আবগারি দফতরের কনস্টেবল পদে পরীক্ষা দিতে এসে ধৃত ভুয়ো পরীক্ষার্থী ছোটন মণ্ডল পুলিশের গাড়ি থেকে চম্পট দিয়েছিল বুধবার। ছোটন যার হয়ে পরীক্ষা দিতে এসেছিল, সেই ব্যক্তি বার্নপুরের হরিন্দর ঠাকুরকে বুধবার রাতে তার বাড়ি থেকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে, হরিন্দর ঠাকুরকে জিজ্ঞাসাবাদ করে তার প্রতিবেশী শান্তাময় মুখোপাধ্যায় নামের এক ব্যক্তির সন্ধান পায় পুলিশ। পুলিশ শান্তাময়বাবুকেও গ্রেফতার করেছে। ছোটন কোথায় লুকিয়ে থাকতে পারে সে বিষয়ে জানার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ ও আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, আবগারি দফতরের কনস্টেবল নিয়োগের জন্য শারীরিক সক্ষমতার পরীক্ষা চলছিল বিধাননগরের আইআরবি ক্যাম্পে। বার্নপুরের বাসিন্দা হরিন্দর ঠাকুরের জায়গায় পরীক্ষায় বসেছিল ছোটন। ছবি ও অন্যান্য তথ্য নিয়ে অসঙ্গতি মেলায় খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ভুয়ো পরীক্ষার্থী হিসাবে ছোটনকে গ্রেফতার করে। তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় পালায় সে।
|
বৃহস্পতিবার আসানসোল বিশেষ সিবিআই আদালত পাণ্ডবেশ্বরে শোনপুর বাজারি প্রকল্পের স্টোর বিভাগের তিন কর্মীকে ডিজেল চুরির অভিযোগে দোষী সাব্যস্ত করল। বেণীমাধব ভট্টাচার্য, দেবেশ পাল, ভোগীলাল প্রাণশঙ্কর পান্ডে, মানিক সরকার, তুষার চক্রবর্তী এই পাঁচ জনের বিরুদ্ধে ৩১ হাজার ১৫৩ লিটার ডিজেল চুরি ও নয়ছয় মামলা দায়ের হয়েছিল। সিবিআই আদালত সূত্রে জানা গিয়েছে, ১৯৯২ সালের এপ্রিল মাস থেকে ১৯৯৩ সালের মার্চ মাস পর্যন্ত ডিজেল চুরি করে তারা। সিবিআই আদালতে এর পর মামলা দায়ের হয়। ওই আদালতের কৌসুঁলি আশিস মুখোপাধ্যায় বলেন, “মানিক সরকার এবং তুষার চক্রবর্তীর বিচার চলাকালীন মৃত্যু হয়। শুক্রবার এই মামলার সাজা ঘোষণা হবে।”
|
বন্ধ রাস্তা নির্মাণের দাবি |
আচমকা বন্ধ হয়ে যাওয়া আসানসোলের ৬০ ফুট রাস্তা নির্মাণের কাজ শুরু করার দাবি জানিয়ে বৃহস্পতিবার হটন রোড ও এসবি গড়াই রোডের সংযোগস্থল অবরোধ করলেন এলাকাবাসী। প্রায় ৪৫ মিনিট অবরোধ চলে। পরে পুলিশ এলে অবরোধ ওঠে। এই রাস্তাটি নির্মাণের কাজ শুরু করেছিল এডিডিএ। কিন্তু এই রাস্তার জন্য যাঁরা জমি দিয়েছেন সেই জমিদাতারা তাঁদের দেওয়া জমির বর্তমান দাম চেয়ে নির্মাণ বন্ধের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা করেছেন। ফলে এডিডিএ রাস্তা নির্মাণ বন্ধ করেছে। |