আসছে পুজো |
|
নাম: |
অরণ্য সুন্দরী সর্বজনীন দুর্গোত্সব |
ধাম: |
রাখি বন্দন ক্রীড়া উত্সব কমিটি |
নিবাস: |
ঝাড়গ্রাম শহরের পুরনো ঝাড়গ্রাম শ্মশান কালী মন্দির মোড়ের কাছে প্রধান রাস্তার ধারে। |
বয়স: |
তিন বছরে পড়ল |
বিশেষত্ব: |
এবারের থিম ‘উন্নয়নের পথে জঙ্গলমহলের গ্রাম’। মণ্ডপে ফুটিয়ে তোলা হবে আস্ত একখানি গ্রাম।
গ্রামের মাঝে গরাম থানে আদিশক্তিরূপা দেবীর অধিষ্ঠান। |
নজর কাড়বে: |
সজল ধারা প্রকল্প। পুজোর চার দিন থাকবে আদিবাসী লোক সংস্কৃতির অনুষ্ঠান। |
|
নাম: |
অভিযাত্রী সর্বজনীন দুর্গোত্সব |
ধাম: |
সাউথ ডেভেলপমেন্ট পুজো কমিটি |
বয়স: |
চুয়াল্লিশ বছরে পড়ল |
নিবাস: |
স্টেশন থেকে রিক্সায় সরাসরি বা সালুয়াগামী অটোয় ঝাপেটাপুর মোড়ে
পৌঁছে কৌশল্যার দিকে দশ মিনিটের হাঁটা পথে পুজো মণ্ডপ। |
বিশেষত্ব: |
ইতালির রোম শহরের জাতীয় স্মৃতি সৌধের আদলে মণ্ডপ।
সমগ্র মণ্ডপটিতে থার্মোকলের সাহায্যে ইতালীয় স্থাপত্য ফুটিয়ে তোলা হবে। |
নজর কাড়বে: |
অজন্তা ইলোরার ভাস্কর্যের আদলে মুক্তরাঙা প্রতিমা নজর কাড়বে। |