অনুদান না পেয়ে অবরোধ
নুদানের টাকা না পেয়ে অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরে বিক্ষোভ দেখিয়ে পথ অবরোধ করল ছাত্ররা। মঙ্গলবার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত আলিপুরদুয়ার মহকুমা শাসক দফতর সংলগ্ন ওই দফতরে বিক্ষোভ দেখান একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্ররা। পুলিশ সূত্রের খবর, দফতরের গেট বন্ধ করে দেওয়ায় ছাত্ররা চৌপথী এলাকায় দেড়টা নাগাদ প্রায় আধঘন্টা পথ অবরোধ করেন। অবরোধ তোলার সময় পুলিশ দুই জনকে ধরে।একইভাবে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ি হাই স্কুলের একাদশ শ্রেণির তপশিলি জাতি ও উপ জাতির ছাত্রছাত্রীরা ভাতার টাকা না পেয়ে কামাখ্যাগুড়ি-আলিপুরদুয়ার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল।
আলিপুরদুয়ারের ওই দফতরের কর্মী তিয়াস সোরেন জানান, এবছর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর মার্চ মাসের পর আমাদের হাতে। তাই গত বছরের টাকা দেওয়া সম্ভব হয়নি। বিক্ষোভকারীদের আলিপুরদুয়ার বয়েজ হাইস্কুল ও রবিকান্ত হাইস্কুলের ছাত্রদের অভিযোগ, ওই দফতর থেকে নানা অজুহাতে ঘোরানো হচ্ছে। আলিপুরদুয়ার থানার আইসি দেবাশিস চক্রবর্তী বলেন, “অবরোধের খবর পেয়ে এলাকায় পুলিশ গেলে ছাত্ররা চলে যায়। জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় আনা হয়।” এদিন কামাখ্যাগুড়ি হাই স্কুলের সামনে প্রায় পাঁচ ঘন্টা অবরোধ চলার পর পুলিশ ও ব্লক প্রসাশন গিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধে কামাখ্যাগুড়ি, তুফানগঞ্জ, ভাটিবাড়ি ও আলিপুরদুয়ার রুটে শতাধিক গাড়ি রাস্তার দু’ধারে আটকে পড়ে। ছাত্রছাত্রীদের অভিযোগ, ব্লকের অন্যান্য এলাকার একাদশ, দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা একমাস আগেই ২০১২ সালের ভাতার টাকা পেয়ে গেলেও তারা তা পাননি। কেন্দ্রীয় সরকার তপশিলি জাতি ও উপজাতি পড়ুয়াদের পড়াশুনোর জন্য অনুদান দেয়। বছরে একাদশ শ্রেণির পড়ুয়ারা ২৫৯০ টাকা, দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা ২৮৪০ টাকা এবং স্নাতকস্তরে কমপক্ষে ৪৩৭০ টাকা পান।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.