উত্তরবঙ্গ ডেন্টাল কলেজে নতুন শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের কাছ থেকে ছাত্র সংসদের নাম করে অতিরিক্ত চাঁদা নিতে বাধা দেওয়ায় ডিএসও’র একদল ছাত্রকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে হস্টেলের ঘরে ঢুকে ওই ছাত্রদের হকি স্টিক, উইকেট দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। জখম অবস্থায় ১০ জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের তরফে পাল্টা অভিযোগ করা হয়েছে। তাদের নিয়ন্ত্রণে থাকা ছাত্র সংসদের সাধারণ সম্পাদক জখম অবস্থায় হাসপাতালে ভর্তি বলে তাঁরা দাবি করেছেন। ডিএসও’র তরফেও পুলিশেও অভিযোগ জানানো হয়। ডেন্টাল কলেজের অধ্যক্ষ সৌমেন চক্রবর্তী বলেন, “সমস্যা নিয়ে এ দিন কলেজ কাউন্সিলের বৈঠক ডাকা হয়েছে। উভয় ছাত্র সংগঠনকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে কলেজের তরফেও পুলিশে অভিযোগ জানানো হবে। তাতে পড়ুয়াদের ক্ষতি হলেও কিছু করার থাকবে না।” তৃণমূল ছাত্র পরিষদের তরফে তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি নির্ণয় রায় বলেন, “মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে। ডিএসও’র কিছু ছাত্র উদ্দেশ্যপ্রণোদিতভাবে গোলমাল পাকিয়েছে।” ঘটনায় জখম হয়েছেন ডিএসও ছাত্র সংগঠনের পড়ুয়া তথা ইন্টার্ন হাউজ স্টাফ অপূর্ব মণ্ডল। তাঁর অভিযোগ, “প্রথম বর্ষের যে ছাত্ররা ভর্তি হচ্ছেন তাঁদের কাছ থেকে ছাত্র সংসদের চাঁদার নাম করে ৭০০ টাকা আদায় করছে তৃণমূল ছাত্র সংগঠনের সদস্যরা। সোমবারও আমরা বাধা দিই। সেই দিন থেকেই ওরা আমাদের মারধরের পরিকল্পনা নিচ্ছে। অনেকেই সোমবার রাতে হস্টেলের বাইরে থেকেছি। পুলিশকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি। এ দিন সকালে হস্টেলে ফিরতেই আমাদের মারধর করা হয়।” |