টুকরো খবর
গোষ্ঠীদ্বন্দ্ব, টিএমসিপির নতুন শহর সভাপতি
ফের প্রকাশ্যে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) গোষ্ঠী কোন্দল। তার জেরে সংগঠনের মেদিনীপুর শহর সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল বুদ্ধ মণ্ডলকে। নতুন সভাপতি হয়েছেন শৈবাল পাত্র। সোমবার এই রদবদল হয়। টিএমসিপির জেলা সভাপতি রমাপ্রসাদ গিরি বলেন, “ছোট একটা বদল হয়েছে। সংগঠনের শহর সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে শৈবাল পাত্রকে। এটা পুরোপুরি সাংগঠনিক ব্যাপার।” বিদায়ী শহর সভাপতি বুদ্ধ মণ্ডলের সঙ্গে জেলা সভাপতি রমাপ্রসাদ গিরির ‘বিবাদ’ দীর্ঘদিনের। মেদিনীপুর শহরে মাঝেমধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষের অনুগামীরা। সোমবার কলকাতায় তৃণমূলের সম্মেলন ছিল। সম্মেলনে যোগ দিতে গিয়েছিলেন টিএমসিপির নেতা-কর্মীরা। দলে ছিলেন রমাপ্রসাদ, বুদ্ধও। সম্মেলন শেষে মেদিনীপুরে ফেরার পর শহর সভাপতি হিসেবে শৈবালের নাম ঘোষণা করেন টিএমসিপির জেলা সভাপতি। বুদ্ধবাবু অবশ্য বলেন, “এ ব্যাপারে আমাকে কিছু জানানোই হয়নি।” আর শৈবালের বক্তব্য, “সংগঠনের দেওয়া দায়িত্ব আমি যথাযথ ভাবে পালনের চেষ্টা করব।” শৈবাল এক সময়ে বিদায়ী সভাপতিরই অনুগামী ছিলেন। পরে শিবির পাল্টান। জেলা সভাপতির অনুগামী হন। টিএমসিপির জেলা নেতৃত্বের অবশ্য দাবি, সংগঠনে কোনও গোষ্ঠী কোন্দল নেই। জেলা সভাপতির কথায়, “এ সব অপপ্রচার।”

ভাঙচুরে অভিযুক্ত টিকিট পরীক্ষকেরা
‘বদলি করা যাবে না’ এই দাবিতে আধিকারিকের অফিসে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল রেল টিকিট পরীক্ষকদের বিরুদ্ধে। সোমবার খড়্গপুরের ডিআরএম অফিস ভবনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যনেজারের(ডিসিএম) ঘরে ভাঙচুর চলে। রেল সূত্রে জানা গিয়েছে, এক সপ্তাহ আগেই খড়্গপুর রেল ডিভিশনের ২০ জন টিকিট পরীক্ষককে বদলি করা হয়। ১০ জন বেঁকে বসেন। তাঁদের অভিযোগ, অন্যায় ভাবে বদলি করা হচ্ছে। কেউ অসুস্থ থাকলে তাঁকে সাসপেন্ড পর্যন্ত করা হচ্ছে। প্রতিবাদে টিকিট পরীক্ষকেরা এ দিন সিনিয়র ডিসিএম-এর অফিস ঘরে মেনস্‌ কংগ্রেসের নেতৃত্বে ঘেরাও-বিক্ষোভ করে। অফিসের জানলা, চেয়ার ভাঙচুর করা হয় বলে অভিযোগ। খড়্গপুরের সিনিয়র ডিসিএম বিবেক কুমার বলেন, “এটা রুটিন বদলি। ওঁরা অযথা মেনস্‌ কংগ্রেসের সাথে মিলে ভাঙচুর চালিয়েছেন।” মেনস্‌ কংগ্রেসের ডিভিশনাল কো-অর্ডিনেটর প্রহ্লাদ সিংহের অবশ্য দাবি, “আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানিয়েছি। আমাদের বদনাম করতে ভাঙচুরের মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”

