|
|
|
|
মুখ্যমন্ত্রী না এলেও স্কুল বন্ধ দু’দিন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মুখ্যমন্ত্রী প্রশাসনিক জনসভা করলেন ঝাড়গ্রামে। প্রশাসনিক বৈঠকও হল সেখানেই। তবে এ জন্য দু’দিন ধরে মেদিনীপুরের একাধিক স্কুল ছুটি থাকল।
শুরুতে ঠিক ছিল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক হবে মেদিনীপুরে। শেষ মুহূর্তে সভাস্থল পাল্টায়, মেদিনীপুরের বদলে বৈঠক হয় ঝাড়গ্রামে। তবে আগাম ব্যবস্থা হিসেবে মেদিনীপুরে পুলিশকর্মীদের অস্থায়ী ক্যাম্প তৈরির তোড়জোড় হয়েছিল। স্কুলেই এই ক্যাম্প তৈরির সিদ্ধান্ত হয়। সেই মতো পুলিশ চিঠি পাঠায় টাউন স্কুল (বালক), মিশন গার্লস স্কুলে। বুধ এবং বৃহস্পতিবার স্কুল ছুটি ঘোষণা করেন কর্তৃপক্ষ। পরে যে প্রশাসনিক বৈঠকের স্থান পাল্টে গিয়েছে, তা আর স্কুলগুলিকে জানায়নি পুলিশ। ফলে, এই দু’দিন স্কুল ছুটিই ছিল।
এ নিয়ে জেলার পুলিশ কর্তাদের মুখে কুলুপ। তবে নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ অফিসার মানছেন, “জানানো উচিত ছিল। আসলে মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সকলেই ব্যস্ত ছিলাম! তাই জানানো হয়নি।” স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, প্রশাসনিক বৈঠক শহরে হচ্ছে না জানালে ফের নোটিস দিয়ে স্কুল খোলার ব্যবস্থা করা হত। টাউন স্কুলের (বালক) প্রধান শিক্ষক বিবেকানন্দ চক্রবর্তী বলেন, “পুলিশ জানিয়ে ছিল, ক্যাম্পের জন্য স্কুল প্রয়োজন। তাই দু’দিন ছুটি ঘোষণা করা হয়েছিল। পঠনপাঠন হয়নি।” মিশন গার্লসের প্রধান শিক্ষিকা কৃষ্ণা নন্দীরও বক্তব্য, “বুধ এবং বৃহস্পতিবার স্কুল বন্ধ ছিল। পুলিশই চিঠি দিয়ে স্কুল চেয়েছিল। তাই আমরা ছুটি ঘোষণা করি।” আজ, শুক্রবার থেকে যথারীতি পঠনপাঠন হবে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন। |
|
|
|
|
|