সারদা-কাণ্ড |
জেলায় ক্ষতিপূরণ সাড়ে ৬ হাজার আমানতকারীকে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সারদা-কাণ্ডে ক্ষতিগ্রস্ত পশ্চিম মেদিনীপুরের আরও ৬ হাজার ৫৯৭ জন আমানতকারী ক্ষতিপূরণ পেতে চলেছেন। পুজোর আগেই এঁদের ক্ষতিপূরণের অর্থ দেওয়ার চেষ্টা চলছে।
শ্যামল সেন কমিশন ঝাড়াই-বাছাই করে ক্ষতিগ্রস্ত আমানতকারীদের নামের একটি তালিকা পাঠিয়েছে জেলায়। সেখানেই ৬ হাজার ৫৯৭ জনের নাম রয়েছে। নাম ছাড়াও আছে ঠিকানা, অভিযোগের নম্বর, পলিসি নম্বর প্রভৃতি। এ বার তালিকা যাচাই করে ক্ষতিগ্রস্তদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলানোর ব্যবস্থা করা হবে। ইতিমধ্যে জেলা থেকে তালিকা পাঠানো হয়েছে প্রতিটি থানায়। তালিকা দেখতে থানায় থানায় আমানতকারীরা ভিড় করছেন। দেখে নিচ্ছেন, তালিকায় তাঁদের নাম রয়েছে কি না। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, “শ্যামল সেন কমিশনের একটি তালিকা এসেছে। সরকার চাইছে, পুজোর আগেই এই সংখ্যক আমানতকারীর হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দিতে। জেলায় সেই মতো উদ্যোগ শুরু হয়েছে।” |
|
ক্ষতিপূরণের জন্য তমলুক থানায় ভিড় সারদার আমানতকারীদের। ছবি: পার্থপ্রতিম দাস। |
সারদা কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে শোরগোল পড়েছিল। এই সংস্থায় অর্থ লগ্নি করে বহু মানুষ ক্ষতিগ্রস্ত হন। টাকা ফেরতের দাবিতে বিভিন্ন এলাকায় বিক্ষোভ হয়। পরিস্থিতি দেখে কমিশন গঠন করে রাজ্য সরকার। কমিশনের চেয়ারম্যান হন বিচারপতি শ্যামল সেন। মাস খানেক আগে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সারদা-কাণ্ডে ক্ষতিগ্রস্তদের টাকা ফিরিয়ে দিতে ৫০০ কোটি টাকার তহবিল তৈরি করবে সরকার। এই তহবিলের ১৫০ কোটি টাকা আসবে তামাকজাত দ্রব্যের উপর বসানো কর থেকে। ইতিমধ্যে সেই কর বসানো হয়েছে।
সারদা কাণ্ডে ক্ষতিপূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করেছে অর্থ দফতর। ওই বিজ্ঞপ্তির প্রতিলিপি জেলায় জেলায় পাঠানো হয়েছে। রাজ্য সরকার চাইছে, পুজোর আগেই সারদা গোষ্ঠীর ক্ষতিগ্রস্ত এক লক্ষ আমানতকারীর হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দিতে। সোমবার কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এক কর্মসূচির আয়োজন করা হয়। যেখানে ৯০০- রও বেশি ক্ষতিগ্রস্ত আমানতকারীর হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির জন্য জেলায় একটি তালিকা এসেছিল। যে তালিকায় পশ্চিম মেদিনীপুরের ৪৮ জনের নাম ছিল। এঁদের মধ্যে ৪২ জন সোমবারের ওই কর্মসূচিতে যোগদান করেন। যাঁরা ১০ হাজার টাকা কিংবা তাঁর কম লগ্নি করেছিলেন, টাকা ফিরিয়ে দেওয়ার জন্য প্রাথমিক ভাবে তাঁদেরই বেছে নেওয়া হয়েছে। জানা গিয়েছে, এ বার জেলায় জেলায় জোর কদমে ক্ষতিপূরণের টাকা বিলি শুরু হয়ে যাবে। তার প্রস্তুতি চলছে। জেলাশাসকের দফতরে ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দেওয়া হবে। পরে জেলা প্রশাসন ক্ষতিপূরণের ওই টাকা আমানতকারীদের ফিরিয়ে দেবে। |
পুরনো খবর: সারদা কাণ্ডে ক্ষতিপূরণ পাবেন পশ্চিমের ৪৮ জন
|
|