জঙ্গলমহলে দফতরের হাল নিয়ে বৈঠক প্রাণিসম্পদ মন্ত্রীর
দফতরের কাজকর্মের পর্যালোচনা করতে মেদিনীপুরে এসে বৈঠক করলেন প্রাণীসম্পদ উন্নয়নমন্ত্রী নুরে আলম চৌধুরী। মঙ্গলবার দুপুরে মেদিনীপুর সার্কিট হাউসে বৈঠকটি হয়। বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর, জঙ্গলমহলের এই তিন জেলার প্রাণীসম্পদ উন্নয়ন দফতরের আধিকারিকেরা বৈঠকে উপস্থিত ছিলেন। ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক গুলাম আলি আনসারি। তিন জেলায় দফতরের ঠিক কী পরিকাঠামো রয়েছে, আরও কী কী প্রয়োজন, তা নিয়ে আলোচনা হয়। এখন বিভিন্ন প্রকল্পে গরিব মানুষকে হাঁস-মুরগির বাচ্চা দেওয়া হয়। মেদিনীপুরে নতুন একটি সরকারি হাঁস-মুরগি খামারও তৈরি হচ্ছে। দফতরের দাবি, এটিই হবে রাজ্যের সবথেকে বড় খামার। বৈঠকে এ সবের পাশাপাশি দফতরে কর্মী কম নিয়েও আলোচনা হয়। সমস্যাগুলো খতিয়ে দেখে সমাধানের আশ্বাস দেন মন্ত্রী।

পুরভোট নিয়ে বৈঠকে বিজেপি
আসন্ন পুরসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মেদিনীপুর শহর বিজেপির এক বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি তুষার মুখোপাধ্যায়, শহর সভাপতি অরুপ দাস প্রমুখ। পুরভোটে যাঁরা প্রার্থী হতে ইচ্ছুক, তাঁদের আগেই দলের কাছে আবেদন করতে বলেছিলেন নেতৃত্ব। দলীয় সূত্রে খবর, ইতিমধ্যে ১৭ জন নেতাকর্মী প্রার্থী হতে চেয়ে আবেদন করেছেন। দলীয়স্তরে আগেই সিদ্ধান্ত হয়েছে, শহরের ২৫টি ওয়ার্ডে এ বার প্রার্থী দেওয়া হবে। কিন্তু, তা কী সম্ভব? বৈঠক শেষে শহর সভাপতি বলেন, “আমরা সবক’টি ওয়ার্ডেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি।” নেতৃত্বের বক্তব্য, যে সব আবেদন এসেছে, তা খতিয়ে দেখে পরবর্তীকালে জেলা নেতৃত্বই প্রার্থীর নাম চূড়ান্ত করবেন।

বাড়ি ভাঙচুর, অভিযুক্ত তৃণমূল
গোলমালে বিরাম নেই। এ বার সিপিএমের এক শাখা সম্পাদকের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই শাখা সম্পাদকের নাম বিশ্বনাথ রাণা। রবিবার রাতে এ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় শালবনির গড়মাল গ্রাম পঞ্চায়েতের খড়িকাশুলিতে। তৃণমূলের লোকেদের হামলায় দলের কয়েকজন কর্মী-সমর্থক জখম হয়েছেন বলেও দাবি করেছে সিপিএম। তৃণমূল অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। রবিবার দুপুরে এই গ্রামেই সিপিএমের লোকেদের হামলায় অজিত দাস নামে তাদের এক পঞ্চায়েত সদস্য সহ চার জন জখম হয়েছেন বলে অভিযোগ করেছিল তৃণমূল। ওই দিন এলাকায় তৃণমূলের বিজয় মিছিল শেষে হামলা হয় বলে অভিযোগ। সিপিএম হামলার অভিযোগ স্বীকার করেনি।

