাকা পাচ্ছেন না বলে অভিযোগ জানালেন কাঁথি মহকুমার প্রেস মালিকরা। প্রেস মালিক সংগঠনের পক্ষে অর্ণব মাইতি জানান, পঞ্চায়েত ভোটের জন্য জেলার ১৫টি প্রেসে প্রায় এক কোটি ব্যালট পেপার ছাপা হয়। এর মধ্যে কাঁথি মহকুমার ৬টি প্রেসে প্রায় ২৫ লক্ষ ব্যালট পেপার ছাপা হয়। মহকুমা প্রশাসনের কাছে বিলও জমা দেওয়া হয়েছে। কিন্তু এখনও আমরা কেউ টাকা পাইনি। গত ৪ সেপ্টেম্বর কাঁথির মহকুমাশাসকের কাছে এই নিয়ে দাবিপত্র পেশ করা হয়েছে। লাভ হয়নি। প্রেস মালিক সংগঠনের আরও অভিযোগ, এখন বিল কমানোর কথা বলা হচ্ছে প্রশাসন থেকে। যা সম্ভব নয়। পুজোর আগে টাকা না পেলে আদালতের যাবেন প্রেস মালিকরা।
|
ধৃত ‘তোলাবাজ’
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মঙ্গলবার রাতে বিনপুরের শিলদায় তোলাবাজির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত বছর পঞ্চাশের গণেশ ফৌজদার ও জয়ন্ত দাসের বাড়ি বিনপুর থানার শুকজোড়া গ্রামে। বুধবার ধৃতদের ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘদিন ধরে ওই দুই ব্যক্তি শিলদার এক বস্ত্র ব্যবসায়ীকে হুমকি দিয়ে তোলা আদায় করছিলেন। মঙ্গলবার রাতে শিলদার নাদপাড়ায় ওই ব্যবসায়ীর বাড়িতে ঢুকে অভিযুক্তেরা তোলা আদায় করতে গেলে বিষয়টি জানাজানি হয়। মঙ্গলবার রাতে দুই অভিযুক্তকে ধরে পুলিশ।
|
ঝাড়গ্রামে ফুটবল
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
বুধবার ঝাড়গ্রাম প্লেয়ার্স কর্নার -এর উদ্যোগে পাঁচ দিনের নক -আউট সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হল। এ দিন বিকেলে ঝাড়গ্রাম শহরের কুমুদ কুমারী ইনস্টিটিউশনের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন সিআরপি’র ১৮৪ নম্বর ব্যাটালিয়নের কম্যান্ড্যান্ট পরেশনাথ। এদিন টুর্নামেন্টের প্রথম খেলায় মেদিনীপুর আইএফএ ফুটবল অ্যাকাডেমিকে ৩ -০ গোলে হারিয়ে জয়ী হয় ঝাড়গ্রামের তপন চক্রবর্তী মেমোরিয়াল ফুটবল কোচিং ক্যাম্প।
|
নকআউট ফুটবল
|
|
—নিজস্ব চিত্র। |
মহাত্মা গাঁধীর জন্মদিন উপলক্ষে হলদিয়ায় ‘মহাত্মা গাঁধী স্মারক কমিটি’ র উদ্যোগে বুধবার একদিনের দিবারাত্রি নকআউট ফুটবল টুর্নামেন্ট হল। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রাক্তন দুই জাতীয় ফুটবলার মইদুল ইসলাম ও অলোক মুখোপাধ্যায়। ফাইনালে উঠেছে হলদিয়া টাউন ক্লাব ও গুপ্তা এন্টারপ্রাইজ। |
|