|
|
|
|
বহিরাগতদের সঙ্গে ছাত্রদের গোলমাল |
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
একদল বহিরাগতের সঙ্গে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের কয়েকজন ছাত্র মারামারির ঘটনায় জড়িয়ে যাওয়ায় বৃহস্পতিবার কলেজ সংলগ্ন এলাকায় বিশৃঙ্খলার সৃষ্টি হল। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী নামাতে হয়। মোতায়েন করা হয় র্যাফও। বেশ কিছুক্ষণ সেনর্যালে রোড অবরোধ করা হয়। পুলিশ দু’পক্ষকে বুঝিয়ে অবস্থা শান্ত করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কলেজ সংলগ্ন সেনর্যালে রোড ও ২ নম্বর জাতীয় সড়কের সংযোগস্থলে একটি দোকানে বসে কচুরি খাচ্ছিলেন স্থানীয় গাড়ুই গ্রামের কয়েক জন যুবক। ওই সময়ে দোকানে এসে উপস্থিত হন আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের কিছু ছাত্র। হঠাৎই কোনও কারণ বশত গাড়ুইগ্রামের যুবকদের সঙ্গে কলেজের ছাত্রদের বচসা থেকে হাতাহাতি বেঁধে যায়। এলাকার কয়েকজনের মধ্যস্থতায় অল্প সময়ের মধ্যেই বচসা ও হাতাহাতি বন্ধ হয়ে যায়। কলেজ ছাত্রেরা ফিরে যান কলেজে। গ্রামে ফিরে যান গাড়ুই গ্রামের যুবকেরাও। কিন্তু কিছুক্ষণের মধ্যেই গাড়ুই গ্রামের কয়েকশো যুবক কলেজের সামনে চলে আসেন। তাঁরা কলেজ লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে শুরু করেন বলে অভিযোগ। কলেজের ছাত্ররাও পাল্টা ইট ছোড়েন বলে অভিযোগ। গাড়ুই গ্রামের যুবকেরা সেনর্যালে রোড আবরোধ শুরু করেন। তাঁরা দাবি করেন, কলেজের যে ছাত্ররা মারধর করেছেন তাঁদের রাস্তায় এসে গাড়ুই গ্রামের যুবকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অল্প সময়ের মধ্যেই এলাকায় বিশাল পুলিশ বাহিনী এসে পড়ে। র্যাফ নামানো হয়। কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল) শৌভনিক মুখোপাধ্যায় দু’পক্ষকে বুঝিয়ে অবস্থা আয়ত্তে আনেন। তিনি জানিয়েছেন, অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। |
|
|
|
|
|