স্কুলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট
শালবনি থানার খাঁদিবাঁধ কোকিলমণি হাইস্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে এক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। স্কুলের উদ্যোগেই এই টুর্নামেন্ট। যেখানে আশপাশ এলাকার ৮টি স্কুল যোগদান করে। তিনদিন ব্যাপী এই ফুটবল টুর্নামেন্টের শেষদিন ছিল মঙ্গলবার। এদিনই ছিল ফাইনাল। চ্যাম্পিয়ন হয়েছে খাঁদিবাঁধ কোকিলমণি হাইস্কুল। এবং রাণার্স হয়েছে ভাউদি হাইস্কুল। পুরস্কার বিতরণী সভায় উপস্থিত ছিলেন শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি নেপাল সিংহ, সহ- সভাপতি চূড়ামণি মুর্মু প্রমুখ। স্কুলের প্রধান শিক্ষক গৌতম ঘোষ বলেন, “খেলাধুলোর প্রসারেই আমাদের এই উদ্যোগ।”

কলেজে সংঘর্ষ
নবীনবরণকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল টিএমসিপির দু’পক্ষ। সোমবার এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় মেদিনীপুর কলেজ ক্যাম্পাসে। খবর পেয়ে আসে পুলিশ। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুধীন্দ্রনাথ বাগ বলেন, “একটা গোলমাল হয়েছে। বিষয়টি দেখছি।” সংঘর্ষে একজন ছাত্র জখমও হন। টিএমসিপির অবশ্য দাবি, ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এটা কয়েকজন ছাত্রের ব্যাপার। ছাত্ররা বচসায় জড়িয়ে থাকতে পারেন।

নতুন ভবন
ডেবরা থানার নতুন ভবনের উদ্বোধন হল মঙ্গলবার। থানার ভবনের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার ভারতী ঘোষ। এত দিন ডেবরা থানার নিজস্ব কোনও ভবন ছিল না। থানার পুরোনো ভবনটি পুলিশকর্মীদের নিজেদের উদ্যোগেই নির্মিত হয়েছিল। পুরনো থানা চত্বরেই প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানে চারশো দুঃস্থকে বস্ত্র ও পড়ুয়াদের বই, খাতা দেওয়া হয়।

ব্লক অফিসে চুরি
ব্লক ভূমি ও ভূমি সংস্কার অফিস থেকে কম্পিউটারের মনিটর চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শালবনিতে। রবিবার রাতে অফিসে ঢুকে কেউ বা কারা তিনটি মনিটর চুরি করে নিয়ে পালায়। সোমবার সকালে বিষয়টি জানাজানি হয়। ব্লক প্রশাসন সূত্রে খবর, ঘটনার জেরে দু’জন নৈশপ্রহরীকে সাসপেন্ড করা হয়।

শালবনিতে ভাঙচুর
গোলমালে বিরাম নেই। এ বার সিপিএমের এক শাখা সম্পাদকের বাড়ি ভাঙচুর করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই শাখা সম্পাদকের নাম বিশ্বনাথ রাণা। রবিবার রাতে এ ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় শালবনির গড়মাল গ্রাম পঞ্চায়েতের খড়িকাশুলিতে। তৃণমূল অভিযোগ উড়িয়ে দিয়েছে।

মহিলা সম্মেলন
সারা ভারত মহিলা সমিতির জেলা সম্মেলন শুরু হল খড়্গপুরে। মঙ্গলবার শহরের রবীন্দ্র ইনস্টিটিউটে এই সম্মেলন শুরু হয়। আজ, বুধবার সম্মেলনের শেষ দিন। এখান থেকেই জেলা কমিটি গঠন হবে। সংগঠনের জেলার মোট ৪০০জন প্রতিনিধি যোগ দিয়েছেন।

স্কুলের সুবর্ণজয়ন্তী
বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মোহনপুরের বৈতা মহেন্দ্রনাথ হাইস্কুলের সুবর্ণজয়ন্তী বর্ষের অনুষ্ঠানের সূচনা হল। মঙ্গলবার স্কুল থেকে মোহনপুর ব্লক অফিস পর্যন্ত শোভাযাত্রাটি হয়। ১৯৬৪ সালে স্থাপিত স্কুলে আগামী ২৩ থেকে ২৯ ডিসেম্বর সুবর্ণজয়ন্তীর মূল অনুষ্ঠান হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.