চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টির সেমিফাইলালের টিকিট পেয়ে গেল ধোনির চেন্নাই সুপার কিংস। ‘বি’ গ্রুপ থেকে সেমিফাইনালে ওঠার দৌড়ে ধোনিদের পরেই টাইটানস। যদিও লড়াই এখনও অনেক বাকি, তবু বলা যায়, শুরুতেই পরপর সাফল্য পেয়ে কাজ গুছিয়ে রাখল তারা। শেষ চারে যেতে টাইটানসের দরকার শেষ ম্যাচে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিরুদ্ধে জয়। তারা তা না পেলে অবশ্য হিসাবে অনেক ওলট পালট হবে। কিন্তু শনিবার রাঁচিতে ধোনিরা টানা তৃতীয় জয় পেয়ে সেমিফাইনালের একটি স্থান ‘বুক’ করে নিলেন। টাইটানস আট উইকেটে হারাল শিখর ধবনের সানরাইজার্স হায়দরাবাদকে। চেন্নাই সুপার কিংসও আট উইকেট জিতল ব্রিসবেন হিটের বিরুদ্ধে।
টস জিতে অস্ট্রেলীয় প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়ে চেন্নাই তাদের ১৩৭ রানেই থামিয়ে দেয়। মোহিত শর্মা ও রবীন্দ্র জাডেজা দু’টি করে উইকেট নেন। মর্কেল, অশ্বিন, রায়নারাও উইকেট ভাগাভাগি করে নিয়ে বিপক্ষের ব্যাটসম্যানদের সমানে চাপে রেখেছিলেন। পাল্টা ব্যাট করতে নেমে দুই ওপেনার মাইক হাসি (৫৭) ও মুরলী বিজয় (৪২) অর্ধেকের বেশি কাজ সেরে ফেলেন। রায়না-ধোনিদের বাকি কাজটুকু সারতে কষ্টই করতে হয়নি। চার ওভার এক বল বাকি থাকতেই রান তুলে নেন তাঁরা।
দু’দিন আগে ধোনি যেখানে ব্যাটে সাইক্লোন তুলেছিলেন, সেই উইকেটে মারকুটে শিখর ধবনের ব্যাটেও ঝড় দেখার আশা নিয়ে হাজির হয়েছিলেন রাঁচির ক্রিকেটপ্রেমীরা। কিন্তু হতাশ হয়েই ফিরতে হল তাঁদের। শিখরের ব্যাট তো জ্বলে উঠলই না, তিন ম্যাচের পরও তাঁর দল পড়ে রইল লিগ টেবলের নীচের দিকে। এ দিন প্রথমে ব্যাট করে ১৪৫-৭-এ শেষ হয় সানরাইজার্সের ইনিংস। শিখরের ২১ বলে ৩৭ সর্বোচ্চ। সাড়ে তিন ওভার বাকি থাকতে রান তুলে নেয় টাইটান্স। তাদের অধিনায়ক হেনরি ডেভিডস বল হাতে চার ওভারে ১৮ রান দিয়ে এক উইকেট নেন, তেমন ব্যাট হাতে ৪২ বলে ৬৪ রানও করেন। |