শ্লীলতাহানির চেষ্টার নালিশ |
বিশ্বভারতীর এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ধৃত ছাত্রের শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল বোলপুর আদালত। সরকারি আইনজীবী ফিরোজকুমার পাল বলেন, “অভিজুক্তকে বৃহস্পতিবার বোলপুরের এসিজেএম আদালতে তোলা হলে এসিজেএম পীযূষ ঘোষ শর্তসাপেক্ষে তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছেন। এই মামলার সিডি চাওয়া হয়েছে।” বিশ্বভারতী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় শান্তিনিকেতনের আশ্রম মাঠ এলাকায় সঙ্গীত ভবনের এক ছাত্রীকে কটূক্তি করার অভিযোগ ওঠে বর্ধমান জেলার দুর্গাপুরের বাসিন্দা ওই কলেজ ছাত্রের বিরুদ্ধে। বিশ্বভারতীর নিরাপত্তা বিভাগের কর্মীরা তাঁকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরে অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে।
|
দুর্ঘটনায় জখম যুবকের মৃত্যু |
বুধবার বিকেলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হল পথ দুর্ঘটনায় জখম এক যুবকের। মৃতের নাম অরুণ বাগদি (২৬)। বাড়ি দুবরাজপুরের ৩ নম্বর ওয়ার্ডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন সকালে দুবরাজপুর নিরাময় যক্ষ্মা হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে একটি মোটরবাইকে তিন আরোহী পানাগড়-দুবরাজপুর ১৪ নম্বর রাজ্য সড়ক ধরে ফিরছিলেন, তখন একটি দশ চাকা লরির সঙ্গে ধাক্কা হয়। তাঁদের সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় অরুণের।
|
সাঁইথিয়ার দেড়িয়াপুর অঞ্চল হাইস্কুলের পরিচালন সমিতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সিপিএম, তৃণমূল ও কংগ্রেসের মধ্যে ঝামেলা হয়। গণ্ডগোলের খবর পেয়ে পুলিশ চলে আসায় পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। বৃহস্পতিবারের ঘটনা। কাল, শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ৬ অক্টোবর নির্বাচন।
|