|
|
|
|
হল পূর্ণাঙ্গ বোর্ড, এ বার কাজ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রত্যাশিত ভাবেই কর্মাধ্যক্ষের পদ পেলেন শ্যামপদ পাত্র, শৈবাল গিরিরা। কোনও বিরোধিতা ছাড়াই তৃণমূলের পক্ষ থেকে পেশ করা প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। মঙ্গলবার ছিল পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্বাচন। সকাল সাড়ে ১১টা নাগাদ জেলা পরিষদের সভাকক্ষে নির্বাচন শুরু হয়। একে একে ৯টি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচিত হন। কর্মাধ্যক্ষ নির্বাচন হয়ে যাওয়ায় জেলা পরিষদের পূর্ণাঙ্গ বোর্ড গঠন হল। এ বার গ্রামোন্নয়নের কাজেও গতি আসবে বলেই অনুমান। অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) পাপিয়া ঘোষ রায়চৌধুরীও বলেন, “এ বার দ্রুত যাবতীয় কাজ হবে।”
জেলা পরিষদে তৃণমূলের দলনেতা হয়েছেন অজিত মাইতি। এই পদের জন্য প্রথমে নির্মল ঘোষের নাম ঘোষণা করা হয়েছিল। নির্মলবাবু কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ হয়েছেন। তাই এ দিন অজিতবাবুর নাম ঘোষণা করা হয়। কাজে গতি আনতে আগামী মঙ্গলবার জেলা পরিষদের সভা ডাকা হতে পারে। তবে, তার আগেই নতুন কর্মাধ্যক্ষদের নিয়ে বৈঠকে বসছেন জেলা পরিষদের নতুন দলনেতা। কাল, বৃহস্পতিবার সভা ডাকা হয়েছে। অজিতবাবুর কথায়, “সভায় দফতরগুলোর কাজকর্মের পর্যালোচনা হবে। আমরা চাই সময়ের কাজ সময়ের মধ্যেই শেষ হোক।”
এ দিন কর্মাধ্যক্ষ নির্বাচনী সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সচিব বিপুল বিশ্বাস, জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক শম্পা হাজরা প্রমুখ। ব্যক্তিগত কাজে সভাধিপতি উত্তরা সিংহ জেলার বাইরে রয়েছেন। তাই তিনি আসেননি। তবে, সহ-সভাধিপতি সমায় মাণ্ডি উপস্থিত ছিলেন। গত ১০ সেপ্টেম্বর সভাধিপতি, সহ-সভাধিপতি নির্বাচন হয়েছিল। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এ বারই প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ক্ষমতা দখল করেছে তৃণমূল। জেলা পরিষদের ৬৭ জন সদস্যের মধ্যে ৬৪ জনই তৃণমূলের। ২ জন সিপিএমের এবং ১ জন কংগ্রেসের। পরে ১৯ সেপ্টেম্বর স্থায়ী সমিতি গঠন হয়। জেলা পরিষদে সবমিলিয়ে ১০টি স্থায়ী সমিতি রয়েছে। এরমধ্যে অর্থ বাদে ওই দিন ৯টি স্থায়ী সমিতির নির্বাচন হয়। এ দিনের সভা থেকে পূর্ত ও পরিবহণ কর্মাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন শৈবাল গিরি। খাদ্য ও সরবরাহের কর্মাধ্যক্ষ ক্ষমানন্দ মাহাতো। বন ও ভূমি কর্মাধ্যক্ষ কাজী আব্দুল হামিদ। শিক্ষা-সংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ হয়েছেন শ্যামপদ পাত্র। কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ। ক্ষুদ্র শিল্প ও বিদ্যুত্ কর্মাধ্যক্ষ হয়েছেন অমূল্য মাইতি। শিশু ও নারী উন্নয়ণ কর্মাধ্যক্ষ হয়েছেন কাবেরী চট্টোপাধ্যায়। মত্স্য ও প্রাণীসম্পদ কর্মাধ্যক্ষ সূর্য অট্ট। জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ হয়েছেন জারিনা ইয়াসমিন। এ দিনই নতুন কর্মাধ্যক্ষরা দায়িত্ব বুঝে নেন।
