শ্রীনিকে এ বার হাসির বাউন্সার |
‘গুরুনাথ আমাদের টিমটা চালাতেন’ |
চেতন নারুলা • নয়াদিল্লি |
চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির শেষ সপ্তাহেও স্পটলাইটে চেন্নাই সুপার কিংস। তবে শুধু পারফরম্যান্সের জন্য নয়!
দু’বার আইপিএল চ্যাম্পিয়ন। তিন বারের রানার্স। ২০১০ চ্যাম্পিয়ন্স লিগ সেরা। মহেন্দ্র সিংহ ধোনির দলের পিছনে সাফল্যের লম্বা লিস্ট। তবে এ বার কিন্তু চেন্নাইয়ের প্রচারের আলোয় থাকার পিছনে শুধু সাফল্য নয়, বিতর্কও রয়েছে। দলের মালিক আর ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট এন শ্রীনিবাসন নির্বাচনে জিতেও ক্ষমতায় আসার জন্য সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে। এর মধ্যে আবার নতুন করে বিতর্ক চেন্নাইয়ের সিনিয়র ক্রিকেটার মাইক হাসির দাবি নিয়ে। শ্রীনিবাসন আগেই বলেছিলেন গুরুনাথ মইয়াপ্পন চেন্নাই টিমের সঙ্গে কোনও ভাবে যুক্ত নন। তিনি শুধু একজন ‘ক্রিকেট উৎসাহী’। কিন্তু প্রাক্তন অস্ট্রেলীয় তারকা তাঁর বই ‘আন্ডারনিথ দ্য সাদার্ন ক্রস’-এ লিখেছেন, সুপার কিংসের পরিচালনার দায়িত্ব ছিল গুরুনাথ মইয়াপ্পনের উপরই। “আমাদের টিমের মালিক ইন্ডিয়া সিমেন্টস। যার প্রধান মি. শ্রীনিবাসন। তিনি আবার বিসিসিআইয়ে আছেন বলে টিমের ভার ছেড়ে দিয়েছিলেন তাঁর জামাই গুরুনাথের হাতে। আমাদের কোচ কেপলার ওয়েসেলসের সঙ্গে গুরুনাথই টিম চালাতেন,” নতুন বইয়ে দাবি হাসির। যিনি এই মুহূর্তে সিএসকে-র সঙ্গে প্রস্তুতিতে ব্যস্ত আগামিকাল গ্রুপের শেষ ম্যাচ নিয়ে। আইপিএল সিক্সে স্পট ফিক্সিং মামলায় গুরুনাথ-সহ ২১ অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ চার্জশিট দেওয়ায় হাসির এই দাবি বোর্ড প্রেসিডেন্টকে নতুন সমস্যায় ঠেলে দেবে কি না সেটাই এখন দেখার।আবার চেন্নাই সুপার কিংসকে দেখে কিন্তু মনেই হবে না এই টিমটাকে নিয়ে এত ঝড় বয়ে যাচ্ছে। পাঁচ মাস আগে এ রকমই পরিস্থিতিতে আইপিএল সিক্সের ফাইনালে উঠেছিল ধোনিরা। শেষ রক্ষা যদিও হয়নি। ইডেনে ফাইনালটা সচিন তেন্ডুলকরের টিমের কাছে হারে চেন্নাই। কিন্তু সেই ব্যর্থতার কোনও চিহ্ন এ বারের চ্যাম্পিয়ন্স লিগে নেই। দিল্লিতে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিরুদ্ধে শেষ গ্রুপ ম্যাচে নামার আগেই ধোনিরা কিন্তু সেমিফাইনালে উঠে গিয়েছেন। |
|
ধোনিকে নিয়ে গুরু। সিএসকে-র ড্রেসিংরুম।—ফাইল চিত্র। |
কেন এই সাফল্য? টিমের দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস দিলেন জবাবটা। “উত্তরটা খুবই সহজ। ভারতের সেরা প্রতিভারা টিমে রয়েছে। দুরন্ত কোচিং স্টাফ। যাঁরা মাটিতে পা ফেলে চলতে জানেন। টিমের কী লক্ষ্য সেটা খুব সহজ করে তুলে ধরেন। তাই চেন্নাইয়ের ক্রিকেট কথা বলে,” বলেন মরিস। সঙ্গে তিনি যোগ করেন, “বিশ্বের অন্যতম সেরা ক্যাপ্টেন ধোনি তো আছেই। শুধু এ দেশেরই নয়, বিভিন্ন দেশের এমন অনেক তরুণ ক্রিকেটার আছে যাদের আদর্শ ধোনিই। পরিস্থিতি অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়ার অসাধারণ ক্ষমতা। একই সঙ্গে দুর্দান্ত প্লেয়ারও ও। সামনে থেকে নেতৃত্ব দেয়। চাপের মুখে ধোনির মতো এত নিখুঁত ভাবে সব কিছু সামলাতে আমি অন্য কাউকে দেখিনি। অশ্বিন, রায়নারাও দারুণ ক্রিকেটার। এ রকম সব প্লেয়ার থাকলে ভারত যে ওয়ান ডে আর টি-টোয়েন্টিতে বিশ্বসেরা হবে, এতে আর আশ্চর্য কী?”
|
হাসিকে হাতিয়ার বানাতে চান আদিত্য
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শ্রীনিবাসনকে কোনঠাসা করতে আর একটি অস্ত্র পেয়ে গেলেন আদিত্য বর্মা। বিহার ক্রিকেট সংস্থার সচিব পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, গুরুনাথ মইয়াপ্পানকে নিয়ে সত্যি কথাটা বলে দিয়েছেন মাইক হাসি। এবং হাসির লিখিত এই বক্তব্যকে আদালতে পেশ করতে তৈরি তাঁরা। শ্রীনিবাসন বনাম বিহার ক্রিকেট সংস্থার মামলার পরবর্তী শুনানির তারিখ পড়েছে ৭ অক্টোবর। আদিত্য মঙ্গলবার ফোনে বললেন, “শ্রীনিবাসনের হয়ে গলা ফাটানোর লোকের তো অভাব নেই। কিন্তু হাসির মতো ক্রিকেটারও আছে, যারা সত্যি কথাটা বলতে ভয় পায় না। শ্রীনিবাসন তো বলেছিল, ওর জামাইয়ের সঙ্গে সিএসকে-র কোনও সম্পর্ক নেই। হাসি তো হাঁটে হাড়ি ভেঙে দিল। এ বার কী হবে? আমরা পরবর্তী শুনানির দিন সুপ্রিম কোর্টের কাছে হাসির এই বক্তব্য পেশ করব।”
|
পুরনো খবর: দাউদের নির্দেশেই চলছিলেন শ্রীসন্তরা, কোর্টে দাবি পুলিশের |
|