|
|
|
|
থানায় থানায় বিদ্যাসাগর জয়ন্তী
নিজস্ব প্রতিবেদন |
রবীন্দ্রনাথের পর এ বার বিদ্যাসাগর। রাজ্য সরকারের নির্দেশ মেনেই বৃহস্পতিবার থানায় থানায় পালন করা হল ঈশ্বরচন্দ্রের জন্মজয়ন্তী।
পশ্চিম মেদিনীপুরেই বিদ্যাসাগরের আদি বাসভূমি। বীরসিংহের এই সিংহ শিশুই দেশ ও সমাজের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। বাল্য বিবাহ রোধ থেকে বিধবা বিবাহ প্রচলন, শিক্ষার প্রসার, শিক্ষার আঙিনায় মেয়েদের নিয়ে আসা, সবই তাঁর দান। তাই তাঁর জন্মজয়ন্তীতে জেলার অনুষ্ঠানে বাড়তি গুরুত্ব ছিল। এ দিন আবার জেলাতেই ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম এসপি অফিসে প্রশাসনিক বৈঠকের মাঝে তিনিও বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান।
প্রতিটি থানাতেই এ দিন পুলিশ কর্মীরা বিদ্যাসাগরের মূর্তি বা ছবিতে মাল্যদান করেন। কোথাও হয়েছে ঙ্কন প্রতিযোগিতা। সেখানে থানা এলাকার ছাত্রছাত্রীরাই যোগ দেয়। কোথাও আবার ছিল দৌড় প্রতিযোগিতা। মেদিনীপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড় সর্বত্রই বিদ্যাসাগর স্মরণে অনুষ্ঠান হয়। এ দিন সকাল থেকে খড়্গপুর মহকুমার সব থানা এলাকাতেই বিদ্যাসাগর জন্মজয়ন্তীর আয়োজন করা হয়। ওসি-আইসিরা ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন। ফলে, অনুষ্ঠান সামলানোর ভার পড়েছিল থানার অন্য অফিসারদের উপর। সবং থানার অনুষ্ঠানটি হয় ব্লকের ‘অনাথবন্ধু স্মৃতি হলে’। মোট পাঁচটি স্কুলের পড়ুয়াদের নিয়ে নাচ-গান-আবৃত্তিতে বিদ্যাসাগরকে স্মরণ করা হয়। |
|
কোতয়ালি থানায় বসে আঁকো প্রতিযোগিতা। ছবি: রামপ্রসাদ সাউ। |
এ ছাড়াও ছিল অঙ্কন প্রতিযোগিতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুগ্ম বিডিও অরিজিৎ দাস। ডেবরা থানার অনুষ্ঠানে যোগ দেয় বালিচক গার্লস হাইস্কুল ও ভজহরি হাইস্কুলের পড়ুয়ারা। বিদ্যাসাগরের জীবন ও কর্ম নিয়ে ছিল আলোচনাসভা। নারায়ণগড় থানায় বিদ্যাসাগর জন্মজয়ন্তীতে ক্যুইজের আয়োজন ছিল। স্থানীয় স্কুলের প্রায় দু’শো পড়ুয়ার জন্য ছিল মধ্যাহ্নভোজের ব্যবস্থাও করা হয়। বেলদা থানায় ১০টি স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে বিদ্যাসাগরের কর্মজীবন নিয়ে আলোচনা করেন এলাকার শিক্ষাবিদ অজিত পড়িয়া ও গোপাল বসু। একই ছবি দেখা গিয়েছে খড়্গপুর টাউন, খড়্গপুর গ্রামীণ, পিংলা, মোহনপুর, দাঁতন ও কেশিয়াড়ি থানা এলাকাতেও।
বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানও বিদ্যাসাগরকে শ্রদ্ধা জানিয়েছে। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। মেদিনীপুর শহরের বিদ্যাসাগর মূর্তিতে এ দিন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মাল্যদান করা হয়। |
|
|
|
|
|