টুকরো খবর
ধৃত ৫ জনের জামিন খারিজ
গোর্খা লিগ নেতা মদন তামাং হত্যাকাণ্ডের মামলায় অভিযুক্ত মোর্চা নেতা দীনেশ গুরুঙ্গ-সহ পাঁচজনকে মঙ্গলবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। এ দিন জামিনের আবেদন করা হলে তা খারিজ করে দেন বিচারক। গত ২০১০ সালের ২১ মে দার্জিলিঙের ক্লাব সাইড রোডে সভার প্রস্তুতির সময়ে তাঁকে খুন করা হয়। ঘটনায় অভিযুক্ত নিকল তামাঙ্গকে গ্রেফতার করা হলেও শিলিগুড়ির অদূরে পিনটেল ভিলেজ থেকে তিনি পালিয়ে যান। এ বছরের ১৫ ফেব্রুয়ারি দার্জিলিং রেল স্টেশনের কাছে ট্যাক্সি স্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয় পূরণ থামি, অলককান্ত মণি থুলো, কেশবরাজ পোখরেল, কিসমত ছেত্রী ও দীনেশ গুরুঙ্গে। তবে দার্জিলিং আদালত তাঁরা জামিন পান। অভিযুক্তদের জামিন দেওয়ায় ফের তা নিয়ে হাইকোর্টে মামলা করে মদন তামাঙ্গের স্ত্রী ভারতী দেবী। পরে আদালতের নির্দেশ অনুযায়ী তাঁরা দার্জিলিং আদালত আত্মসমপর্ণ করেন। এ দিন তাঁদের শিলিগুড়িতে অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে সৌম্যব্রত সরকারের এজলাসে তোলা হয়।

পুরনো খবর:
বিশ্ব প্রবীণ দিবস
ছবি: দীপঙ্কর ঘটক।
বিশ্ব প্রবীণ দিবস পালিত হল ডুয়ার্সের লাটাগুড়িতে। লাটাগুড়ির প্রবীণ নাগরিক কল্যাণ সমিতির উদ্যোগে মঙ্গলবার ৭০ জন প্রবীণ বাসিন্দার হাতে জামাকাপড় তুলে সম্মান জানানো হয়। মঙ্গলবার বিশ্ব প্রবীণ দিবসে জলপাইগুড়ি শহরে পদযাত্রা করল প্রবীণদের তিনটে সংগঠন। পদযাত্রার পরে শহরের বাবুপাড়ার সুভাষ ভবনে একটি সভার আয়োজন করে ওই তিনটি সগংঠন। সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক পৃথা সরকার। সভায় জেলাশাসক বলেন, “নবীনরা যেমন দেশের ভবিষ্যৎ, তেমনিই প্রবীণরা দেশের অভিভাবক। প্রবীণদের যে কোনও দাবিদাওয়া নিয়ে আমার কাছে এলে দাবি পূরণে সাহায্য করব।” প্রবীণদের বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার দাবিতে জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারক লিপি পাঠানো হয়েছে সংগঠনের তরফে। জলপাইগুড়ি সমাজপাড়া সিনিয়র সির্টিীনে ফোরাম, পান্ডাপাড়া সিনিয়র সিটিজেন ফোরাম এবং পানপাড়ার মেজদার আসর নামে সংগঠন যৌথ ভাবে অনুষ্ঠানের আয়োজন করে।

স্মারকলিপি
পুজোর সময় শহরের সাধারণ মানুষের পরিষেবা বজায় রাখার দাবি জানিয়ে পুরসভার মেয়রকে স্মারকলিপি দিলেন শিলিগুড়ি বৃহত্তর নাগরিক মঞ্চের সদস্যরা। তাঁদের দাবি, পুজোর সময় বাইরে থেকে আসা দর্শনার্থীদের জন্য ভেনাস মোড়, এয়ারভিউ মোড়, জংশন, চম্পাসারি সহ বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ শৌচাগার পরিষেবা চালু করতে হবে। জলের ব্যবস্থা, প্রাথমিক চিকিৎসা, অ্যাম্বুল্যান্স পরিষেবা ও হেল্পলাইন নম্বর চালু করতে হবে। সংগঠনের সম্পাদক রতন বণিক বলেন, “এই ব্যবস্থাগুলি করলে মানুষের সুবিধা হবে।” মেয়র গঙ্গোত্রী দত্ত বলেন, “প্রস্তাবগুলি খতিয়ে দেখা হবে। দেখি কি করা যায়।”

মজুরি নিয়ে জটিলতা ধরণীপুর বাগানে
ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগানে শ্রমিকদের ১৫ দিনের মজুরি পাওয়া নিয়ে জটিলতা তৈরি হয়েছে। পুজোর মুখে মজুরি নিয়ে জটিলতা দেখা দেওয়ায় ক্ষোভে মঙ্গলবার কাজে যাননি শ্রমিকরা। সেপ্টেম্বর মাসের শেষ ১৫ দিনের মজুরি শ্রমিকরা এখনও পাননি বলে অভিযোগ। বাগানের এনইউপিডব্লুউ-র ইউনিট সম্পাদক ভোলানাথ নট্ট জানান, বোনাস তো দূরের কথা বকেয়া মজুরি মিলছে না। ম্যানেজার অঞ্জন কুমার জানান, দ্রুত মজুরি মিটিয়ে দেওয়ার চেষ্টা শুরু হয়েছে।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.