ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (এনআইটি) দ্বিতীয় বর্ষের ছাত্র বিজয় রায়ের মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের করতে পুলিশের কাছে আর্জি জানালেন তাঁর দাদা।
শুক্রবার সকালে দুর্গাপুরে এনআইটি ক্যাম্পাসের দু’টি হস্টেলের মাঝে বছর একুশের বিজয়ের দেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল। পরের দিন তার দাদা অজয় রায় দুর্গাপুর থানায় লিখিত অভিযোগে জানান, তাঁর ভাইকে উপর থেকে ঠেলে ফেলে দিয়ে খুন করা হয়ে থাকতে পারে বলে তাঁদের সন্দেহ। আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানিয়েছেন, তদন্ত হচ্ছে।
বায়ো-টেকনোলজির দ্বিতীয় বর্ষের ছাত্র বিজয়ের বাড়ি উত্তরপ্রদেশের ফতেপুরে। সহপাঠীরা জানান, বিজয় গান ভালবাসতেন। এনআইটি-তে যে মিউজিক ক্লাব আছে, তার সদস্যও ছিলেন। মাঝে-মধ্যেই রাতে খাওয়ার পরে সেখানে সঙ্গীতচর্চা করতে যেতেন তিনি। শুক্রবার রাত ১০টা নাগাদও সেখানে যান। গভীর রাত পর্যন্ত তিনি না ফেরায় রুমমেটদের ধারণা হয়েছিল, তিনি হয়তো অন্য কারও ঘরে শুয়ে ঘুমিয়ে পড়েছেন।
পরের দিন সকালে ১ ও ২ নম্বর ছাত্রাবাসের মাঝে বিজয়ের দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিক ভাবে কোনও আঘাতের চিহ্নও পায়নি পুলিশ। অজয়বাবু বলেন, “এই মৃত্যু সন্দেহজনক। পুলিশের কাছে তদন্ত করে প্রকৃত তথ্য বের করার দাবি জানিয়েছি।” এডিসিপি (পূর্ব) সুনীল যাদব জানান, ময়নাতদন্ত ও ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট হাতে পেলেই বিষয়টি অনেকটা পরিষ্কার হয়ে যাবে। |