তৃণমূল সূত্রে খবর, একাধিক স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ নির্বাচন নিয়ে দলের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল। অভিযোগ উঠেছিল, দলের পুরনো কর্মীদের বাদ দিয়ে নতুনদের গুরুত্ব দেওয়া হচ্ছে। যেমন, অজিত মাইতি। অজিতবাবু জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য। এ বার তাঁর লড়াইটাও কঠিন ছিল। কারণ, পঞ্চায়েত নির্বাচনে তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি অন্তরা ভট্টাচার্য। অন্তরাদেবীকে পরাজিত করেই জেলা পরিষদের সদস্য হন তিনি। প্রশ্ন উঠেছিল, কঠিন লড়াইয়ে জয়ী হওয়ার পরও কেন অজিতবাবুকে কোনও একটি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ করা হবে না। রাজনৈতিক মহল মনে করছে, দলের মধ্যে অসন্তোষের আঁচ পেয়েই জেলা পরিষদের এই সদস্যকে দলনেতার পদ দেওয়া হল। ফলে, আপাতত ওই অসন্তোষও চাপা পড়ল। জেলা তৃণমূল নেতৃত্বের অবশ্য দাবি, কর্মাধ্যক্ষ নির্বাচন নিয়ে কোনও অসন্তোষ তৈরি হয়নি।
একটা সময় পঞ্চায়েত নির্বাচনের জন্য বিভিন্ন প্রকল্পের কাজই চলেছে শ্লথ গতিতে। অর্থ পড়ে ছিল। তবে, কাজ সে ভাবে এগোয়নি। তার আগে আবার একাংশ পঞ্চায়েতে অচলাবস্থা চলতে থাকে। নতুন পঞ্চায়েত গঠন হওয়ার পর কাজগুলো শুরু হয়েছে। গ্রামোন্নয়নের সঙ্গে প্রচুর প্রকল্প জড়িয়ে রয়েছে। পূর্ণাঙ্গ বোর্ড গঠনের পর এ বার গ্রামোন্নয়নের কাজে গতি আনতেই তত্পর হচ্ছেন জেলা পরিষদ কর্তৃপক্ষ। ইতিমধ্যে অবশ্য কয়েকটি রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্পে এই রাস্তাগুলো তৈরি হয়েছিল। ১২টি রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ৮৬ লক্ষ টাকা। পুজোর আগে কাজ শুরু হওয়ার কথা। ইতিমধ্যে দরপত্রও আহ্বান করা হয়েছে। |
|
এক নজরে পশ্চিম মেদিনীপুর
জেলা পরিষদ |
|
সভাধিপতি উত্তরা সিংহ
সহকারী সভাধিপতি সমায় মাণ্ডি
দলনেতা অজিত মাইতি |
কর্মাধ্যক্ষ |
স্থায়ী সমিতি |
দায়িত্বপ্রাপ্ত |
এলাকা |
• পূর্ত ও পরিবহণ |
শৈবাল গিরি |
দাঁতন ২ ব্লক |
• খাদ্য ও সরবরাহ |
ক্ষমানন্দ মাহাতো |
বিনপুর ১ |
• বন ও ভূমি |
কাজী আব্দুল হামিদ |
মেদিনীপুর সদর |
• শিক্ষা- সংস্কৃতি ও ক্রীড়া |
শ্যামপদ পাত্র |
দাসপুর ১ |
• কৃষি ও সেচ |
নির্মল ঘোষ |
ডেবরা |
• ক্ষুদ্র শিল্প ও বিদ্যুত্ |
অমূল্য মাইতি |
সবং |
• শিশু ও নারী উন্নয়ন |
কাবেরী চট্টোপাধ্যায় |
গড়বেতা ১ |
• মত্স্য ও প্রাণিসম্পদ |
সূর্য অট্ট |
নারায়ণগড় |
• জনস্বাস্থ্য ও পরিবেশ |
জারিনা ইয়াসমিন |
ঘাটাল |
|
|
পুরনো খবর: পূর্বে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পদে নতুন মুখ তৃণমূলে |
|
|
|
|
|