ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ‘চোজেন ওয়ান’ তিনি। তবুও স্যর অ্যালেক্স ফার্গুসনের উত্তরসূরি হওয়ার চাপ স্পষ্ট অনুভব করছেন ডেভিড মোয়েস। প্রিমিয়ার লিগের প্রথম ছ’টা ম্যাচের মধ্যে তিনটে হেরে খেতাব জেতার লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখা রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের কাছে।
একে তো টিমের এই হাল। তার উপর আবার কোচ নিজে ভোকাল টনিক জোগানোর বদলে মিডিয়ায় বলে দিচ্ছেন, এই ম্যাঞ্চেস্টারে রসদই নেই চ্যাম্পিয়ন্স লিগ জেতার। সব মিলিয়ে ফার্গুসন সরে যাওয়ার পর ডামাডোলের ছবিটা ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে ম্যাঞ্চেস্টারে। ওয়েস্ট ব্রমের সঙ্গে অপ্রত্যাশিত হারের চব্বিশ ঘণ্টার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ জেতার আশা কার্যত উড়িয়ে দিয়ে মোয়েস বলেন, “চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য চার বা পাঁচটা বিশ্বমানের ফুটবলার লাগে। যা এই দলে নেই।” দলবদলের বাজারে ফাব্রেগাস, আলকান্তারা-র মতো তারকাকে সই করাতে চাইলেও, শেষ পর্যন্ত শুধুমাত্র সই করেন এভার্টনের মারুয়ান ফেলাইনি।
বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দনেস্কের সঙ্গে ম্যাচের আগে নিজের ফুটবলারদের তীব্র কটাক্ষ করে মোয়েস আরও যোগ করেন, “বায়ার্ন মিউনিখ বা বার্সেলোনার মতো দলগুলো-কে দেখুন। কত ভাল ভাল ফুটবলার আছে। রিয়াল মাদ্রিদেও এখন বিশ্বমানের সব ফুটবলার। সেই তুলনায় আমাদের দলে অভিজ্ঞতা ছাড়া কিছুই নেই।”
১৯৭৮ সালের পরে শনিবার প্রথম ঘরের মাঠে ওয়েস্ট ব্রমের কাছে হারে ম্যান ইউ। সেই ম্যাচ নিয়ে মোয়েস বলেন, “আমার দল মোটেই জেতার মতো খেলেনি। ওয়েস্ট ব্রমই যোগ্য দল ছিল। ভাল খেলেই ওরা তিন পয়েন্ট পেয়েছে।” সঙ্গে মোয়েস আরও বলেন, “প্রতিআক্রমণে সব সময় ভয়ঙ্কর লাগছিল ওয়েস্ট ব্রমকে। বিশেষ করে দ্বিতীয়ার্ধে আরও ভাল খেলে ওরা।”
পাশাপাশি ম্যান ইউ-র সঙ্গে হেরে ক্যাপিটাল ওয়ান কাপ থেকে ছিটকে যাওয়ার পর রবিবার ফের জয়ের মুখ দেখল স্টিভন জেরারের লিভারপুল। প্রিমিয়ার লিগের লড়াইয়ে সান্ডারল্যান্ডকে ৩-১ হারিয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে উঠল লিভারপুল। লুইস সুয়ারেজের জোড়া গোলের সৌজন্যে। |