টুকরো খবর
কোভারম্যান্সের সঙ্গে একমত নন প্রফুল্ল
আই এম জি আরের নতুন লিগে চুক্তিবদ্ধ নবি-সুব্রত পালদের জাতীয় দলে না নেওয়া নিয়ে উইম কোভারম্যান্সের সিদ্ধান্তকে কাযর্ত খারিজ করে দিলেন ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল পটেল। শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে ফেডারেশন প্রেসিডেন্ট বলে দিলেন, “এ বিষয়ে কোভারম্যান্সের সঙ্গে একপ্রস্ত কথা হয়েছে। দরকারে ফেডারেশন কর্তারা জাতীয় কোচকে আবার বোঝাবেন। কোভারম্যান্সের এই ভুল ধারণাটা ভাঙতে হবে। আই লিগে না খেলা ফুটবলাররা ভাল খেললে তারাও জাতীয় দলে ডাক পাবে।” আই লিগকে দেশের প্রধান টুর্নামেন্ট হিসেবে মেনে নিলেও ফুটবলের বাণিজ্যিক প্রসারের জন্য আইএমজি লিগকেই বেশি গুরুত্ব দিচ্ছেন প্রফুল্ল। বললেন, “আই লিগই দেশের প্রধান টুর্নামেন্ট। সামনের বছর আরও বেশি দল নিয়ে বড় করে আই লিগ করার পরিকল্পনা রয়েছে। তবে ফুটবলের বাণিজ্যকরণের জন্য আইএমজি লিগের মতো টুর্নামেন্টের দরকার। এখানে যারা সই করেছে, তাদের আর্থিক সমস্যা হবে না।” পাশাপাশি তিনি জানিয়েছেন, নতুন লিগের জন্য ফুটবলারদের নিলাম কিছু দিনের মধ্যেই হবে।

চ্যালেঞ্জারের প্রথম ম্যাচ পণ্ড বৃষ্টিতে
বৃষ্টির দাপটে ভেস্তে গেল স্নেহাংশু আচার্য চ্যালেঞ্জার ট্রফির প্রথম ম্যাচ। বাংলা সিনিয়র বনাম বাংলা ‘এ’ দলের ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হলে কী হবে, শুক্র ও শনি দু’দিন মিলিয়ে খেলা হয়েছে বারো ওভারের সামান্য বেশি। যার মধ্যে শনিবার একটা বলও হয়নি। নিয়ম অনুযায়ী দু’দলকে অন্তত ৬০ ওভার করে খেলতে হবে। অর্থাৎ, ১২০ ওভার। যেহেতু মোটে ১২ ওভার খেলা হয়েছে তাই রবিবার রিজার্ভ ডে রেখেও লাভ হল না। কারণ এক দিনে সর্বোচ্চ নব্বই ওভার খেলা যায়।

বদলার ম্যাচের আগে চোট পেলেন মেসি
গোলও করলেন, চোটও পেলেন। মঙ্গলবার রাতে সেল্টিকের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ লড়াইয়ের আগে লা লিগায় ফের চোটের জন্য মাঝপথেই ম্যাচ ছাড়তে হল লিওনেল মেসিকে। শনিবার লা লিগার লড়াইয়ে আলমেরিয়াকে ২-০ হারিয়ে লিগ টেবলের শীর্ষস্থান নিজেদের দখলে রাখল বার্সেলোনা। কিন্তু মাঠ ছাড়ার আগেও নিজের ম্যাজিক দেখিয়ে গেলেন মেসি। ম্যাচের শুরুতেই দুর্দান্ত বা পায়ের শটে গোল করে বার্সেলোনাকে ১-০ এগোয় এলএম টেন। দ্বিতীয়ার্ধের শুরুতে আদ্রিয়ানো গোল করে ম্যাচে জয় নিশ্চিত করেন জেরার্ডো মার্টিনোর দলের জন্য। যদিও পুরো ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসেই কাটাতে হয় নেইমারকে। গত বছর চ্যাম্পিয়ন্স লিগে সেল্টিকের কাছে ১-২ হারে মেসির বার্সেলোনা। এই বছরের চ্যাম্পিয়ন্স লিগেও আবার এক গ্রুপে বার্সেলোনা ও সেল্টিক। মঙ্গলবার রাতে সেল্টিক পার্কে ফের মুখোমুখি হতে চলেছে দু’দল। তার আগে বার্সেলোনার ‘ওয়ান্ডার কিড’ হুঙ্কার দিয়ে রাখছেন, গত বারের বদলা নিয়েই মাঠ ছাড়বেন তাঁরা। বলেন, “আমি খুব উৎসুক সেল্টিকের মাঠে খেলতে। সেল্টিকের প্রতি আমার শ্রদ্ধা আছে ঠিকই, তবে প্রতিশোধ নিতেই মাঠে নামব।”

হারল ভারত ‘এ’
মনপ্রীত জুনেজার দু’ইনিংস মিলিয়ে লড়াই জলে গেল। গুজরাতের ব্যাটসম্যানের প্রথম ইনিংসে ৮৪ আর দ্বিতীয় ইনিংসে ৭০-র পরও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’র বিরুদ্ধে প্রথম টেস্টে ১৬২ রানে হারল ভারত ‘এ’। তিন ম্যাচের সিরিজে ক্যারিবিয়ানরা এগিয়ে ১-০। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১৩০-৪ ডিক্লেয়ার করার পর জয়ের জন্য ৩১৪ তুলতে হত ভারতকে। কিন্তু মনপ্রীত ছাড়া কেউ দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৫২ রানে অলআউট ভারত ‘এ’।

অন্য খেলায়
• বেঙ্গল অ্যামেচার জিমন্যাসটিক্স অ্যাসোসিয়েশনের পরিচালনায় রাজ্য আক্রোবেটিক, অ্যারোবিক্স ও রিদমিক জিমন্যাসটিক্স প্রতিযোগিতা আগামী ৫ ও ৬ অক্টোবর, মালদহে।

• হরিণঘাটা কিশোর সংঘের ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে টাইব্রেকারে দমদম সমন্বয় সমিতিকে ৭-৬ হারিয়ে চ্যাম্পিয়ন হল সংগঠক দল।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.