|
|
|
|
কাশ্মীরের গ্রামে জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে, মানল সেনা
সাবির ইবন ইউসুফ • শ্রীনগর |
দু’দেশের মধ্যে শান্তি স্থাপনে নিউ ইয়র্কে পাক প্রেসিডেন্ট নওয়াজ শরিফের সঙ্গে একান্ত বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এমনকী গত বৃহস্পতিবার দেশের সেনার উপর জঙ্গি আক্রমণের পরিপ্রেক্ষিতে বিরোধীদের দাবি উপেক্ষা করেও আলোচনা চালিয়ে গিয়েছিলেন মনমোহন। ঠিক সেই সময়েই দেশের মাটিতে শুরু হয়ে গিয়েছিল অন্য যুদ্ধ।
কয়েক দিন আগেই ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটেছে বলে সতর্ক করে দিয়েছিলেন গোয়েন্দারা। সেনার কাছেও খবর ছিল, ভারত-পাক নিয়ন্ত্রণরেখা বরাবর কেরন-মেন্ধার সেক্টরের কাছে শালবাতোর একটি পরিত্যক্ত গ্রামে অজ্ঞাতপরিচয় কয়েক জন আশ্রয় নিয়েছে। তৈরি করেছে বাঙ্কার। আর এতে মদত যোগাচ্ছে পাক সেনা। এর পরেই গত ২৪ সেপ্টেম্বর সেনার তরফে গোপনে বিশেষ অভিযান শুরু হয়। যদিও তখন জঙ্গি অনুপ্রবেশের কথা স্বীকার করা হয়নি। অবশেষে বুধবার সাংবাদিক সম্মেলন করে জেনারেল অফিসার কম্যান্ডিং (১৫ কোর) লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিংহ জঙ্গি অনুপ্রবেশের কথা স্বীকার করে নেন। |
সাংবাদিক বৈঠকে লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিংহ।
বুধবার শ্রীনগরে। ছবি: পিটিআই। |
তবে ভারতীয় ভূখণ্ডে কোনও গ্রাম পাকিস্তান সেনার দখলে রয়েছে বলে যে খবর রটেছিল তা উড়িয়ে দিয়েছেন গুরমিত। তাঁর কথায়, “কুপওয়ারায় দ্বিতীয় কার্গিল হওয়ার মতো কোনও ঘটনা ঘটেনি। প্রায় ৩০-৪০ জন জঙ্গি ভারতে ঢুকে পড়েছে। আমরাও তৈরি রয়েছি। জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে।” জঙ্গিদের খোঁজে নিয়ন্ত্রণরেখা বরাবর জম্মু ও কাশ্মীরের বিভিন্ন গ্রামে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
তবে এই জঙ্গি অনুপ্রবেশের পিছনে পাকিস্তানের কোনও হাত রয়েছে কি না তা স্বীকার করেননি গুরমিত। তিনি জানিয়েছেন, জঙ্গিরা গভীর জঙ্গলে, পাহাড়ের বিভিন্ন খাঁজে লুকিয়ে রয়েছে। ফলে তাঁদের খুঁজে বার করা সহজ ব্যাপার নয়। তা ছাড়া যে ভাবে জঙ্গিরা ভারতীয় সেনার আক্রমণের জবাব দিচ্ছে তাতে বিস্মিত গুরমিত। জঙ্গিরা তাঁদের আক্রমণের ধরন বদলে ফেলেছে বলে মনে করছে ভারতীয় সেনা। আর সেই কারণেই গুরমিতের সন্দেহ, এই অনুপ্রবেশের পিছনে কোনও শক্তিশালী হাত রয়েছে। পাকিস্তানের নাম না করে তিনি বলেছেন, “আমি সোমবার ওই এলাকায় গিয়েছিলাম। সেনারা যথেষ্ট দক্ষতার সঙ্গে জঙ্গিদের মোকাবিলা করছে। তবে যে ভাবে জঙ্গিরা আক্রমণ করছে, আমার সন্দেহ ওরা রীতিমতো প্রশিক্ষিত। এবং কোনও শক্তিশালী পক্ষ ওদের মদত জোগাচ্ছে।”
এই ঘটনায় এখনও পর্যন্ত ৫ জন ভারতীয় সেনা আহত হয়েছেন বলে খবর। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের অবস্থা স্থিতিশীল বলে সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। গুরমিত জানান, জঙ্গিদের বিরুদ্ধে অভিযান বুধবার নবম দিনে পড়েছে। তবে এখনও অভিযান শেষ হওয়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। বরং যত দিন না ভারতের মাটি জঙ্গিমুক্ত হচ্ছে অভিযান চলবে বলেই জানিয়েছেন গুরমিত। |
|
|
|
|
|