টুকরো খবর
বহু স্কুলে পরিদর্শক নেই, বিক্ষোভ
বিদ্যাসাগরের জন্মদিন পালনের অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাগৃহে হাজির হয়ে বিক্ষোভের মুখে পড়লেন মন্ত্রী স্বপন দেবনাথ। বৃহস্পতিবার তিনি ও প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি দেবাশিস নাগকে ঘিরে জেলা স্কুলসমূহের পরিদর্শকেরা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, “প্রতিটি বিভাগে অর্ধেকের উপর কর্মী নেই। সীমিত সংখ্যক বিদ্যালয় পরিদর্শকের পক্ষে সমস্ত স্কুল পরিদর্শন করা সম্ভব হচ্ছে না।” তাঁদের দাবি, অবিলম্বে ওই পদগুলিতে নিয়োগ দরকার। পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির বর্ধমান জেলা শাখার সম্পাদক প্রশান্ত মুখোপাধ্যায় বলেন,“জেলায় তিন জন ডিআই দরকার। কিন্তু একজন পরিদর্শক রয়েছেন। অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক থাকার কথা পাঁচজন। দু’জন নেই। সহকারি বিদ্যালয় পরিদশর্ক থাকার কথা ৪৩ জন। সেখানেও ১৫ জনের ঘাটতি। চক্র বিদ্যালয় পরিদর্শ থাকার কথা ৭৯ জন। ৩৯টি পদ শূন্য। ফলে ঠিক মতো পরিদর্শন সম্ভব হচ্ছে না।” তাঁর দাবি, রাজ্য শিক্ষা দফতরের কাছে এই পদগুলিতে নিয়োগের জন্য সমিতির পক্ষ থেকে বহুবার স্মারকলিপি দেওয়া হয়েছে। কিন্তু কাজ হয়নি। মন্ত্রী স্বপন দেবনাথের আশ্বাস, “শূন্য পদের সংখ্যা ও কবে থেকে সেগুলি শূন্য জানিয়ে আপনারা চিঠি দিন। এতদিন ধরে যে এত পদ শূন্য রয়েছে, জানতাম না। আমি অবিলম্বে নিয়োগ শুরু করার চেষ্টা করব।”

ধর্ষণে গ্রেফতার
ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে মঙ্গলকোটের বেলগ্রাম থেকে জয়দেব দাস নামে ওই যুবককে ধরা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে কাটোয়ার এসিজেএম ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে জয়দেব পড়শি এক তরুণীকে প্রথমে মারধর পরে ধর্ষণ করে বলে অভিযোগ। বৃহস্পতিবার ওই তরুণী এসিজেএমের কাছে গোপন জবানবন্দিও দেন।

বাইকের ধাক্কায় মৃত
একশো দিনের কাজ সেরে ফেরার পথে মোটরবাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে মঙ্গল হেমব্রম (৪৫) নামে এক ব্যক্তির। বুধবার সকালে মেমারি-জৌগ্রাম রোডে ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় সোনোরা গ্রামের বাসিন্দা মঙ্গলবাবুকে বর্ধমান মেডিক্যাল ভর্তি করানো হলে সেখানেই মারা যান তিনি।

ঝুলন্ত দেহ যুবকের
অজয়ের বাঁধের কাছে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ মেলে বৃহস্পতিবার সকালে। মৃতের নাম দেবাশিস ঘোষ (২২)। বাড়ি কাটোয়া শহরের চার নম্বর ওয়ার্ডের সর্দার পাড়ায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরেই আত্মঘাতী হয়েছে ওই যুবক। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।


ছবি: উদিত সিংহ।
গাঁজা উদ্ধার
বৃহস্পতিবার সকালে গলসির সেলুন মোড়ের কাছে ২ নম্বর জাতীয় সড়কে দুর্গাপুর-কৃষ্ণনগর রুটের একটি সরকারি বাস থেকে উদ্ধার হয় প্রায় ন’কেজি গাঁজা। তবে এখনও কাউকে ধরতে পারেনি পুলিশ। পুলিশ জানায়, বাজেয়াপ্ত গাঁজার দাম প্রায় ৫০ হাজার টাকা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.