চ্যাম্পিয়ন্স লিগ মহাযুদ্ধের প্রাক্কালে অস্বস্তির ছবি ইউরোপের ‘হেভিওয়েট’ ক্লাবগুলোয়।
কেউ চোটের সমস্যায় নাজেহাল। কোথাও ধারাবাহিকতা বজায় রাখার লড়াই। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় গ্রুপ ম্যাচের আগে ঠিক এই অবস্থায় ইউরোপের দুই প্রধান বার্সেলোনা ও চেলসি।
সেল্টিক পার্কের মাঠে সেল্টিক বনাম বার্সেলোনা ম্যাচের আগে জেরার্ডো মার্টিনোর মাথাব্যথার অন্যতম কারণ দলের মহাতারকা লিওনেল মেসির না থাকা। ডান উরুতে চোট পেয়ে প্রায় তিন সপ্তাহ বাইরে তিনি। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর অ্যান্ডোনি জুবিজারেত্তা বলছেন, “বিশ্বের সেরা ফুটবলারকে ছেড়ে খেলা অবশ্যই খুব ভাল একটা জিনিস নয়। কিন্তু বার্সা কারও একক দক্ষতার উপর নির্ভরশীল নয়। দলে আরও ভাল ফুটবলার আছে যারা জেতার ক্ষমতা রাখে।” |
গত বার চ্যাম্পিয়ন্স লিগে বার্সাকে ২-১ হারিয়ে ইউরোপ জুড়ে সারা ফেলে দিয়েছিল সেল্টিক। এ বছর তাই স্কটিশ চ্যাম্পিয়নদের হালকা ভাবে নিচ্ছে না বার্সেলোনা। দলের অন্যতম অস্ত্র আন্দ্রে ইনিয়েস্তা আগেই বলেছিলেন, “সেল্টিকের ঘরের মাঠে গিয়ে খেলা খুব সহজ না। তার উপর আগের বার আমাদের হারিয়ে ওদের আত্মবিশ্বাস অনেক বেশি।” মেসি ছাড়াই একুশ জনের দল এ দিন ঘোষণা করেন মার্টিনো। যে দলে নেইমার, ইনিয়েস্তা, জাভি ছাড়াও রয়েছেন বার্সেলোনা ‘বি’ দলের গোমেজ ও প্যাট্রিক।
অন্য দিকে, প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে বাসেলের কাছে অপ্রত্যাশিত হারের পরে ঘুরে দাঁড়ানোর লড়াই হোসে মোরিনহোর চেলসির সামনে। মঙ্গলবার রাতে স্টোয়া বুখারেস্টের বিরুদ্ধে লড়াইয়ের আগে বেশ সতর্ক ল্যাম্পার্ড-টেরিরা। গত বছর আবার ইউরোপা লিগের শেষ ষোলোয় এই স্টোয়ার কাছেই ০-১ হারে চেলসি। “শেষ মরসুমে ওদের মাঠে আমরা হেরেছিলাম। কিন্তু এই ম্যাচ জিততেই হবে,” বলছেন খুয়ান মাতা। যদিও চোটের জন্য ম্যাচে নেই এডেন হ্যাজার্ড ও মার্কো ফান গিনকেল। |
পাশাপাশি নাপোলি-আর্সেনাল ম্যাচে ঘটতে চলেছে ‘রিয়াল-রিইউনিয়ন’। যখন আর্সেনাল তারকা মেসুট ওজিল খেলবেন তাঁর প্রাক্তন রিয়াল সতীর্থ ইগুয়াইন, ক্যালোহন ও আলবিওলের বিরুদ্ধে। যাঁরা এখন নাপোলির প্রথম দলের অস্ত্র।
|