টুকরো খবর
পঞ্চায়েত অফিসে তালা দিয়ে বিক্ষোভ
মাঝপথে হঠাৎ কাজ বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিলেন শ্রমিকেরা। বৃহস্পতিবার কেন্দা থানার জামবাদ পঞ্চায়েত অফিসের ঘটনা। বিক্ষোভের জেরে অফিসে আটকে পড়েন পঞ্চায়েত কর্মীরা। বিকেলে তাঁরা ছাড়া পান। বিক্ষোভকারী জামবাদ গ্রামের বাসিন্দা শোভারাম মাহাতো, টিকারাম মাহাতো, কিঙ্কর মাহাতোরা বলেন, “গ্রামের ৪ নম্বর সংসদে আমরা জমি সমতল করার কাজ করছিলাম। ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত কাজ হওয়ার কথা ছিল। বৃহস্পতিবার কাজের জায়গায় গিয়ে দেখি, জব-ওয়ার্কার বা পঞ্চায়েতের কোনও লোক সেখানে নেই। কাজ চালু থাকবে কি না, কেনই বা কাজ বন্ধ হল জানার জন্য পঞ্চায়েত অফিসে আসি। এখানেও কেউ স্পষ্ট ভাবে জানাতে না পারেনি।” জামবাদ পঞ্চায়েতের প্রধান, সিপিএমের শঙ্করচন্দ্র বেসরা বলেন, “আমি একটি প্রশিক্ষণ শিবিরে অফিসের বাইরে আছি। ওখানে কী ঘটেছে জানি না।” পুঞ্চার বিডিও সুপ্রতীক সরকার বলেন, “ওই প্রকল্পে মোট ১২২০টি শ্রমদিবস ছিল। ২০৮ জন শ্রমিক কাজ চেয়ে আবেদন করেছিলেন। পরে আরও কিছু শ্রমিক কাজে যোগ দেন। ফলে ৭ দিনের কাজ দেওয়া সম্ভব হয়নি। শ্রমিকদের বলা হয়েছে, অন্য প্রকল্পে তাঁরা কাজ পাবেন।”

বিদ্যাসাগরের জন্মদিনে শোভাযাত্রা

আদ্রায় তোলা নিজস্ব চিত্র।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে বৃহস্পতিবার আদ্রা রেলশহরে প্রভাতফেরি করেন নিগম নগর এনএস হাইস্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা। স্কুলের প্রধান শিক্ষক সুকুমার চক্রবর্তী জানান, সকালে স্কুল প্রাঙ্গণে বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মালা দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রভাতফেরি স্কুল থেকে আদ্রা বাজারের রামমন্দির পর্যন্ত পরিক্রমা করে। অন্য দিকে, বাঁকুড়ার বিদ্যাভবনেও এ দিন বিদ্যাসাগের জন্মদিবস উপলক্ষে অনুষ্ঠান হয়। উদ্যোক্তা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী, বাঁকুড়ার পুরপ্রধান শম্পা দরিপা প্রমুখ। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান রিঙ্কু বন্দ্যোপাধ্যায় জানান, অনুষ্ঠানে বিদ্যাসাগরের জীবন ও কর্ম সংক্রান্ত আলোচনাসভা হয়েছে। জেলার ৭০০ জন শিক্ষক রক্তদান করেছেন।

আজ ফল প্রকাশ
সিধো-কানহো-বীরসা বিশ্ববিদ্যালয়ের পার্ট-২ পরীক্ষার ফল আজ, শুক্রবার প্রকাশিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক সুবলচন্দ্র দে জানিয়েছেন, বিএ, বিএসসি, বিকম, বিবিএ এবং বিসিএ পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট এবং ওয়েবসাইটে বেলা ১১টা থেকে পাওয়া যাবে। এ ছাড়া skbu <space> দিয়ে নিজের রোল নম্বর লিখে ৫৪২৪২ নম্বরে এসএমএস করলেও পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। পরীক্ষার্থীরা নিজ নিজ কলেজ থেকে সোমবার মার্কশিট হাতে পাবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, বিএ (সাম্মানিক) বিভাগে ৭০.৬৮ শতাংশ, পাস কোর্সে ৩৯.৭২ শতাংশ, বিএসসি (সাম্মানিক) বিভাগে ৮২.৯৮ শতাংশ, পাস কোর্সে ৩৭.০৪ শতাংশ, বিকম (সাম্মানিক) বিভাগে ৬১.১৮ শতাংশ, পাস কোর্সে ৪০.৫৪ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। বিবিএ (সাম্মানিক) পাঠ্যক্রমে ৯৩.৩৩ শতাংশ এবং বিসিএ (সাম্মানিক)-এ ৯৮.৩৬ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছেন।

সার্কিট হাউস নিয়ে অভিযোগ খারিজ
মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফর উপলক্ষে লক্ষাধিক টাকা খরচ করে বাঁকুড়া শহরের সার্কিট হাউস সাজানোর যে অভিযোগ উঠেছিল, তা অস্বীকার করলেন জেলাশাসক বিজয় ভারতী। সার্কিট হাউসে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক হওয়ার কথা থাকলেও তা শেষ অবধি হয় খাতড়ায় মহকুমাশাসকের কার্যালয়ে। জেলাশাসক অবশ্য জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আসবেন বলে ‘বিশেষ’ কিছু করা হয়নি সার্কিট হাউসে। ওই বৈঠকে মোট ২১৬ জনের বসার বন্দোবস্ত করার জন্য ২৫ হাজার টাকা খরচ করে একটি প্যান্ডেল তৈরি করা হয়েছিল। সার্কিট হাউসের বাকি যে-সব সংস্কার কাজ করানো হয়েছে, সেগুলি অন্তত ছ’মাস আগেই শুরু করা হয়েছিল বলে জেলাশাসকের দাবি। আর সেই কাজ হয়েছে পূর্ত দফতরের বাজেট বরাদ্দের মধ্যেই।

পথ অবরোধ
আগাম জানানো সত্ত্বেও মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার জন্য নির্ধারিত স্থানে বাস তাঁদের নিতে আসেনি, এই অভিযোগ তুলে বেশ কয়েকটি বেসরকারি বাসকে বৃহস্পতিবার সকালে বাঁকুড়ার রাইপুরে আটকে রাখলেন স্থানীয় তৃণমূলের কর্মীরা। পরে পুলিশ গিয়ে আটক বাসগুলিকে জোর করে ছাড়িয়ে দিলে তাদের সঙ্গে বচসা বাধে তৃণমূল কর্মীদের। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখান তৃণমূলের কর্মীরা। এই ঘটনার জেরে এ দিন সকাল সাতটা থেকে ঘণ্টা দুয়েক বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।

কবি সম্মেলন
বাঁকুড়ার চাতক সাহিত্য গোষ্ঠীর উদ্যোগে সম্প্রতি বাঁকুড়ার বঙ্গবিদ্যালয়ে একটি শরৎকালীন কবি সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি বিভাস রায়চৌধুরী, তপন মুখোপাধ্যায় প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.