পাহাড়ে পরিবহণ বনধের ডাক কাল
গোর্খা জনমুক্তি মোর্চা ২০ অক্টোবর পর্যন্ত পাহাড়ে বনধ করবে না বলে জানিয়েছে। কিন্তু মোর্চা প্রভাবিত সংগঠনগুলির ডাকা বনধে দুর্ভোগে পড়ছেন স্থানীয় মানুষ এবং পর্যটকেরা। আগামীকাল, বৃহস্পতিবার দার্জিলিঙের তিন মহকুমায় ১২ ঘণ্টার পরিবহণ বনধ ডেকেছে পাহাড়ের বেসরকারি গাড়ি চালক ও মালিক সংগঠনের কো-অর্ডিনেশন কমিটি। গত রবিবারই ১২ ঘণ্টার বনধ ডেকেছিল বিদ্যার্থী মোর্চা।
পাহাড়ে সাম্প্রতিক অশান্তির সময়ে মোর্চা অনুমোদিত অল ট্রান্সপোর্ট জয়েন্ট অ্যাকশন কমিটির সভাপতি নরবু লামা ও সম্পাদক প্রমোদ শ্রীমলকে গ্রেফতার করা হয়। গাড়ি চালক ও মালিকদের কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক মনোজ ছেত্রীর দাবি, “দু’জনকেই মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ওই দু’জনের মুক্তির দাবিতে পরিবহণ বনধ ডাকা হয়েছে।” মোর্চার শীর্ষ নেতারা অবশ্য বিষয়টি এড়িয়ে গিয়েছেন। মোর্চা সভাপতি বিমল গুরুঙ্গ কিংবা সাধারণ সম্পাদক রোশন গিরি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।
পুজোর পর্যটন মরসুমে পাহাড় স্বাভাবিক রাখার ব্যাপারে মোর্চা নেতারা আশ্বাস দিলেও মোর্চা প্রভাবিত সংগঠনগুলির বনধ ডাকার প্রবণতা দেখে পাহাড়বাসীদের অনেকেই ক্ষুব্ধ। বিদ্যার্থী মোর্চা এবং গাড়ি চালক ও মালিক সংগঠনের বনধ ডাকার মধ্যে ব্যবধান মাত্র পাঁচ দিন। পর্যটনের সঙ্গে যুক্ত প্রায় সকলেই তাই বিরক্তও। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব বলেছেন, “পাহাড়ে শান্তি বজায় রাখার দায়িত্ব মোর্চা নেতাদের নিতে হবে। কথায়-কথায় বনধ ডাকার রাস্তা থেকে সরতে হবে। না হলে অতীতে যেমন বনধ রুখতে রাজ্য সরকার কড়া পদক্ষেপ করেছে, আগামী দিনেও তা করতে বাধ্য হবে।” জাতীয় সড়ক অবরোধ করায় প্রমোদবাবুকে ২ সেপ্টেম্বর গ্রেফতার করে পুলিশ। নরবুবাবুর বিরুদ্ধে অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পাহাড় অগ্নিগর্ভ হয়ে ওঠার সময়ে তিনি একটি এলাকায় গোলমালে নেতৃত্ব দিয়েছেন। সেই রাতেই তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশের দাবি। মোর্চার অন্দরের খবর, সাম্প্রতিক আন্দোলনে ধৃত সব নেতা-কর্মীকে জামিনে ছাড়ানোর জন্য দলের আইনজীবী সেলকে দায়িত্ব দিয়েছেন গুরুঙ্গ। জিটিএ চিফ পদে সদ্য মনোনীত বিনয় তামাঙ্গের জামিনের জন্য দার্জিলিং আদালতে আবেদন জানানোর সিদ্ধান্ত হয়েছে। সরকারি সূত্রের খবর, তামাঙ্গের বিরুদ্ধে ৪টি মামলা রয়েছে। তার মধ্যে দু’টি মামলায় জামিন পেয়েছেন তিনি। দার্জিলিং আদালতে বিচারাধীন দু’টি মামলাতেও যাতে তিনি জামিন পান, সে জন্য ফের মুখ্য বিচারবিভাগীয় বিচারকের কাছে আর্জি জানাবে মোর্চা। তামাঙ্গের অন্যতম আইনজীবী দীনেশ চন্দ্র বলেন, “জামিনের আর্জি জানানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই শুনানির দিনক্ষণ ঠিক হয়ে যাবে বলে আশা করছি।”

পুরনো খবর:





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.