টুকরো খবর |
ধর্ষণের অভিযোগে সাত বছর সশ্রম কারাদণ্ড
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
প্রতিবেশী এক বধূকে ধর্ষণের অভিযোগে মঙ্গলবার এক যুবকের সাত বছর সশ্রম কারাদণ্ড হল। কাঁথি আদালতের ফাস্ট ট্র্যাক সেকেন্ড কোর্টের বিচারক উত্পল মিশ্র এই সাজা ঘোষণা করেন। মামলার সরকারি আইনজীবী গৌতম সামন্ত জানান, অভিযুক্ত বাবলুর প্রতিবেশী রাইপুর পশ্চিমবাড় গ্রামের বাসিন্দা পেশায় মত্স্যব্যবসায়ী ওই মহিলার স্বামী শ্রীমন্ত বর কাঁথি থানার কেশরকুন্দা বাজারে মাছের ব্যবসা করেন। বাবলু গত ২০০৮ সালের ৫ অগস্ট সন্ধ্যায় শ্রীমন্তবাবুর বাড়িতে এসে তাঁর স্ত্রীকে জানায় যে, শ্রীমন্ত অসুস্থ হয়ে গ্রামের মন্দিরে শুয়ে রয়েছে। স্বামীর অসুস্থতার খবর পেয়ে অসুস্থ স্বামীকে বাড়িতে আনার জন্য মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন ওই মহিলা। পথে বাবলু তাঁকে একা পেয়ে জোর করে একটি খালের ধারে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর দিন ওই মহিলা কাঁথি থানায় বাবলুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। ওই মহিলার আইনজীবী সুব্রত কুমার দাস জানান, পাঁচ বছর ধরে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে বিচারক বাবলুকে দোষী সাব্যস্ত করে সাত বছরের সাজা ঘোষণা করেন।
|
ক্ষতি সব্জি, ধান চাষে
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
নিম্নচাপের জেরে টানা কয়েক দিনের লাগাতার বৃষ্টিতে কাঁথি পুর এলাকা-সহ কাঁথি মহকুমার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। কয়েক’শো একর ধান জমিতে জল দাঁড়িয়ে পড়েছে। নষ্ট হওয়ার মুখে সব্জি ও পানের বরোজ। বেশ কিছু পুকুর ও বাগদা চাষের ভেড়ি জলে ডুবে গিয়েছে। জানা গিয়েছে, মহকুমার রামনগর ২, কাঁথি ১, খেজুরি ১ ও ২, ভগবানপুর ২ ব্লক-সহ জেলায় প্রায় ১০ হাজার কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০০ কোটি টাকার সব্জি, পান, ফুল ও মাছচাষের ক্ষতি হয়েছে বলে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন জানিয়েছেন। জেলার গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিগুলিতে ত্রিপল ও পলিথিন সিট নিতে লম্বা লাইন দিতে দেখা গিয়েছে। কিন্তু, উপযুক্ত ত্রিপল ও পলিথিন সিট না থাকায় তাঁদের বিফল হয়ে ফিরতে হচ্ছে বলে জানিয়েছেন মামুদ হোসেন। তিনি বলেন, “জেলার পঞ্চায়েত সমিতিগুলিতে অবিলম্বে ত্রিপল বরাদ্দের জন্য পূর্ব মেদিনীপুরের জেলাশাসকের কাছে জেলা তৃণমূলের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে।”
|
নাবালিকা ধর্ষণে গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে কাঁথি থানার পুলিশ সোমবার রাতে এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম শেখ রশিদ (২২)। বাড়ি কাঁথি শহরের আঠিলাগড়ি এলাকায়। ওই কিশোরীর মা সোমবার কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, রবিবার রাতে প্রতিবেশী শেখ জামসেদের ছেলে রশিদ তাকে ভুল বুঝিয়ে পাশের একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই কিশোরী বড়ি এসে মাকে গোটা ঘটনাটি জানায়। ওই কিশোরীর মার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শেখ রশিদকে গ্রেফতার করে।
|
জয়ী মেদিনীপুর
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অর্ন্তগত আন্তঃমহাবিদ্যালয়ের ১৫তম সাংস্কৃতিক প্রতিযোগিতায় জিতল মেদিনীপুর কলেজ। রানার্স হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বিভাগ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের বি সি মুখোপাধ্যায় হলে দু’দিনের ওই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় সফল পড়ুয়ারা বিহারের মিথিলা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত পুর্বাঞ্চলীয় আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় যোগ দেবেন।
|
প্রয়াত সাধুচরণ
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
প্রয়াত হলেন কংগ্রেসের ঘাটাল মহকুমা সভাপতি তথা ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সাধুচরণ পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘ দিন ধরেই তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। মঙ্গলবার সকালে দশটা নাগাদ দেহাবসান হয় তাঁর। ঘাটাল পুরসভার তৃণমূল চেয়ারম্যান বিভাস ঘোষ বলেন, “আমরা অভিভাবক হীন হয়ে পড়লাম। ঘাটালের উন্নয়নে তাঁর অবদান যথেষ্ট।”
|
পুলিশের উদ্যোগ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ভূপতিনগর থানার পুলিশ ও একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে সোমবার ভূপতিনগর থানার বাজকুলে শিশুশ্রম ও শিশু সুরক্ষা বিষয়ে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। বাজকুল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাকক্ষে আয়োজিত ওই শিবিরে ভূপতিনগর থানার পুলিশ অফিসার সুশীল ঘোষ, গড়বাড়ি-২ পঞ্চায়েত প্রধান সুবল সেন বক্তব্য রাখেন। |
সচেতনতা সভা
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
মঙ্গলবার ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রি চন্দ্রশেখর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘নেশার অপকারিতা ও বাল্য বিবাহের কুফল’ বিষয়ক একটি সচেতনতা সভার আয়োজন করা হয়। সবশেষে মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে ‘মারণ বিষের নেশা’ পথ নাটিকাটি হয়। প্রধান শিক্ষক সুধাংশুশেখর মাহাতো জানান, স্কুলের বারোশো পড়ুয়াকে সচেতন করার জন্য এই সভা।
|
জীর্ণ দশা কংসাবতীর বাঁধের |
|
বালিপোতায় সৌমেশ্বর মণ্ডলের তোলা ছবি। |
দীর্ঘদিন সংস্কারের অভাবে কংসাবতী নদীর বাঁধের জীর্ণ দশা। জলের তোড়ে বাঁধের মাটি ধুয়ে যাওয়ার ফলে বাঁধটি সরু হয়ে গিয়েছে। বিগত বছরগুলিতে প্রতি বর্ষাতেই নদী বাঁধ ভেঙে বন্যায় প্লাবিত হয়েছে দাসপুর-১ ব্লকের রাজনগর, সামাট, বালিপোতা, কল্যাণপুর-সহ বহু গ্রাম। ব্যাপক ক্ষতি হয় এলাকার সবজি ও আমন ধান চাষের। অবিলম্বে বাঁধ সংস্কার না হলে ফের বন্যায় কবলে পড়তে পারেন স্থানীয় বাসিন্দারা। |
|