|
|
|
|
গাঁধীর ছবিতে লালুর মালা
প্রবাল গঙ্গোপাধ্যায় • রাঁচি |
দুর্নীতি মামলায় রাত ফুরোলেই তাঁর শাস্তি ঘোষণা। তারই কয়েক ঘণ্টা আগে গাঁধীকে স্মরণ করে সময় কাটালেন লালু প্রসাদ।
গাঁধীর জন্মতিথিতে জেলের কুঠুরিতেই ‘বাপু’-র ছবিতে মালা দিলেন চাইবাসা ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত আরজেডি শীর্ষনেতা। অন্য বছর এই দিনে তাঁর আশপাশে ভিড় জমলেও, আজ সাক্ষী থাকলেন গুটিকয় কারারক্ষী।
রাঁচির বিরসা মুন্ডা সেন্ট্রাল জেলের কার্যনির্বাহী সুপার বীরেন্দ্র কুমার জানান, আজ সকালে জেল কর্তৃপক্ষের কাছে গাঁধীর ছবিতে মালা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন লালু প্রসাদ।
সেই মতো তাঁর সেলে ছবি পাঠানো হয়। রক্ষীদের উপস্থিতিতে তাতে মালা দেন তিনি। বীরেন্দ্র জানান, জেল কর্তৃপক্ষের সঙ্গে সব রকম সহযোগিতা করছেন লালু। |
ভিন্ন আবহে দেখা হবে আজ। —ফাইল চিত্র। |
বৃহস্পতিবার লালু প্রসাদ, জগন্নাথ মিশ্র-সহ এই মামলায় অন্য অভিযুক্তদের শাস্তি ঘোষণার কথা জানিয়েছে আদালত। জেলে বসেই ‘ভিডিও কনফারেন্স’-এর মাধ্যমে আদালতের বক্তব্য দেখতে, শুনতে পারবেন লালুরা।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাঁচিতে এই প্রথম বার কোনও
মামলার এই ব্যবস্থা ব্যবহার করা হচ্ছে। তারই প্রস্তুতিতে আজ ব্যস্ত ছিলেন জেলকর্তা, কর্মীরা। জেল কর্তৃপক্ষ জানান, বিরসা সেন্ট্রাল জেলে একটি বড় ঘর রয়েছে। সেখানে দু’টি ক্যামেরা এবং এলসিডি টিভি বসানো হবে। পাশেই একটি ছোট ঘরে বসবেন পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষীরা। সেখানেও একটি টিভি থাকবে। যখন যাঁর নাম ঘোষণা করা হবে, তখন তিনি ওই বড় ঘরে ঢুকে বিচারকের বক্তব্য জানতে পারবেন।
মঙ্গলবারের মতো আজও লালুর সঙ্গে দেখা করতে জেলের বাইরে ভিড় জমিয়েছিলেন আরজেডি নেতা-সমর্থকেরা। তবে জেল কর্তৃপক্ষ কড়া মনোভাব দেখান। লালুর সঙ্গে পরিচিতদের দেখা করার জন্য দুপুরের পরে সময় বরাদ্দ করা হয়েছিল। ঝাড়খণ্ডের আরজেডি মন্ত্রী সুরেশ পাসোয়ান দলীয় শীর্ষ নেতার সঙ্গে দেখা করেন। শ্বশুরের সঙ্গে দেখা করতে যান লালুর জামাই, হরিয়ানার কংগ্রেস মন্ত্রী ক্যাপ্টেন অজয় সিংহ যাদব। বৃহস্পতিবার লালুর সঙ্গে দেখা করতে আসার কথা, তার এক সময়ের সতীর্থ প্রাক্তন রেলমন্ত্রী রামবিলাস পাসোয়ানের।
|
পুরনো খবর: সাজা ঘোষণার আগে জেলে গীতাই ভরসা লালুর |
|
|
|
|
|