বেলপাহাড়িতে কর্মিসভা মানসের
লোকসভা ভোটের আগে জঙ্গলমহলে শাসক দলকে চাপে রাখার রাজনীতিতে নামল কংগ্রেস। মঙ্গলবার দুপুরে বেলপাহাড়ির একটি ভিডিও হলে দলীয় কর্মিসভায় প্রদেশ কংগ্রেস নেতা মানস ভূঁইয়া, অসিত মিত্র, কৃষ্ণা দেবনাথদের উপস্থিতিতে প্রায় দু’শো জন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন বলে দাবি করা হল। পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সহ সভাপতি সুব্রত ভট্টাচার্যের দাবি, “এদিন তৃণমূলের শিলদা অঞ্চলের প্রাক্তন আহ্বায়ক অরূপ ভট্টাচার্যের নেতৃত্বে দু’শোজন তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন।” অরূপবাবু দাবি করেন, “তৃণমূলের একাংশের স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও দাম্ভিকতা সিপিএমের অপশাসনের দিনগুলিকে মনে করিয়ে দিচ্ছে। সেইকারণেই দলত্যাগের সিদ্ধান্ত। প্রকৃত যারা মানুষের কাজ করতে চান, এখন তৃণমূলে তাঁদের স্থান নেই। সে জন্য আমরা একমাত্র বিকল্প হিসেবে কংগ্রেসে যোগ দিলাম।”
বক্তব্য রাখছেন মানস ভুঁইয়া।—নিজস্ব চিত্র।
দল বদলের প্রসঙ্গে তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোত্‌ ঘোষের বক্তব্য, “জঙ্গলমহলে কংগ্রেসের কোনও সংগঠন নেই। সিপিএম ও ঝাড়খণ্ডী দলের হাতে গোনা কিছু লোকজনকে নিয়ে ওরা তৃণমূলি বলে চালাতে চাইছে। আমাদের দলের কেউই কংগ্রেসে যোগ দেন নি।” এ দিন কর্মিসভায় মানসবাবু বলেন, “মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্যাকেজের পুরোটাই কেন্দ্রের টাকা। জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যে সমস্ত উন্নয়ন রূপায়িত হচ্ছে, তার সিংহভাগই কেন্দ্রের প্রকল্প। অথচ আমজনতার কাছে বিষয়গুলিকে রাজ্যের বলে চালানো হচ্ছে। আর অভিযোগ করে বলা হচ্ছে কেন্দ্র নাকি টাকা দিচ্ছে না। মানুষ কিন্তু এখন সবই বুঝছেন।” মানসবাবু ও অসিতবাবুরা অভিযোগ করেন, “কেন্দ্র আইন করা সত্ত্বেও এ রাজ্যে বনাঞ্চল অধিকার আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না। খাদ্যের অধিকার আইন-ও করেছে কেন্দ্র। সোমবার বিভিন্ন রাজ্যের খাদ্যমন্ত্রীদের নয়াদিল্লিতে ডাকা হয়েছিল। অথচ পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী ওই বৈঠকে যান নি।” সভায় মানসবাবুর কটাক্ষ: “মমতার উত্থান হয়েছে হাউইয়ের মতো। পতনও শুরু হয়ে গিয়েছে। সোমেন মিত্র, কুণাল ঘোষদের দেখুন। অপেক্ষা করুন। আগামী ১ জানুয়ারি দেখবেন, অন্য এক পরিবর্তন!” প্রায় পাঁচশো কংগ্রেস কর্মী ওই সভায় যোগ দেন। মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম শহরের কংগ্রেস ভবনে দলের শহর নেতাদের নিয়ে বৈঠক করেন মানসবাবু। তিনি বলেন, আসন্ন ঝাড়গ্রাম পুরভোটে ১৮টি ওয়ার্ডেই কংগ্রেস লড়বে।

পুরনো খবর:


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.