টুকরো খবর
ছাত্র সংঘর্ষে জখম ১৫
বৃহস্পতিবার দুপুরে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে জনা ১৫ ছাত্র জখম হলেন। তাঁদের গোঘাটের কামারপুকুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা হয়। অভিযোগ, কামারপুকুর শ্রীরামকৃষ্ণ সারদা বিদ্যামহাপীঠ নামে ওই কলেজের বর্তমান ছাত্র সংসদের পক্ষে কলেজের পরিকাঠামো-সহ নানান উন্নয়নের দাবিতে চত্বরের বাইরে একটি মিছিল চলছিল। সেই মিছিল কলেজের মূল ফটকের কাছাকাছি আসতেই তৃণমূলের ছাত্র পরিষদের অন্য একটি গোষ্ঠীর ছেলেরা মুখে রুমাল বেঁধে লাঠি-রড নিয়ে তাদের উপরে হামলা চালায়। আহত হন ১০ জন। পাল্টা প্রতিরোধে অন্য গোষ্ঠীরও ৫ ছাত্র জখম হয়েছেন। পুলিশ ডাকেন কলেজ কর্তৃপক্ষ। ছাত্র সংসদের পক্ষে কলেজে শান্তি-শৃঙ্খলা ফেরানো ও হামলাকারী ছাত্রদের শাস্তির দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করা হয়। বিকেলে পুলিশের মধ্যস্থতায় অবরোধ ওঠে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ভরতকুমার পাল বলেন, “পুলিশ বিষয়টা দেখছে।” কলেজের তৃণমূল ছাত্র সংসদের এক নেতা রাজেশ রায়ের অভিযোগ, “ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করছে সিপিএম থেকে বেরিয়ে আমাদেরই দলে যোগ দেওয়া কিছু ছেলে।” আর এক গোষ্ঠীর নেতা সুপ্রিয় বন্দোপাধ্যায়ের অভিযোগ, ছাত্র সংসদ জোর-জবরদস্তি দখল করেছে ওরা। নানা দুর্নীতি করছে। সে সবের প্রতিবাদ করলে আমাদেরই মারছে। সুপ্রিয়র দাবি, এ দিন কোনও মিছিল করছিল না বিরুদ্ধ গোষ্ঠীর ছেলেরা। দলবদ্ধ ভাবে মারতেই এসেছিল। তাঁরা প্রতিরোধ করেছেন।

ট্রেন দেরিতে চলায় ভাঙচুর
ভাঙা জানলা। —নিজস্ব চিত্র।
সকাল থেকে ট্রেন দেরিতে চলাচল করার জন্য স্টেশনে ভাঙচুর চালাল ক্ষিপ্ত জনতা। বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-আমতা শাখার বড়গাছিয়া স্টেশনে। যাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই শাখায় অনিয়মিত চলছে রেল পরিষেবা। বৃহস্পতিবারও বড়গাছিয়া স্টেশনের ঢোকার আগে ডাউন আমতা লোকাল সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে থাকে প্রায় ২৫ মিনিট। এতেই উত্তেজিত হয়ে পড়ে স্টেশনে অপেক্ষারত জনতা। স্টেশনের স্টোররুম, ইলেকট্রিক রুম-সহ চারটি ঘরের দরজা ভেঙে ফেলে তারা। টিকিট কাউন্টারের ভেতরে ঢুকে ভেঙে ফেলে একটি কম্পিউটারের কি-বোর্ড ও কয়েকটি ঘরের জানলার কাচ। মারধর করা হয় স্টেশন ম্যানেজার সুবীর বর-সহ দুই রেলকর্মীকে। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌমিত্র মজুমদার জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

শিক্ষায় নৈরাজ্যের প্রতিবাদ
শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বন্ধের দাবিতে হুগলিতে পথে নামলেন শিক্ষকেরা। বৃহস্পতিবার বামপন্থী ৮টি শিক্ষক সংগঠন সভা করে চুঁচুড়ার পিপুলপাতিতে। তাঁদের অভিযোগ, শাসক দলের প্রশ্রয় এবং সরকারের প্রশাসনিক নিষ্ক্রিয়তায় এই পরিস্থিতি। জেলাশাসককে এ দিন স্মারকিলিপিও দেন শিক্ষকেরা। অন্য দিকে, এ দিনই নানা দাবিতে জেলাশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে হুগলি জেলা বামফ্রন্টের কৃষক সংগঠন। কৃষি উপকরণ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হন আন্দোলনকারীরা।

কিশোরীকে খুনে ধৃত
ডানকুনির বেলডাঙায় বাঁশবাগানে কিশোরীকে খুনের দায়ে মুর্শিদাবাদের সাগরদিঘির এক রাজমিস্ত্রিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম চন্দন মাল। গত ২০ তারিখে গলায় ওড়নার ফাঁস দেওয়া অবস্থায় নাফিসা খাতুন নামে বছর সতেরোর ওই কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ।

পুরনো খবর:





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.