অস্বস্তিতে স্প্যানিশ আর্মাডা
প্রায় তিন সপ্তাহ মেসিহীন বার্সেলোনা
চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের বিরুদ্ধে বদলার ম্যাচ। কিন্তু তার আগে সমস্যায় বার্সেলোনা। উরুতে চোট লাগায় লিওনেল মেসি দু’ থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে। নতুন মরসুমে শনিবার নিজের ১১ নম্বর গোল করার কিছুক্ষণ পরই মাঠ ছাড়তে বাধ্য হন এলএম টেন। বার্সেলোনা বিবৃতি দিয়ে জানিয়েছে, “ডান পায়ের উরুতে মেসির সামান্য চোট রয়েছে। রবিবার চিকিৎসকরা পরীক্ষার পর মেসির চোটের ব্যাপারটা নিশ্চিত করেছেন।” কাতালান ক্লাবের পক্ষে আরও জানানো হয়, “আর্জেন্তিনীয় প্লেয়ার দু’ থেকে তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না। তাই চলতি সপ্তাহে বার্সেলোনার দুটো ম্যাচ থেকে তিনি সরে যেতে বাধ্য হলেন। মঙ্গলবার সেল্টিকের বিরুদ্ধে আর শনিবার ন্যু কাম্পে রিয়াল ভালাদোলিদ ম্যাচে।”
শুধু মেসিই নয় ডিফেন্সেও চোট-আঘাতের সমস্যা মরসুমের শুরু থেকে ভোগাচ্ছে বার্সাকে। তার উপর চ্যাম্পিয়ন্স লিগে আবার সেল্টিক কাতালান ক্লাবের শক্ত গাঁট। গত বার গ্লাসগোয় সেল্টিকের কাছে হারতে হয়েছিল। জেভিয়ার মাসচেরানো এ বার শুরু থেকেই ভাল ফর্মে ছিলেন। কিন্তু দিন ক’য়েক আগেই হ্যামস্ট্রিংয়ের চোটে দু’সপ্তাহের জন্য ছিটকে যান। একই অবস্থা ইয়র্দি আলবারও। সেন্ট্রাল ডিফেন্সে বার্সার দীর্ঘ দিনের ভরসা কার্লোস পুয়োলের চোটও এখনও পুরোপুরি সারেনি।
বার্সা শিবিরের মিনি হাসপাতাল হয়ে ওঠার খবরে নিশ্চিত ভাবেই নেইল লেননের সেল্টিকে খুশির হাওয়া। যারা গত বার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ লিগে টোনি ওয়াটের গোলে মেসিদের হারিয়ে চমকে দিয়েছিল। তাই মেসির না থাকাটা টাটা মার্টিনোর টিমকে ভাবাচ্ছে। যার আভাস পাওয়া গেল শনিবারই। আলমেরিয়াকে হারিয়ে লা লিগায় টানা সপ্তম জয় তুলে নিয়ে ক্লাব রেকর্ড স্পর্শ করেন নেইমাররা। ১৯২৮-এ লা লিগা শুরু হওয়ার পর মরসুমের শুরুতেই বার্সার টানা এত ম্যাচ জয়ের নজির ছিল না। এই কারণেই বার্সা মিডফিল্ডার বুস্কেতস বলেন, “পরপর সাতটা ম্যাচ জিতে খুব ভাল লাগছে। কিন্তু এখানেই থেমে গেলে হবে না। এ বার লক্ষ্য পরের ম্যাচগুলোতেও জয়ের ধারা বজায় রাখা।” বুস্কেতসের সঙ্গে একমত জাভি বলেন, “আমাদের খেলার ধরন মোটেই পাল্টায়নি। বল পজেশন রেখেই আমরা খেলে যাব।” আলমেরিয়ার সঙ্গে গোল করে আবার আদ্রিয়ানো বলেন, “যখন খেলি তখন সব সময় চাই ভাল কিছু করতে।” কিন্তু ম্যাচ জয়ের আনন্দের মধ্যেও ঘুরে ফিরে উঠে আসে মেসির চোট পাওয়ার প্রসঙ্গ। ফিকে হয়ে যায় দানি আলভেজদের উৎসব। যদিও মেসিরা লিগ টেবলে একাই দাপট দেখাচ্ছে এমন নয়। দাভিদ ভিয়াদের আটলেটিকো মাদ্রিদও নেইমারদের সঙ্গে যুগ্ম শীর্ষে।
সেল্টিক ম্যাচের পর আবার ২৭ অক্টোবর এল ক্লাসিকো। যে ম্যাচের দিকে তাকিয়ে গোটা বিশ্ব। রোনাল্ডো-বেলের রিয়াল ‘মিসাইল’ কে জবাব দেওয়ার পরীক্ষা ‘বার্সেলোনার বোমা’ মেসি-নেইমারের। তার আগে মার্টিনো পুরো ফিট টিম পাবেন তো? সেটাই এখন ভাবাচ্ছে বার্সা সমর্থকদের।

পুরনো খবর:




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.