ছিলেন রিয়াল মাদ্রিদের সবচেয়ে দামি ‘গালাকটিকো’ গ্যারেথ বেল। ছিলেন গোলমেশিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবুও দিনের শেষে ম্যাচটা স্মরণীয় হয়ে থাকল নিজেদের মাঠে রিয়ালের অপ্রত্যাশিত হারের জন্যই।
শনিবার লা লিগার ‘মাদ্রিদ ডার্বির’ লড়াইয়ে শেষ হাসি হাসল আটলেটিকো মাদ্রিদ। দিয়েগো কোস্তার গোলের সৌজন্যে বের্নাবাও মাঠে রিয়াল মাদ্রিদকে ১-০ হারাল আটলেটিকো। বের্নাবাও অভিষেকের দিনে দলকে হারের মুখ থেকে বাঁচাতে পারলেন না বেল। যে কারণে সাত ম্যাচ খেলে লিগ টেবলের তৃতীয় স্থানে থাকল রিয়াল।
চোট সারিয়ে প্রথম দলে ফিরলেও, রিজার্ভে বেঞ্চে বেলকে রেখে রোনাল্ডো ও বেঞ্জিমাকে নিয়েই প্রথম দল সাজান কার্লো আন্সেলোত্তি। প্রথমার্ধের শুরুতেই আটলেটিকো-র দুর্বল রক্ষণ নাজেহাল করতে থাকে রোনাল্ডোর দল। কিন্তু দিয়েগো কোস্তার ডান পায়ের নিঁখুত শটে ১-০ এগোয় আটলেটিকো। ম্যাচে গোলের সুযোগ অনেক তৈরি করলেও, সমতা ফেরাতে ব্যর্থ হন রোনাল্ডো-বেঞ্জিমারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়াল সমর্থকদের তুমুল হাততালির মধ্যে দি’মারিয়ার পরিবর্তে মাঠে নামেন বেল। তবুও ম্যাচের ছবি খুব বেশি পাল্টায়নি। রিয়ালের আক্রমণের জবাবে প্রতিআক্রমণে ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করে আটলেটিকো। ম্যাচের শেষের দিকে রোনাল্ডো-মদ্রিচরা শটের পর শট মারতে থাকেন। তবুও ঘরের মাঠে হার বাঁচাতে পারেনি রিয়াল। |
ঘরের মাঠে অভিষেকের দিনে জিততে না পারলেও, ম্যাচের শেষে বেল বলে যান, পরের ম্যাচের দিকে লক্ষ্য করে এখন এগিয়ে চলা উচিত। বলেন, “আজ হারলেও আমাদের লক্ষ্য হওয়া উচিত এই ম্যাচের কথা ভুলে গিয়ে বুধবার চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটা জেতা।” সঙ্গে তিনি যোগ করেন, “খুব কঠিন ম্যাচ ছিল। আটলেটিকো সব দিক দিয়েই চাপে রেখেছিল আমাদের। যদিও বের্নাবাও-এ প্রথম বার খেলা একটা দারুণ অভিজ্ঞতা ছিল।”
বেলের সঙ্গে একমত রিয়াল কোচ আন্সেলোত্তি বলেন, “শুরুতে গোল খাওয়াটাই হারের অন্যতম কারণ ছিল। তবে এই হারটাকে ধরে বসে থাকলে হবে না। পরের ম্যাচে ভাল খেলে জিততে হবে।” পুরো কেরিয়ার বেল লেফটব্যাক ও উইংয়ে খেললেও, এ দিন তাঁকে ডান দিকে খেলান কোচ। স্প্যানিশ প্রচারমাধ্যমে তা নিয়ে বিতর্ক হলেও, আন্সেলোত্তি পরিষ্কার বলেন, “আমি বেলকে ডান দিকেই খেলাব। ওর জন্য দলের ছক পাল্টাব না। আশা করব খুব তাড়াতাড়ি ও নতুন পজিশনে অভ্যস্ত হয়ে যাবে।” |