টুজি নিয়ে প্রধানমন্ত্রীকে ক্লিনচিট জেপিসি-র
নিজস্ব প্রতিবেদন |
টুজি কেলেঙ্কারি নিয়ে খসড়া রিপোর্ট অবশেষে পাশ হল যৌথ সংসদীয় কমিটিতে (জেপিসি)। ওই রিপোর্টে প্রধানমন্ত্রী মনমোহন সিংহ ও অর্থমন্ত্রী পি চিদম্বরমকে ক্লিনচিট দেওয়া হয়েছে। শুরু থেকেই ওই রিপোর্ট নিয়ে আপত্তি ছিল বিরোধীদের। প্রাক্তন টেলিকম মন্ত্রী এ রাজার উপরে সব দায় চাপিয়ে দেওয়ার বিরোধিতা করেছিলেন তারা। প্রয়োজনে প্রধানমন্ত্রীকে ডেকে জেরা করার দাবিও উঠেছিল। জেপিসি-র সদস্য ও প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য জানান, কমিটির বৈঠকের আগে নিজেদের মধ্যে আলোচনায় বসেন কংগ্রেস সদস্যরা। সেই বৈঠকে স্থির হয়, যে ভাবেই হোক আজ খসড়া রিপোর্ট অনুমোদন করাতে হবে। কারণ, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তথা কেন্দ্রকে কৌশলে হেনস্থর চেষ্টা করছে বিরোধীরা। কমিটির সদস্য ও বিজেপি সাংসদ যশবন্ত সিন্হার বক্তব্য, “এই রিপোর্ট ভুল তথ্য ভিত্তি করে তৈরি।”
|
হত ২ জঙ্গি
নিজস্ব সংবাদদাতা • ধুবুরি |
সেনা ও পুলিশের সঙ্গে সর্ংঘষে মৃত্যু হয়েছে দুই আলোচনা বিরোধী এনডিএফবি (সংবিজিত) গোষ্ঠীর জঙ্গির। উদ্ধার হয়েছে অস্ত্র। শুক্রবার সকালে ৭টা নাগাদ কোকরাঝাড় জেলার কাজিগাঁও থানার মংলাঝরা মহামায়া জঙ্গল লাগোয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। দুই জঙ্গির নাম মনো ব্রহ্ম (৩৫)। বাড়ি কোকরাঝাড়ের পাগলিঝরা গ্রামে। অন্য জন প্রদীপ ব্রহ্ম (৩২)-র বাড়ি কোকরাঝাড়ের বাঁশবাড়ি গ্রামে। দুই জঙ্গির হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি একে ৪৭ রাইফেল, একটি ৭.৬৫ এমএম পিস্তল, ২টি চাইনিজ গ্রেনেড, ৩টি ম্যাগজিন এবং ৫০ রাউন্ড তাজা কার্তুজ এবং নথিপত্র। বৃহস্পতিবার কোকরাঝার জেলার পর্বতঝরা মহকুমার রূপসি পুলিশ ফাঁড়ি এলাকার মালতিঝরা জঙ্গল লাগোয়া গ্রামে সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে অসম পুলিশের এক সাব ইন্সপেক্টার ও পুলিশের এক গাড়ি চালকের মৃত্যু হয়। তার পরে বিভিন্ন এলাকায় তল্লাশি, অভিযান শুরু করে পুলিশ।
|
রেল স্টেশনে এক মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত তার গায়ে অ্যাসিড ছুড়ে দিল এক রিক্সাচালক। ওই মহিলা জখম হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার গভীর রাতে সমস্তিপুর রেল স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটেছে। রেল পুলিশ সূত্রে খবর, মহিলার বাড়ি দ্বারভাঙায়। বাড়ি থেকে চলে এসে মাস দুয়েক ধরে রেল স্টেশনেই থাকতেন। কয়েকদিন ধরে দ্বারভাঙার যুবক গণেশ সোলাঙ্কি নানা ভাবে বিরক্ত করছিল। রাত তিনটে নাগাদ গণেশ ওই মহিলাকে ধর্ষণের চেষ্টা করে। মহিলা তাতে বাধা দেন। গণেশ মহিলাকে মারধরও করে। মহিলা চিৎকার করলে কেউ বাঁচাতে আসেনি। গণেশ এরপর তার গায়ে অ্যাসিড ঢেলে দিয়ে পালিয়ে যায়। অ্যাসিডে মহিলার কাঁধ এবং বাঁ হাতের বেশ কিছুটা অংশ পুড়ে যায়।
|
নাবালিকা যৌন হেনস্থার ঘটনায় অভিযুক্ত আসারাম বাপুর মামলা যাঁর বিচারাধীন রাজস্থানের আদালতের সেই বিচারককে হুমকি চিঠি পাঠানো হয়েছে বলে খবর। এই ঘটনার পরেই বিচারক মনোজ কুমারের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। জোধপুর পুলিশ কমিশনার জানিয়েছেন, ওই হুমকি চিঠিটি একটি পোস্টকার্ডে লেখা হয়েছিল। কর্নাটকের গুলবর্গা থেকে কেউ চিঠিটি লিখেছে বলে জানা গিয়েছে।
|
যাত্রিবাহী বাস খাদে পড়ে যাওয়ায় ২১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে শিমলার সিরমাউরের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। একটি বেসরকারি বাস উচ্চা টক্কর থেকে রেনুকা যাচ্ছিল। পথে রানসুয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৬০০ ফুট গভীর খাদে পড়ে যায়। বৃষ্টির জন্য রাস্তা পিছল ছিল। এত উঁচু থেকে পড়ায় সেটি বেশ কয়েকটি টুকরো হয়ে যায়। ঘটনাস্থলেই ১৯ জন মারা যান। হাসপাতালে আরও দু’জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন জন মহিলা এবং এক কিশোর রয়েছে। মৃতদেহগুলি এত তালগোল পাকিয়ে গিয়েছে যে অধিকাংশের শনাক্তকরণ সম্ভব হয়নি।
|
তেল বাঁচাতে সপ্তাহে এক দিন হোক ‘বাস ডে’, বলেছিলেন তেলমন্ত্রী বীরাপ্পা মইলি। তা নিয়ে ঠাট্টা-তামাশা বা সমালোচনা হলেও নিজের মন্তব্য থেকে পিছু হটছেন না মন্ত্রী। আর কেউ এই নির্দেশ মানুক বা না-মানুক, মইলি জানিয়েছেন, আগামী ৯ অক্টোবর থেকে প্রতি বুধবার তিনি অন্তত নিজের গাড়ির পরিবর্তে বাসে বা মেট্রোয় চড়েই কাজে আসবেন। তাঁর কথায়, “আমার প্রস্তাব ছিল মুখ্যমন্ত্রী বা অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, সরকারি কর্মীরা সপ্তাহে এক দিন ‘বাস ডে’ পালন করুন। যাতে বাকিরাও উৎসাহিত হয়।”
|
জাটিঙ্গা রেল স্টেশন চত্বর থেকে ধরা পড়ল এক নাগা জঙ্গি। আগাম খবরের ভিত্তিতে আসাম রাইফেল্স ও পুলিশ ডিমা হাসাও জেলার জাটিঙ্গায় তল্লাশি চালিয়ে গত কাল রাতে ওই জঙ্গিকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি পিস্তল, কার্তুজ ও বিস্ফোরক আটক করা হয়েছে। ধৃত হাঙ্গি নিয়ামে এমএসসিএন-খাপলাং গোষ্ঠীভুক্ত। |