|
|
|
|
কঙ্কাল মামলায় পুলিশহাজত তপনের |
নিজস্ব সংবাদদাতা • তমলুক ও মেদিনীপুর |
এ বার গোয়ালতোড়ের এক কঙ্কাল মামলায় পুলিশি হেফাজত হল গড়বেতার সিপিএম নেতা তপন ঘোষের। সোমবার মেদিনীপুর সিজেএম আদালতে তপনকে হাজির করা হলে পুলিশ তাঁকে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করে। আদালত ৬ দিনের জন্য ওই আবেদন মঞ্জুর করে। আগামী ৫ অক্টোবর ফের মেদিনীপুর সিজেএম আদালতে হাজির করা হবে গড়বেতার এই সিপিএম নেতাকে।
রাজ্যে পালাবদলের পর পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকা থেকে মাটি খুঁড়ে হাড়গোড় উদ্ধার হয়। ২০১১ সালের ২৯ অগস্ট গোয়ালতোড়ের পেরুয়াবাঁধ থেকেও মাটি খুঁড়ে মাথার খুলি সহ কিছু হাড়গোড় মেলে। ২০০৯ সালের ২৬ ডিসেম্বর থেকে নিখোঁজ রয়েছেন সাধন মণ্ডল নামে এক তৃণমূল কর্মী। পেরুয়াবাঁধে হাড়গোড় উদ্ধারের পর ওই তৃণমূল কর্মীর পরিবার দাবি করে, উদ্ধার হওয়া হাড়গোড়ের মধ্যে সাধনবাবুর দেহাবশেষ রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্তও শুরু করে। পুলিশে ১৭ জনের নামে অভিযোগ জানানো হয়। অভিযুক্তদের মধ্যে ছিলেন তপন ঘোষ। সরকারপক্ষের আইনজীবী বলেন, “গোয়ালতোড়ের এক মামলায় তপন ঘোষকে ৫ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ হয়।”
অন্য দিকে, নন্দীগ্রাম নিখোঁজ মামলায় তপন ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে চেয়ে জেলা আদালতে আবেদন করল সিআইডি। এখন গোয়ালতোড় কঙ্কাল মামলার জিজ্ঞাসাবাদের জন্য ওই থানার পুলিশের হেফাজতে রয়েছে তপন ঘোষ। ফলে এ দিন পূর্ব মেদিনীপুর জেলা আদালতে সিআইডি’র আবেদন নিয়ে শুনানি হয়নি। ওই শুনানির জন্য জেলা ও দায়রা বিচারক মধুমতি মিত্র অভিযুক্ত তপন ঘোষকে আগামী ৩ অক্টোবর আদালতে হাজির করার নির্দেশ দেন। |
|
|
|
|
|