টুকরো খবর |
গোপাল দাসই উপ-পুরপ্রধান
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
|
শপথ নিচ্ছেন হলদিয়ার উপ-পুর প্রধান। |
প্রত্যাশামতোই হলদিয়া পুরসভার উপ-পুরপ্রধান পদে গোপালচন্দ্র দাসের নাম নির্বাচিত হল। পেশায় আইনজীবী গোপালবাবু ২৪ নম্বর ওয়ার্ড থেকে সিপিএমের প্রতীকেই জিতেছিলেন। গত ২০ সেপ্টেম্বর তলবি সভায় যে তিন জন বাম কাউন্সিলার তমালিকা পণ্ডা শেঠের বিরুদ্ধে ভোট দিয়েছিলেন তার মধ্যে গোপালবাবু অন্যতম। তবে পুর-পারিষদের চারটি পদে এখনও কাউকে মনোনীত করা হয়নি। পুরপ্রধান দেবপ্রসাদ মণ্ডল বলেন, “আগামী ৭ অক্টোবর ওই পদগুলি পূরণ করা হবে। তবে সে বিষয়ে এখনও দলীয়ভাবে সিদ্ধান্ত হয়নি।” তৃণমূল সূত্রে খবর, পুর পারিষদ পদে জায়গা পেতে পারেন তৃণমূলকে সমর্থনকারী সিপিএম কাউন্সিলার বিকাশ জানা। পুর পারিষদ পদে গুরুত্বপূর্ণ বিভাগ পেতে পারেন তৃণমূলের স্বপন নস্করও। তবে এখনও বিরোধী দলনেতা কে হবেন তা পুরপ্রধানকে জানায়নি সিপিএম। সিপিএমের হলদিয়া জোনাল কমিটির সম্পাদক সুদর্শন মান্না বলেন, “এ বিষয়ে দলে এখনও সিদ্ধান্ত হয়নি।” দেবপ্রসাদবাবু বলেন, “পুজোর ছুটির পর থেকে জোড়দারভাবে উন্নয়নের কাজ শুরু করা হবে।”
|
মহিলাদের স্বনির্ভরতায় ঠোঙা-ব্যাগ তৈরির যন্ত্র
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
‘সারদাপল্লি বিকাশ প্রকল্পে’র আওতায় সেলাই, উল বোনা, ঠোঙা তৈরি ও নাইলনের ব্যাগ তৈরির প্রশিক্ষণপ্রাপ্ত ঝাড়গ্রামের ১০৪জন মহিলাকে শংসাপত্র দেওয়া হল। রবিবার বিকেলে ঝাড়গ্রাম শহরের বাছুরডোবায় রামকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ওই মহিলাদের হাতে শংসাপত্র তুলে দেন মেদিনীপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী শ্রুতিসারানন্দ ও ঝাড়গ্রামের বিডিও অনির্বাণ বসু। তিনজন দুঃস্থ মহিলাকে বিনামূল্যে সেলাই মেশিন ও উলবোনা মেশিন দেওয়া হয়। ২০১১ সালের জুন মাসে মেদিনীপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের পরিচালনায় এবং ঝাড়গ্রাম রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র ও সেবা সমিতির সহযোগিতায় ঝাড়গ্রামের দুঃস্থ মহিলাদের সেলাই, উল বোনা, ঠোঙা তৈরি ও নাইলনের ব্যাগ তৈরির প্রশিক্ষণ দেওয়া শুরু হয়। স্বামী বিবেকানন্দের সার্ধশতবর্ষের জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে ভারত সরকারের অর্থানুকুল্যে এবং রামকৃষ্ণ মিশন বেলুড় মঠের উদ্যোগে অনুন্নত মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে ‘সারদাপল্লি বিকাশ প্রকল্প’টি চালু হয়। ঝাড়গ্রাম রামকৃষ্ণ কথামৃত পাঠচক্র ও সেবা সমিতির সম্পাদক নিত্যরঞ্জন দাস জানান, প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের নিয়ে গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর মন্দির প্রাঙ্গণে এক বিশেষ শিবিরের আয়োজন করা হয়। প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা কীভাবে স্বনির্ভর হবেন, সে বিষয়ে শিবিরে পরামর্শ দেন ঝাড়গ্রামের পুরপ্রধান প্রদীপ সরকার ও ঝাড়গ্রাম ব্লক শিল্প আধিকারিক প্রসূনকুমার ঘোষ।
|
চুক্তিতে শিক্ষক নিয়োগ, প্রতিবাদে ডিওয়াইএফ
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
রাজ্যের উচ্চমাধ্যমিক স্কুলগুলোয় চুক্তির ভিত্তিতে দেড় হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, তার প্রতিবাদে সোমবার মেদিনীপুরে জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সংঙ্ঘমিত্র মাকুড়ের দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচি করে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফ। পরে পরিদর্শককে স্মারকলিপিও দেওয়া হয়। নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক দিলীপ সাউ। এ দিন মেদিনীপুর রেল স্টেশনের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিল জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরের সামনে আসার পর শুরু হয় বিক্ষোভ। সিপিএমের যুব সংগঠন রাজ্য জুড়েই এই কর্মসূচি পালন করেছে গত ২৬ সেপ্টেম্বর। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের জন্য মেদিনীপুরে কর্মসূচি পিছিয়ে দেয় ডিওয়াইএফ। মুখ্যমন্ত্রী অবশ্য মেদিনীপুরে আসেননি। ঝাড়গ্রামে বৈঠক করেন।
