কম্পিউটার শেখানোর নামে একাধিক নাবালিকাকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগে সন্দীপ দাস নামে বারাসতের অশ্বিনীপল্লির বাসিন্দা এক যুবক বৃহস্পতিবার গ্রেফতার হল। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার তন্ময় রায়চৌধুরী বলেন, “ধৃতের বিরুদ্ধে একাধিক নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ রয়েছে।” অন্য দিকে, ভাইয়ের স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হল দাদা। বুধবার, কলিন্স লেন থেকে। ধৃতের নাম নাজির খান। পুলিশ জানায়, পার্ক স্ট্রিটে নাজিরের জুতোর দোকান। তার ভাই জাফর পুলিশকে জানান, নাজির জোর করে তাঁর বাড়িতে ঢুকে স্ত্রীর শ্লীলতাহানি করে। পুলিশ জানায়, জাফরের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছিল। তার ভিত্তিতে সে-ও ধরা পড়ে।
|
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে কুলপির ১১৭ নম্বর জাতীয় সড়কের রঘুনাথপুর মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জগন্নাথ মণ্ডল (৪৫)। বাড়ি ওই এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মোড়ের কাছে এ দিন সকাল ১০টায় বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিলেন জগন্নাথবাবু। সে সময় কাকদ্বীপগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃতদেহটি ময়না-তদন্তে পাঠিয়েছে পুলিশ।
|
বিদ্যালয়ের মাঠে বাজ পড়ার শব্দ শুনে অসুস্থ হয়ে পড়ল কিছু ছাত্রছাত্রী। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের করাবেগ হাইস্কুলে।
|
পুড়ে গেল একটি চটকলের একাংশ। বৃহস্পতিবার, বজবজ থানার চিত্রিগঞ্জে। দমকলের সাতটি ইঞ্জিন দু’ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুন।
|
খড়দহের পাতুলিয়া আজমতলায় একটি নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্কে এক যুবকের মৃতদেহ পাওয়া গিয়েছে। এই ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। |