আগামী ৪ অক্টোবর সমাবর্তন উৎসব হবে কোচবিহার কৃষি বিশ্ববিদ্যালয়ে। ৫ বছর পরে এ বার ফের সমাবর্তন উৎসব হবে বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের কোচবিহারের পুন্ডিবাড়ির ক্যাম্পাসে সমাবর্তনে যোগ দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল এম কে নারায়ণন। রাজ্যের কৃষিমন্ত্রী মলয় ঘটক, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন উৎসব হয়। মাঝের বছরগুলিতে সমাবর্তন হয়নি। উপাচার্য বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রতিবছর সমাবর্তন উৎসব করা গেলে ভাল হয়। নানা কারণে ২০০৯ সালের পর অবশ্য তা করা যায়নি। এবারের সমাবর্তনে ৪০৬ জন ছাত্রছাত্রীকে ডিগ্রি প্রদান করা হবে। এছাড়াও বিভিন্ন বিভাগের ১৯ জনকে স্বর্ণপদক প্রদান করা হবে।” সমাবর্তন অনুষ্ঠানে ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদের ডিরেক্টর জেনারেল এস আয়াপ্পন ও বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য লক্ষ্মীনারায়ণ মণ্ডলকে সাম্মানিক ডিএসসি দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ও পুলিশ সূত্রের খবর আগামী ৪ অক্টোবর কলকাতা থেকে বিমানে বাগডোগরা পৌঁছোবেন রাজ্যপাল। সেখান থেকে সড়কপথে কোচবিহার সার্কিট হাউসে পৌঁছে মধ্যাহ্নভোজন এবং বিশ্রাম সেরে সড়কপথেই রাজ্যপাল পুন্ডিবাড়ি যাবেন। রাতে সার্কিট হাউসে তিনি থাকবেন বলে জানা গিয়েছে। পুলিশ সুপার অনুপ জায়সবাল বলেন, “রাজ্যপালের সফরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে।”
|
একমাস আগে প্রধান শিক্ষিকা অবসর নিয়েছেন। সরকারি নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বা শিক্ষিকার দায়িত্ব নেওয়ার কথা স্কুলেরই কোনও প্রবীণ শিক্ষক বা শিক্ষিকার। সেই হিসাবে স্কুলের এক প্রবীণ শিক্ষিকা দায়িত্ব নিতে অস্বীকার করায় দুই সপ্তাহ ধরে রায়গঞ্জের মিলনপাড়ার দ্বারকানাথ এডেড প্রাথমিক বিদ্যালয়ের মিডডে মিল বন্ধ হয়ে রয়েছে। ৩১ অগস্ট প্রধান শিক্ষিকা শান্তা ভট্টাচার্য অবসর নেন। রায়গঞ্জ সদর চক্রের প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক সৃষ্টি গোমডেন বলেন, “প্রবীণ শিক্ষিকা হিসেবে শুক্লা সরকারকে প্রধান শিক্ষিকার দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি তা নেননি। কেনও দায়িত্ব নিতে চাইছেন না, তা জানাতে বলেছি। তাঁর উত্তরে আমরা সন্তুষ্ট না হলে সরকারি নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।” ওয়ার্ড এডুকেশন কমিটির সভাপতি স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডে কংগ্রেস কাউন্সিলর আরতি মন্ডলের অভিযোগ, “মিডডে মিল বন্ধ হওয়ায় পড়ুয়ার কমছে। সমস্যা না মিটলে আন্দোলনে নামব।”
|
প্রধান শিক্ষিকা অবসর নিয়েছেন। কিন্তু, কোনও শিক্ষিকা সাময়িক ভাবে প্রধান শিক্ষিকার দায়িত্ব নিতে রাজি না হওয়ায় পরিচালন সমিতির সম্পাদক স্কুলে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মালদহের রতুয়ার আড়াইডাঙ্গা আরএমজি বালিকা বিদ্যাপীঠে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে। ঘটনার জেরে এদিন স্কুলে হাজির হলেও ভিতরে ঢুকতে পারেননি শিক্ষিকা ও ছাত্রীরা। খবর পেয়ে যান রতুয়া-২ ব্লকের বিডিও সুনীল ভোসাল ও অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) দেবাশিস সরকার। পরে প্রত্যেককে নিয়ে আলোচনায় বসেন তারা। সেখানেই স্কুলের এক সিনিয়র শিক্ষিকাকে দায়িত্ব দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। জেলা বিদ্যালয় পরিদর্শক(মাধ্যমিক) আশিস কুমার চৌধুরী বলেন, “সাময়িক একটা সমস্যা হয়েছিল। তবে তা মিটে গিয়েছে। স্কুলের এক সিনিয়র শিক্ষিকাকে দায়িত্ব দেওয়া হয়েছে।” পরিচালন সমিতির সম্পাদক মালেক মিয়াঁ জানান, মেয়েদের স্কুল প্রধান শিক্ষিকা ছাড়া চালাতে দিলে নানা সমস্যা হতে পারে। তিনি বলেন, “অভিভাবকহীন স্কুল চালাতে গিয়ে সমস্যা তৈরি হলে তার দায় কে নেবে? সে কথা ভেবেই স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিই। মালদহে গিয়ে ডিআইকে সমস্যার কথা জানাই।”
|
‘বারো মাসে তেরো পার্বণ’। বছরভর হইহুল্লোড়ের পরব হারিয়ে যেতে বসেছে। বাঙালির চিরায়ত পার্বণগুলি শারদ উৎসবে বাসিন্দাদের সামনে ধরতে এ বার দক্ষিণ দিনাজপুরের হিলির বিপ্লবী সঙ্ঘের পুজোর থিম- ‘বারো মাসে তেরো পার্বণ।’ ক্লাবের এই অভিনব উদ্যোগে সামিল হয়ে কাঁথি, নবদ্বীপ ও মেদিনীপুর থেকে ৫০ জন শিল্পী গত প্রায় দেড়মাস ধরে মণ্ডপ গড়ে তুলছেন। উদ্যোক্তারা জানান, গোটা হিলি বাজারের রাস্তা থেকে যমুনা সেতু পর্যন্ত চন্দননগরের আলোর তোরণ, ফোয়ারা ও মালায় সাজার কাজ পুরোদমে শুরু হয়েছে।
|
বাড়িতে তালা দিয়ে আত্মীয়দের বাড়িতে ঘুরতে গিয়েছিল একটি পরিবার। আর সেই ফাঁকে বাড়ির তালা ভেঙে বাড়ির জিনিসপত্র লুঠ করে পালাল দুষ্কৃতীরা। সোমবার রাতে বারবিশা পূর্ব চককা এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, দুটি গ্যাস সিলিন্ডার, গ্যাসের উনুন, হোম থিয়েটার, বাসনপত্র-সহ বেশ কিছু জিনিসপত্র চুরি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |