ইপিএলে অঘটনের রাত
হেরে গেল দুই ম্যাঞ্চেস্টার
প্রিমিয়ার লিগে আবার ধাক্কা খেল দুই ম্যাঞ্চেস্টার।
গত সপ্তাহের ‘ম্যাঞ্চেস্টার ডার্বিতে’ নাস্তানাবুদ হওয়ার পরে এ বার ওয়েস্ট ব্রমের কাছে ১-২ হারল মোয়েসের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তাও আবার নিজেদের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে। চোট সারিয়ে দলে ফিরলেও রবিন ফান পার্সিকে রিজার্ভে রেখে জেভিয়ার হার্নান্দেজ এবং ওয়েন রুনিকে নিয়েই প্রথম দল সাজান ডেভিড মোয়েস। প্রথমার্ধে অনেক সুযোগ তৈরি করলেও, গোলের মুখ দেখতে পায়নি মোয়েসের দল। দ্বিতীয়ার্ধের শুরুতে মর্গ্যান আমালফিতানোর গোলে অপ্রত্যাশিত ভাবে ১-০ এগোয় ওয়েস্ট ব্রম। জবাবে কিছু পরেই গোল করে ম্যাচে সমতা ফেরান ওয়েন রুনি। কিন্তু পরিবর্ত সাইদো বেরাহিনোর গোলেই বাজিমাত করে ওয়েস্ট ব্রম। এমনকী দলের তুরুপের তাস ফান পার্সিকে নামিয়েও হার বাঁচাতে পারেননি মোয়েস। ওয়েস্ট ব্রমের কাছে হারের পরে লিগ টেবলের বারো নম্বরে নেমে গেল ম্যান ইউ। ম্যাচ শেষে সমর্থকদের টিটকিরি শুনতে হয় মোয়েসকে। এর উপর আবার ইতিহাসও বিরুদ্ধে যাচ্ছে ম্যাঞ্চেস্টারের। পরিসংখ্যান বলছে, যে মরসুমে ম্যান ইউ প্রথম ছ’টা ম্যাচের মধ্যে তিনটে হেরেছে সেই মরসুমে লিগ খেতাব পায়নি তারা। এ বার ঠিক সেটাই হয়েছে। লিভারপুল, ম্যাঞ্চেস্টার সিটি এবং এ দিন ওয়েস্ট ব্রমের কাছে হারল ম্যান ইউ।
খামচা-খামচি

যুযুধান তোরেস-ভার্তঙ্গেন।
পাশাপাশি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মতো তাদের প্রতিবেশীরাও হারের মুখ দেখল। শনিবার পল ল্যাম্বার্টের অ্যাস্টন ভিলার সঙ্গে ২-৩ হারল ম্যানুয়েল পেলেগ্রিনির ম্যাঞ্চেস্টার সিটি।
এ দিন আবার প্রিমিয়ার লিগের ‘লন্ডন ডার্বিতে’ মুখোমুখি হয় টটেনহ্যাম ও চেলসি। কিন্তু ১-১ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় ‘দ্য স্পেশ্যাল ওয়ান’-কে। প্রথমার্ধে গিলফি সিগার্ডসনের গোলের জবাবে ১-১ করেন জন টেরি। কিন্তু মোরিনহো ও তাঁর প্রাক্তন কোচিং স্টাফের সদস্য ভিয়াস বোয়াসের প্রতিদ্বন্দ্বিতাকে পিছনে ঠেলে ম্যাচের ‘ইউএসপি’ হয়ে থাকল চেলসির ফের্নান্দো তোরেসের বিতর্কিত লাল কার্ড। টটেনহ্যাম ডিফেন্ডার ভার্তঙ্গেনের সঙ্গে প্রায় হাতাহাতি করে আগেই হলুদ কার্ড দেখেন তোরেস। ম্যাচের শেষের দিকে আবার সেই ভার্তঙ্গেনের ওপর কনুই মারার জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে ম্যাচ ছাড়তে হয় চেলসির স্প্যানিশ স্ট্রাইকারকে। যদিও ম্যাচ শেষে লাল কার্ডের তীব্র প্রতিবাদ করে মোরিনহো বলেন, “লাল কার্ড দেখানোর জন্য রেফারিকে খুব বেশি দোষ দেব না। ভার্তঙ্গেন নাটক করছিল মুখে হাত দিয়ে। যা দেখে রেফারির কার্ড দেখানো ছাড়া আর কোনও উপায় ছিল না।’’
এ দিকে সোয়ান্সি সিটিকে ২-১ হারিয়ে লিগ টেবলের শীর্ষে থাকল মেসুট ওজিলের আর্সেনাল। তাদের দুটি গোল নাব্রি ও র‌্যামসির।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.