তাঁর নায়ক সচিন তেন্ডুলকরের অবসরের কথা ভাবতেই পারছেন না বিরাট কোহলি। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট বলেন, “সচিন ভারতের হয়ে আর মাঠে নামবে না ভাবলেই ভয় লাগে। সচিনের অবসর সারা দেশের জন্য ভীষণই কঠিন একটা ব্যাপার। জানি না এই ব্যাপারটা নিয়ে কী বলব। জানি না গোটা দেশ কী অনুভব করে। এমনকী সচিন নিজেও কী অনুভব করে সেটা আমার অজানা। হয়তো সেই সময় আমি কেঁদেই ফেলব।” পাশাপাশি দুই সতীর্থ বীরেন্দ্র সহবাগ আর গৌতম গম্ভীরের জাতীয় দল থেকে বাদ পড়া নিয়েও হতাশ কোহলি। “ভারতের হয়ে সহবাগ আর গম্ভীর খেলছে না ভাবলেই কী রকম অদ্ভূত লাগে,” বলেন দিল্লির তারকা ব্যাটসম্যান।
আইপিএল কেলেঙ্কারি নিয়ে এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার কোনও ক্রিকেটারের বক্তব্য সে ভাবে সামনে আসেনি। বিরাট কিন্তু বলে দিলেন, “আইপিএল কেলেঙ্কারিতে ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি ধাক্কা খেয়েছে। এ রকম কেলেঙ্কারিতে তিন ভারতীয় ক্রিকেটার যুক্ত শুনে খুব খারাপ লেগেছে।” তবে ভারতীয় ক্রিকেট যে এই বিতর্কে মোটেই ভেঙে পড়েনি সেই জবাবটা মাঠেই টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা দিয়েছেন বলে মনে করেন বিরাট। বলেন, “আইপিএল কেলেঙ্কারিতে ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হওয়ার জবাব চ্যাম্পিয়ন্স ট্রফি জয়। আমরা যে ভাবে খেলেছি সেটাই মোক্ষম জবাব। মাঠের বাইরের বিতর্ক নিয়ে আমরা ড্রেসিংরুমে কথা বলি না। আমাদের ফোকাস সব সময়ই থাকে ভাল ক্রিকেট খেলার উপর।” পাশাপাশি নয়াদিল্লিতে এ দিন একটি অনুষ্ঠানে বিরাট দক্ষিণ আফ্রিকা সফর ভারতের জন্য গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন। “দক্ষিণ আফ্রিকা সফরের দিকে আমরা তাকিয়ে রয়েছি। এই দলটার মান বিচার করতে এই সফরটা গুরুত্বপূর্ণ। আশা করছি ওখানে কয়েকটা ম্যাচ পাব,” বলেন তিনি।
|