|
|
|
|
চ্যালেঞ্জার-জট খুলছে না |
টিম ঘোষণা হতেই সরে দাঁড়ালেন অধিনায়ক লক্ষ্মী
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
টুর্নামেন্ট শুরুর চব্বিশ ঘণ্টা আগে নতুন বিতর্কের মুখে পড়ে গেল স্নেহাংশু আচার্য চ্যালেঞ্জার ট্রফি।
বৃষ্টিতে টুর্নামেন্ট আবার পিছিয়ে দেওয়া নয়। টিম ঘোষণা নিয়ে দেরি করাও নয়। সিএবি-কে এ বার পড়তে হল অধিনায়ক-জটের মুখে!
সিএবি সদস্যদের কাছে সচিব মারফত বাংলা সিনিয়রের যে টিম লিস্ট বৃহস্পতিবার পৌঁছল, তাতে বলা, লক্ষ্মীরতন শুক্ল অধিনায়ক। শুক্রবার তাঁর ক্যাপ্টেন্সিতেই বাংলা ‘এ’-র মুখোমুখি হবে সিনিয়র বাংলা।
যার কিছুক্ষণ পর লক্ষ্মীরতন শুক্ল নিজে বললেন, “শুক্রবারের ম্যাচে আমি নেই। ফিজিও ফিটনেসের ব্যাপারটা দেখছেন। আমি সব সময়ই একশো শতাংশ দিতে চাই। টুর্নামেন্টে পরের দিকে সম্ভব হলে নামব।”
শোনা যাচ্ছে, চ্যালেঞ্জারে যে তাঁর নামতে সমস্যা আছে সেটা নাকি দিন পনেরো আগেই সিএবি সচিবকে জানিয়েছিলেন লক্ষ্মী। যা শুনে কোনও কোনও সিএবি কর্তা বলাবলি করছেন, তা হলে কি এ বার যোগাযোগের অভাব দেখা দিল ক্রিকেটার আর কর্তার মধ্যে?
চ্যালেঞ্জারে বাংলার সিনিয়র টিম জানানো নিয়ে সিএবি-র ঢিলেমি মিডিয়ায় তীব্র সমালোচিত হওয়ায় এ দিন সংস্থার সদস্যদের কাউকে কাউকে পনেরো জনের টিম লিস্ট জানিয়ে দেন যুগ্ম সচিব সুজন মুখোপাধ্যায়। যেখানে অধিনায়ক লক্ষ্মী। কিন্তু তার পরপরই লক্ষ্মী সিএবি কর্তাদের জানিয়ে দেন, শুক্রবারের ম্যাচে তাঁর পক্ষে নেমে পড়া সম্ভব নয়। চোট সম্পূর্ণ সারতে এখনও সময় লাগবে। শোনা গেল, লক্ষ্মী নাকি সিএবি কর্তাদের জানিয়েছেন তাঁর পুরোপুরি সুস্থ হতে এখনও আট-দশ দিন সময় লাগবে। ফিজিও-র সঙ্গে কথা বলেই নাকি সেটা জেনেছেন। এবং একশো শতাংশ ফিট না হয়ে নেমে পড়ার ঝুঁকিতে যেতে চাইছেন না। চাইছেন না রঞ্জি ট্রফিতে নামা নিয়ে এতটুকু জটিলতা তৈরি করতে।
যা খবর, তাতে শুক্রবারের ম্যাচে লক্ষ্মীর জায়গায় অধিনায়কত্ব করবেন অনুষ্টুপ মজুমদার। এবং লক্ষ্মীর সরে দাঁড়ানো নিয়ে কোনও কোনও উচ্চপদস্থ কর্তা বেশ বিরক্ত। একজন বলেও দিলেন, “টিমের ট্রেনার তো আমাদের জানায়নি যে ও এখনও আনফিট? এত সিনিয়র ক্রিকেটার হয়েও কী ভাবে এটা করতে পারল লক্ষ্মী?” যেটা শুনে ক্রিকেটার নন, কিন্তু টিমের সঙ্গে জড়িত এক সদস্য পাল্টা প্রশ্ন তুললেন, “লক্ষ্মী যদি মনে করে এখনও ও পুরো ফিট নয়, খেলবে না, পরে নামবে, তা হলে অসুবিধেটা কোথায়? ফিট লক্ষ্মীকেই তো দরকার। আর সিএবি-ও কি ওর সঙ্গে ঠিক ব্যবহার করছে? ওকেই ক্যাপ্টেন করা হবে বলেও তো সেটা ঘোষণা করা হচ্ছে না। ঝুলিয়ে রাখা হচ্ছে। এটা ঠিক?” |
|
|
|
|
|