কন্যাশ্রী প্রকল্পের জন্য অ্যাকাউন্ট খুলতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ গড়িমসি করছেন। বেথুয়াডহরীর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলে প্রায় শ’তিনেক ছাত্রী বৃহস্পতিবার বেলা পৌনে এগারোটা নাগাদ ওই ব্যাঙ্কের সামনে রাস্তা অবরোধ করে। মিনিট কুড়ি পরে পুলিশ গিয়ে বুঝিয়ে সুজিয়ে অবরোধ মুক্ত করে ৩৪ নম্বর জাতীয় সড়ক। অবরোধের পর টনক নড়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষের।
ছাত্রীদের অভিযোগ, রোজ ভোর বেলা ফর্মের জন্য লাইনের দাঁড়িয়েও ফর্ম মেলে না। মুষ্টিমেয় কয়েকজনকে ফর্ম দেওয়া হয়। সিংহভাগকে খালি হাতে ফিরতে হয়। বিক্ষোভকারী যুগপুর হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী যুথিকা দাসের বক্তব্য, “রোজ ব্যাঙ্কে এসে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে ঘুরে যেতে হচ্ছে। প্রতিদিন দশ-বারো জনের বেশি অ্যাকাউন্ট খুলে দিচ্ছে না ব্যাঙ্ক। কিছু বলতে গেলেই দুর্ব্যবহার করছেন ব্যাঙ্কের লোকজন।” এত ছাত্রীর আচমকা রাস্তা অবরোধের ঘটনায় নড়েচড়ে বসেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এ দিন প্রায় তিনশো অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে ব্যাঙ্ক সূত্রের খবর।
এতদিন কেন ঠিক মতো অ্যাকাউন্ট খোলা হচ্ছিল না? সংশ্লিষ্ট ব্যাঙ্কের ম্যানেজার অসিত প্রামাণিকের সাফাই, “আমরাও চাই সকলের অ্যাকাউন্ট খুলে দিতে। রোজ তিনশো থেকে চারশো জনের অ্যাকাউন্ট খোলা সম্ভব নয়। আমাদের কর্মী সংখ্যা কম। তার উপর ব্যাঙ্কের দৈনন্দিন কাজও থাকে।” জেলা শাসক পিবি সালিম বলেন, “ব্যাঙ্কগুলির সঙ্গে কন্যাশ্রী প্রকল্প নিয়ে বৈঠক করেছি। সমস্যা হওয়ার কথা নয়। ওই ব্যাঙ্কের ক্ষেত্রে কী হয়েছে তা খোঁজ নিয়ে দেখছি।” |