পড়ুয়া খুঁজতে এ পারের স্কুলে বাংলাদেশের দল |
পড়ুয়ার খোঁজে উত্তরবঙ্গে এসেছেন বাংলাদেশের হাজি মহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলাদেশের দিনাজপুর জেলার ওই সরকারি বিশ্ববিদ্যালয়ের বিদেশ বিভাগের থেকে দুই সদস্যের প্রতিনিধি দল শনিবার কোচবিহারের জেনকিন্স এবং মহারাজা নৃপেন্দ্রনারায়ণ হাইস্কুলে গিয়েছিলেন। স্কুলে গিয়ে কলেজের পাঠক্রম-সহ তথ্য ভরা বিভিন্ন পুস্তিকাও তাঁরা বিলি করেছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের বিদেশ বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিকাশ সরকার বলেন, “বিশ্ববিদ্যালয়ে অপেক্ষাকৃত কম খরচে আন্তর্জাতিক স্তরের কৃষি ও প্রযুক্তি বিষয়ক চার বছরের বিভিন্ন কোর্স চালু রয়েছে। বিদেশের ছাত্রদের জন্য সংরক্ষিত ৫০টি আসন পূরণ করতে বিভিন্ন সুবিধেও দেওয়া হবে।” ভাষাগত মিল এবং যাতায়াতের সুবিধের কথা মাথায় রেখে প্রচার করা গেলে উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের থেকে সাড়া পাওয়া যেতে পারে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কৃষি প্রযুক্তি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন-সহ বিভিন্ন পাঠক্রমে ভর্তির সুযোগ রয়েছে সেখানে।
|
অপহৃত ৯২ শিশু উদ্ধার চিনে |
অপহৃত ৯২ জন শিশু ও দু’জন মহিলাকে শনিবার উদ্ধার করল পুলিশ। এদের বিক্রি করবে বলে অপহরণ করেছিল একটি দল। এগারোটি প্রদেশে তল্লাশি চালিয়ে এই ঘটনায় মোট ৩০১ জনকে গ্রেফতার করা হয়েছে। অপহৃতদের মধ্যে কত জন মেয়ে ও ক’জন ছেলে ছিল, তা অবশ্য স্পষ্ট করে জানায়নি চিনের সরকারি সংবাদ মাধ্যম। এক সন্তান নীতির ফলে সেখানে ছেলে-মেয়ের ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। ফলে ছোট ছেলেমেয়েদের অপহরণ করে বিক্রি করে দেওয়া হয় হামেশাই।
|
ল্যারিকে কেউ ভালবাসে না, এই দাবি উড়িভেড ক্যামেরনের দফতর। বছর দু’য়েক আগের কথা। টিভির একটি অনুষ্ঠানে দেখা গিয়েছিল, একটি ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এ দিক থেকে ও দিক। তখন থেকেই চাকরি পায় ল্যারি। ইঁদুর মারার জন্য তাকে বিশেষ তৎপর হতে দেখা না গেলেও ল্যারির যত্নআত্তির কোনও ত্রুটি হয়নি। সম্প্রতি একটি বইয়ে দাবি করা হয়, ক্যামেরন বা তাঁর পরিবারের কেউ খুব একটা পছন্দ করেন না নতুন এই পোষ্য বিড়ালটিকে। তবে এই তথ্য মোটেও সত্যি নয়, বলে সাফ জানানো হয়েছে ক্যামেরনের দফতরের তরফে।
|
দেহের খোঁজ ইন্দোনেশিয়ায় |
নৌকাডুবির এক দিন পর এখনও নিখোঁজ ৩৫ জনের কোনও সন্ধান মেলেনি বলে ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দল সূত্রের খবর। শুক্রবার পশ্চিম জাভা থেকে কিছু দূরে শ’খানেক যাত্রী-সহ ডুবে যায় নৌকাটি। এই ঘটনায় এখনও পর্যন্ত ২১ জনের দেহ উদ্ধার হয়েছে। তাদের মধ্যে সাত জন শিশু। কোনও মতে প্রাণে বেঁচে গিয়েছেন যে ক’জন তাঁরা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ক্রিসমাস আইল্যান্ডে যাচ্ছিল নৌকাটি। লেবাননের সংবাদ মাধ্যম সূত্রের খবর, ওই জাহাজে সে দেশের অন্তত ১৭ জন নাগরিক ছিলেন।
|
দিন তিনেক আগে কলেজ যাবে বলে বাড়ি থেকে বেড়িয়েছিল দুই বোন। এক জনের বয়স ১৭, অন্য জনের ১৬। তার পর থেকে নিখোঁজ তারা। অবশেষে একটি নালা থেকে দুই বোনের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তে জানা গিয়েছে, গুলি করে মারার আগে ধর্ষণ করা হয় দুই জনকেই।
|
ট্রেনের ধাক্কায় মৃত ভারতীয় |
ট্রেনের ধাক্কায় মারা গেলেন এক ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী। মৃতের নাম অনিতা ত্রিবেদী। তিনি কিংস কলেজে ডাক্তারি পড়ছিলেন। তবে তাঁর বাড়ির লোকের সন্দেহ, কলেজে নানা রকম হেনস্থার শিকার হয়ে আত্মহত্যা করেছেন অনিতা।
|