সংস্কার গড়বেতা চৌকি কোর্টও |
ভবন উদ্বোধনে আজ শহরে দুই বিচারপতি |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর জেলা আদালত চত্বরে নতুন এক ভবনের উদ্বোধন হবে আজ, বুধবার। উদ্বোধন করবেন স্টেট লিগ্যাল সার্ভিসেস্ অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায়। থাকবেন হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারও। সংস্কারের পর গড়বেতার চৌকি কোর্টের উদ্বোধনও হবে আজ। এই অনুষ্ঠানেও হাজির থাকবেন দুই বিচারপতি। দুটি কর্মসূচিরই যাবতীয় প্রস্তুতি সারা। মেদিনীপুরের সিজেএম সুজিতকুমার ঝা জানান, “বুধবার সকালে প্রথমে মেদিনীপুরে অনুষ্ঠান হবে। তারপর গড়বেতায়।” |
|
মেদিনীপুর আদালতের এই ভবনের উদ্বোধন হবে আজ। ছবি: সৌমেশ্বর মণ্ডল। |
মেদিনীপুর আদালতে লোক আদালত বসেই। সেখানে কম সময়ে বিভিন্ন মামলার নিষ্পত্তি হয়। চালু হয়েছে ‘প্রি বার্গেনিং’ও। এখানে অভিযোগকারী এবং অভিযুক্তকে একসঙ্গে বসিয়ে আলোচনার মাধ্যমে মামলার নিষ্পত্তি করা হয়। যে সব মামলার সাজা ৭ বছরের কম, সেই সব ক্ষেত্রেই এ ভাবে নিষ্পত্তি হতে পারে। লোক আদালত, প্রি বার্গেনিং প্রভৃতি পরিষেবার জন্য আগে মেদিনীপুর আদালত চত্বরে আলাদা ভবন ছিল না। ফলে, বিচারপ্রার্থীরা সমস্যায় পড়তেন। পরিস্থিতি দেখে নতুন ভবন তৈরির সিদ্ধান্ত হয়। যেখানে এই সব পরিষেবাই মিলবে। ইতিমধ্যে নতুন এই ভবন তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। ভবনের নাম, ‘অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন সেন্টার’ (এডিআরসি)।
এখন পশ্চিম মেদিনীপুরে সব মিলিয়ে ৫টি আদালত রয়েছে। মেদিনীপুরে রয়েছে জেলা আদালত। ঝাড়গ্রাম এবং ঘাটালে রয়েছে মহকুমা আদালত। দাঁতন এবং গড়বেতায় রয়েছে চৌকি কোর্ট। খড়্গপুরে মহকুমা আদালত তৈরির কাজ চলছে। গড়বেতার চৌকি কোর্টটি বহু পুরনো। দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে ধুঁকছিল। দেওয়াল থেকে পলেস্তারা খসে পড়ছিল। ঝড়- বৃষ্টির মতো দুর্যোগ টানা চলতে থাকলে সমস্যা আরও বাড়ত। পরিস্থিতি দেখে এটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ইতিমধ্যে সংস্কার কাজ সম্পূর্ণ হয়েছে। সংস্কারের পর এই চৌকি কোর্টের উদ্বোধন করবেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার। বুধবার মেদিনীপুরে প্রি বার্গেনিংও অনুষ্ঠিত হবে। সেখানে সব মিলিয়ে ৭০টি মামলার নিষ্পত্তি হওয়ার কথা। |
|