|
|
|
|
ফের কেঁপে উঠল পাকিস্তান, মৃত ১৫ |
সংবাদ সংস্থা • করাচি |
চার দিন আগের ভয়াবহ স্মৃতি ফিরে এল মুহূর্তে। বালুচিস্তান ও সিন্ধু প্রদেশে কেঁপে উঠল পায়ের তলায় মাটি। গত বারের ক্ষয়ক্ষতিই এখনও সামলে উঠতে পারেনি ভূকম্প-বিধ্বস্ত পাকিস্তান। এ দিনের বিপর্যয়ে মৃত্যু হল আরও ১৫ জনের। শনিবার রিখ্টার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.২।
বালুচিস্তানের হাজার হাজার মানুষ এখনও গৃহহারা। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৫০। যদিও বেসরকারি হিসেব বলছে সংখ্যাটা সাতশোরও বেশি। ধ্বংসস্তূপের তলা থেকে এখনও টেনে টেনে বের করা হচ্ছে মৃতদেহ। এর মধ্যেই ফের। তবে পাকিস্তানের স্থানীয় কার্যালয় থেকে কম্পনের মাত্রা ৭.২ বলা হলেও আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে ৬.৮। |
ধ্বংসের মাঝে অমলিন কৈশোর। শনিবার পাকিস্তানে। ছবি: এএফপি। |
এ দিন ভূমিকম্পের উৎস ছিল বালুচিস্তানের কুজদারের ১৫০ কিলোমিটার পশ্চিমে। গত কালও বালুচিস্তানের ভূমিকম্প-বিধ্বস্ত অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়। পরে জানা যায়, রিখ্টার স্কেলে মাত্রা ছিল ৫। ন্যাশনাল সেসমিক সেন্টারের অধিকর্তা জাহিদ রফি বলেন, “এ গুলো আসলে মঙ্গলবারের ভূমিকম্প পরবর্তী কম্পন। এ রকম আরও হতে পারে।”
করাচি, লারকানা, জাকোবাবাদ, কোয়েটা এবং আরও বেশ কিছু জায়গায় কম্পন অনুভূত হয়েছে। টিভির পর্দায় ভেসে উঠেছে ব্যস্ত করাচির ছবি। কাজকর্ম ফেলে লোকজন উদ্ভ্রান্তের মতো ছুটে বেরিয়ে আসছে অফিস থেকে। এমনই এক জন বললেন, “কম্পন সে দিনের মতো অতটা জোরদার ছিল না। তবে পরিষ্কার বোঝা গিয়েছে, ঘরের টেবিলটা কাঁপছে, চেয়ারগুলো রীতিমতো দুলছে।” |
পুরনো খবর: খাদ্য-জলের অভাব তীব্র, বাড়ছে ক্ষোভ |
|
|
|
|
|