|
কাঁথির দুটি স্কুলে জয়ী সিপিএম
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
অভিভাবক প্রতিনিধি নির্বাচনে কাঁথির দুটি স্কুলে জিতলেন সিপিএম সমর্থিতরা। রবিবার কাঁথি ৩ ব্লকের বহিত্রকুণ্ডা হাইস্কুল ও নাচিন্দা বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে সব আসনেই জয়ী হন তাঁরা। এই স্কুলে পরিচালন সমিতি তৃণমূলের দখলে ছিল। তৃণমূলের ব্লক সভাপতি সমরেশ দাস বলেন, “বহিত্রকুণ্ডায় আমাদের হার অপ্রত্যাশিত। কেন এই হার হল খতিয়ে দেখা হবে। তবে, নাচিন্দা বালিকা বিদ্যালয় বারবরই সিপিইমের দখলে ছিল।” সিপিএমের জোনাল সম্পাদক কালীপদ শীট দলের জয় প্রসঙ্গে বলেন, “তৃণমূলের আমলে সর্বত্র নৈরাজ্য শুরু হয়েছে। শিক্ষাক্ষেত্রও তার ব্যতিক্রম নয়। তাই অভিভাবকরা আমাদের পক্ষে রায় দিয়েছেন।” দেশপ্রাণ ব্লকের অযোধ্যাপুর হাইস্কুল ও রামনগর ২ ব্লকের দেপাল বাণেশ্বর চারুবালা বিদ্যামন্দিরে সবক’টি আসনে জয়ী হন তৃণমূল সমর্থিত প্রার্থীরা।
|
মানস আজ বেলপাহাড়িতে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
আজ, মঙ্গলবার বেলপাহাড়িতে দলীয় এক কর্মসূচিতে যোগ দিতে আসছেন প্রদেশ কংগ্রেস নেতা মানস ভুঁইয়া, অসিত মিত্র, কৃষ্ণা দেবনাথ প্রমুখ নেতা-নেত্রীরা। জেলা কংগ্রেসের সহ-সভাপতি সুব্রত ভট্টাচার্য এই খবর দিয়ে জানান, মঙ্গলবার বেলপাহাড়ির একটি ভিডিও হলে এক দলীয় কনভেনশন ডাকা হয়েছে। সেখানে মানসবাবু ও অসিতবাবুদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের কয়েকশো কর্মী কংগ্রেসে যোগ দেবেন। বেলপাহাড়িতে গ্রাম পঞ্চায়েত স্তরে মাত্র চারটি আসন পেয়েছে কংগ্রেস। বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতির মাত্র ১টি আসনে জেতেন সুব্রতবাবু নিজে। তাই পঞ্চায়েত নির্বাচনের ভরাডুবি কাটিয়ে লোকসভা ভোটের আগে নতুন করে ঘর গোছাতে চাইছে কংগ্রেস।
|
তৃণমূলের জয়
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পূর্ব মেদিনীপুরে জয়ের ধারা বজায় রেখে কোলাঘাট, নন্দকুমার ও চণ্ডীপুর ব্লকের বিভিন্ন স্কুল পরিচালন সমিতির নির্বাচনে জয়লাভ করল তৃণমূল। রবিবার কোলাঘাটের কোলা ইউনিয়ন হাইস্কুল, শুলনী হাইস্কুল ও চণ্ডীপুর ব্লকের উড়উড়ি জগন্নাথ স্মৃতি বিদ্যাপীঠের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে বাম প্রার্থীদের হারিয়ে ছ’টি আসনেই জয়ী হল তৃণমূল। এ ছাড়া কোলাঘাটের জফুলি হাইস্কুল ও নন্দকুমারের চিঙ্গুড়দোনা হাইস্কুলের নির্বাচনে পরিচালন সমিতির পাঁচটি আসনে তৃণমূল ও একটি আসনে বাম প্রার্থীরা জিতেছে। অন্য দিকে, চণ্ডীপুর ব্লকের নন্দপুর বালিকা বিদ্যালয়ে পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল।
|
বিদ্যুৎ মেলা
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
গ্রাহকদের বিভিন্ন বিষয় নিয়ে সচেতন করতে বিদ্যুৎ পরিষেবা মেলার আয়োজন হল তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের বিদ্যুৎ বন্টন দফতরের রাজ্য অফিসে। সোমবার ওই মেলায় নতুন বিদ্যুৎ সংযোগ, গ্রাহকদের বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনার জন্য গ্রাহকদের মুখোমুখি হন বিদ্যুৎ দফতরের আধিকারিকরা। মেলায় ব্লকের প্রায় একশো বিদ্যুৎ গ্রাহক উপস্থিত ছিলেন।
|
হরিসভার বৃদ্ধাশ্রম
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
শহরে ‘চতুরাশ্রম’ নামে বৃদ্ধাশ্রম চালু করল শতাব্দী প্রাচীন সমাজসেবা মূলক সংগঠন হরিসভা। রবিবার সাংবাদিক সম্মেলনে এ কথা জানান হরিসভা পরিচালন কমিটির সম্পাদক হৃষিকেশ সাহু। সংস্থার সহ-সভাপতি প্রশান্ত প্রামাণিক জানান, “হরিসভার নিজস্ব জায়গাতেই অবসরপ্রাপ্ত বিচারপতি সনৎকুমার মাইতি ও অণিমা মাইতির অর্থসাহায্যে বৃদ্ধাসটি তৈরি হয়েছে।”
|
গ্রেফতার চার |
কাঁথির বাইপাস রোডের ধারে এক হোটেলে মধুচক্রে হানা দিয়ে রবিবার এক মহিলা-সহ চার জনকে ধরল কাঁথি থানার পুলিশ। এসডিপিও ইন্দ্রজিৎ বসু জানান, শহরের হোটেল ও লজগুলিতে দেহ ব্যবসা বন্ধে নজরদারি চলছে। |
|